Priyanshu Patel

অভাবের মধ্যেও দু’চোখে স্বপ্ন, স্পিনার প্রিয়াংশুর জাদুতে মাত বাংলার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের মাঠ

কোচবিহার ট্রফিতে তাঁর ঘূর্ণিতে ধরাশায়ী হয়ে যাচ্ছে বিপক্ষ। তবে এখনও নিজের স্বপ্ন থেকে কতটা পথ দূরে বাংলার বাঁহাতি স্পিনার প্রিয়াংশু পটেল?

Advertisement
ইন্দ্রজিৎ সেনগুপ্ত 
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ১২:০৫
Share:
০১ ১৪

অভাব, অনটনের মধ্যে দিন কাটিয়েও স্বপ্নপূরণ করা যায়। এই কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন একজন যোদ্ধাই। যেমন, বাংলার অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার প্রিয়াংশু পটেল।

ছবি: ইনস্টাগ্রাম

০২ ১৪

বাঁ-হাতি এই চমৎকার স্পিনার একের পর এক ট্রফি জিতে পরিচিতির শীর্ষে পোঁছানোর আশা করছেন রোজ। সম্প্রতি কোচবিহার ট্রফিতে তাঁর ঘূর্ণিতে ধরাশায়ী হয়ে যাচ্ছে বিপক্ষ। তবে এখনও নিজের স্বপ্ন থেকে কতটা পথ দূরে তিনি?

ছবি: ইনস্টাগ্রাম

Advertisement
০৩ ১৪

ময়দানে অনেক ক্রিকেটারই আছেন যাঁদের কাছে প্রত্যেক দিন বাস ভাড়া দিয়ে অনুশীলনে আসারও সামর্থ নেই। তাঁদের মধ্যে কেউ কেউ ভাবেন, ‘‘আজ যদি ৩০ টাকা খরচ করে ফেলি, কাল কার কাছে হাত পাতব?’’

ছবি: ইনস্টাগ্রাম

০৪ ১৪

দ্বিতীয় ডিভিশনে বেশির ভাগ ক্লাবই ক্রিকেটারদের টাকা দিতে পারে না। যাতায়াতের ভাড়াটুকুও দেওয়া হয়ে ওঠে না।

ছবি: ইনস্টাগ্রাম

০৫ ১৪

অনেক কর্তাই আছেন, প্রথম একাদশে খেলানোর জন্য যাঁরা ক্রিকেটারদের থেকে টাকা চান। তাঁদের প্রত্যেকের সঙ্গে লড়াই করে শুধুমাত্র প্রতিভা ও পরিশ্রমের জোরে এগিয়ে চলেছেন প্রিয়াংশু।

০৬ ১৪

১৮ বছরের বাঁ-হাতি স্পিনারের বাবা রাইটার্স বিল্ডিংয়ের পিছন দিকে গাড়ি পাহারা দেন। পার্কিংয়ের দায়িত্বে তিনিই। কাঁকুড়গাছিতে একটি ঘরের মধ্যে থাকেন প্রিয়াংশু, তাঁর বাবা, মা ও দাদা। কয়েক মাস আগে দাদা নতুন চাকরি পেয়েছেন।

০৭ ১৪

কিন্তু বাড়ির পরিস্থিতির উন্নতি হয়নি। একটাই খাট। পাশেই রান্নার জায়গা। বর্ষাকালে ছাদ থেকে জল পড়ে খাট ভিজে যায়। শীতকালে ঠান্ডা ঢোকে বেড়ার ফাঁক দিয়ে।

ছবি: ইনস্টাগ্রাম

০৮ ১৪

প্রিয়াংশুর স্বপ্ন, ক্রিকেটার হয়ে মা, বাবা ও দাদাকে ভাল বাড়িতে রাখবেন। কোচবিহার ট্রফিতে বাংলার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পাঁচ ম্যাচে পেয়েছেন ২৯ উইকেট।

ছবি: ইনস্টাগ্রাম

০৯ ১৪

পঞ্জাবের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসে ৪৫ ওভারে ১০০ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। প্রথম দিন সাত উইকেট হারিয়ে পঞ্জাবের রান ২৬৯। একটি করে উইকেট পেয়েছেন যুধাজিৎ গুহ ও রাহুল প্রসাদ।

ছবি: ইনস্টাগ্রাম

১০ ১৪

নকআউট ম্যাচে পাঁচ উইকেট নিয়ে রাহুল বলছিলেন, ‘‘সকলের আশীর্বাদ আমার সঙ্গে আছে। ছোটবেলা থেকে পরিশ্রম করছি। কোনও দিনও ক্রিকেটের সরঞ্জাম কিনতে পারিনি। কোচেরাই আমাকে সব কিছু দিয়েছেন।’’

১১ ১৪

প্রিয়াংশু খেলেন কুমারটুলির হয়ে। কোচবিহার ট্রফিতে অনূর্ধ্ব-১৯ বাংলার হয়ে দ্রুত গতিতে ছুটে চলেছেন তিনি।

১২ ১৪

বলছিলেন, ‘‘আমার বাবা খুব পরিশ্রম করেন। কলকাতার ভয়াবহ গরমেও গাড়ি পাহারা দিতে হত বাবাকে। ছেলে হয়ে কী করে এই কষ্ট দেখি বলুন তো?’’

ছবি: ইনস্টাগ্রাম

১৩ ১৪

প্রিয়াংশুর কোচ আব্দুল মুনায়ামের কথায়, ‘‘খুবই প্রতিভাবান ছেলে। তবে ওকে আরও পরিশ্রম করতে হবে।’’

ছবি: ইনস্টাগ্রাম

১৪ ১৪

সংগ্রামই যাঁর প্রতিদিনের সঙ্গী, পরিশ্রমের কথা কি তাঁকে মনে করিয়ে দিতে হয়?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement