মঙ্গলবার মুম্বই বিমানবন্দর থেকে প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী, অভিনেতা কমাল রশিদ খান ওরফে কেআরকে-কে গ্রেফতার করে মলাড পুলিশ।
২০২০ সালে প্রয়াত অভিনেতা ঋষি কপূর এবং ইরফান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে টুইট করেছিলেন কেআরকে। এই বিতর্কিত টুইটের জন্য তাঁকে গ্রেফতার করা হয়।
ঋষি কপূর যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, তখন কেআরকে অভিনেতার উদ্দেশে টুইট করে জানিয়েছিলেন তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন। কারণ, মদের দোকানগুলি দু-তিন দিনের মধ্যেই খুলে যাবে।
এমনকি, ইরফান খান যখন হাসপাতালে ভর্তি, তাঁকে নিয়েও ‘কুরুচিকর’ মন্তব্য করেছিলেন কেআরকে। তবে, এই প্রথম বার নয়, এর আগেও বার বার বলিউডের অভিনেতা থেকে শুরু করে পরিচালক, এমনকি ক্রিকেটারদের নিয়েও মন্তব্য করেছেন তিনি।
কিছু দিন আগেই বিরাট কোহলীর মানসিক স্বাস্থ্য বিষয়ে মন্তব্য করে টুইট করেন কেআরকে। বিরাটের সঙ্গে জড়িয়ে ফেলেন তাঁর পত্নী অভিনেত্রী অনুষ্কাকেও। কেআরকে টুইটে লিখেছেন, ‘বিরাট কোহলী ভারতের প্রথম ক্রিকেটার, যিনি মানসিক অবসাদে ভুগছেন। অভিনেত্রীকে বিয়ে করার ফল এটা। এই সমস্যার কথা তিনিই বিরাটের মাথায় ঢুকিয়েছেন।’
দীপিকা ও রণবীরের জুটি নিয়ে পাপারাৎজিদের উৎসাহ নেহাত কম নয়। এই তারকা-জু়টিও নেটমাধ্যমে নিজেদের ছবি দিয়ে অনুরাগীদের নজর কাড়েন। কেআরকের নজরেও পড়ে এই জুটি।
বিয়ের আগে তাঁরা দু’জন যখন সম্পর্কে ছিলেন, তখন দীপিকার নাম উল্লেখ করে টুইট করেন কেআরকে। তিনি অভিনেত্রীকে টুইট পোস্টের মাধ্যমেই জিজ্ঞাসা করেন, কেআরকে যদি প্রমাণ করে দেন যে, এত সুন্দর প্রেমিকা থাকা সত্ত্বেও রণবীর অন্য মেয়েদের সঙ্গে ফ্লার্ট করছেন, তা হলে অভিনেত্রী তাঁকে কী উপহার দেবেন?
ঋষি-পুত্র রণবীরও নাকি পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়েছেন বলেই তাঁর ছবিতে কাজ করার সুযোগ পান বলে মন্তব্য করেছিলেন কেআরকে।
‘ফিল্ম সমালোচক’ হিসাবেও নিজের পরিচয় দেন কেআরকে। বলিউডে কোনও ছবি মুক্তি পেলে তা নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্ট নিন্দায় ভরিয়ে দেন তিনি। তাঁর মতে, বলিউডের কোনও পরিচালকই নাকি ছবি বানাতে পারেন না। মাঝেমধ্যেই কেআরকে জানান, তিনি যদি শুয়ে-বসে, আরাম করেও ছবি বানান, তা হলেও বলিউডের পরিচালকদের তুলনায় ভাল ছবি বানাতে পারবেন।
নিজের নামে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি। কেআরকে টুইটে জানিয়েছেন, ‘সলমন এবং দীপিকা একসঙ্গে সিনেমায় অভিনয় করেননি। আমার ছেলের প্রথম ছবিতে এই দু’জনকে বাবা-মায়ের চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া হবে।’
২০১৬ সালে দীপাবলির সময় মুক্তি পেয়েছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘শিবায়’। ছবি দু’টি মুক্তির পরেই বলিপাড়ায় ঝড় তুলে দেন কেআরকে। এক দিকে তিনি কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির প্রশংসা করেন, অন্য দিকে ‘শিবায়’ নিয়ে কুমন্তব্য করেন।
পরবর্তী কালে অজয় দেবগণ নিজেই একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে নিয়ে আসেন। তা শুনে জানা যায়, কর্ণ নাকি নিজের ছবির প্রচারের জন্য কেআরকে-কে ২৫ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন, যাতে কেউ ‘শিবায়’ ছবিটি দেখতে না যান। তাই সেই ছবিটি নিয়ে ভাল মন্তব্য করেননি কেআরকে।
বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের অভিনয়-দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেআরকে। টুইটে জানান, অক্ষয় নাকি বলিউডে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন। পর পর ছ’টি ছবিই ফ্লপ হওয়ায় অক্ষয় নাকি ‘বলিউড’কে খুন করেছেন— এমনটাই জানান কেআরকে।
বলিউডের প্রযোজক ও পরিচালক বিক্রম ভট্টকে নিয়েও টুইট করেন কেআরকে। বিক্রমের প্রযোজনায় ২০০৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘১৯২০ লন্ডন’ ছবিটি। এই ছবির ব্যাপারে বিরূপ মন্তব্য করার পাশাপাশি তিনি অভিনেত্রী মীরা চোপড়ার সঙ্গে প্রযোজকের অবৈধ সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। কেআরকে-র বিরুদ্ধে মানহানির মামলা করেন বিক্রম।
মায়ানগরীর অভিনেত্রীদের নিয়ে তুলনা করতেও পিছপা হননি কেআরকে। কোন অভিনেত্রীর বলিউডের ‘বিগার আন্টি’ তা নিয়ে একটি তালিকাও টুইট করেন তিনি। বিদ্যা বালন, সোনাক্ষী সিন্হা , করিনা কপূর খান ও প্রিয়ঙ্কা চোপড়ার নাম উল্লেখ করেন সেই তালিকায়।