অযোধ্যা জুড়ে এখন সাজ সাজ রব। আর ১৬ দিন পরেই অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়ে গিয়েছে।
মন্দির উদ্বোধনের আগেই ‘রামের’ পাদুকা নিয়ে রাম জন্মভূমিতে পৌঁছচ্ছেন হায়দরাবাদের চরলা শ্রীনিবাস শাস্ত্রী। মাথায় রুপোর পাদুকা নিয়ে ১৩০০ কিলোমিটার পথ হেঁটে অযোধ্যা পৌঁছনোর পরিকল্পনা করেছেন তিনি।
২০২৩ সালের ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার ভেদুরপাক গ্রাম থেকে মাথায় রুপোর তৈরি পাদুকা নিয়ে পদযাত্রা শুরু করেছেন তিনি।
রুপোর তৈরি পাদুকার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। এক একটি পাদুকার ওজন আট কিলোগ্রাম।
রুপো দিয়ে পাদুকা দু’টি তৈরি হয়ে যাওয়ার পর তা সোনার পাতে মুড়িয়ে ফেলার পরিকল্পনা করেছেন চরলা। যদিও সোনার পাতে মোড়ানোর পর তার ওজনও বৃদ্ধি পেয়েছে।
সোনার পাতে মোড়ানোর পর পাদুকাজোড়ার এক একটির ওজন বেড়ে দাঁড়িয়েছে ১২.৫ কিলোগ্রাম।
সংবাদ সংস্থা সূত্রে খবর, পাদুকা দু’টি মাথায় নিয়ে প্রতি দিন ৩৮ কিলোমিটার পথ হেঁটে যাচ্ছেন চরলা। আগামী ১৩ জানুয়ারি রাম জন্মভূমিতে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে তাঁর।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিশ্রুতি দিয়েছেন যে দর্শনের সময় রুপোর পাদুকাজোড়া মন্দিরের ভিতর রাখতে পারবেন চরলা।
এই প্রথম নয়, এর আগেও অযোধ্যা রামমন্দিরে মূল্যবান বস্তু দান করেছেন চরলা। মন্দির শিলান্যাসের সময় আটটি রুপোর ইট মন্দিরে দান করেছিলেন তিনি। প্রতিটি ইটের ওজন ছিল আড়াই কিলোগ্রাম।
মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় যে ভিড় উপচে পড়তে পারে, সেই আশঙ্কা আগে থেকেই করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টেও দাবি করা হয়েছে যে, শহরের বেশির ভাগ হোটেলেই তিন দিন অর্থাৎ, ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত বুকিং করে রেখেছেন বহু মানুষ। উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকতে আগে থেকেই অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ভক্তেরা।
দর্শনার্থীদের পাশাপাশি অযোধ্যার রামমন্দির উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শিল্পপতি থেকে ক্রিকেট তারকা— দেশ-বিদেশের নামী ব্যক্তিত্বরা রয়েছেন নিমন্ত্রিত অতিথিদের তালিকায়।
অমিতাভ বচ্চন, অনুপম খের, আলিয়া ভট্ট, রণবীর কপূর, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, সঞ্জয় লীলা ভন্সালী, মধুর ভান্ডরকর, টাইগার শ্রফ, রাজকুমার হিরানি, আয়ুষ্মান খুরানা, অজয় দেবগন, সানি দেওল, কঙ্গনা রানাউতের মতো বলি তারকাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
বলি তারকাদের পাশাপাশি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে দক্ষিণী তারকা রজনীকান্ত, চিরঞ্জীবী, মোহনলাল, ধনুশ, যশ, ঋষভ শেট্টি এবং প্রভাসকেও।
আশির দশকে রামানন্দ সাগরের ‘রামায়ণ’ হিন্দি ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল এবং সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অরুণ এবং দীপিকাকেও।
শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি থেকে শুরু করে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রতন টাটা, মুকেশ অম্বানী, গৌতম আদানির মতো শিল্পপতিরা।
বাবরি মসজিদ মামলাকারীও ব্রাত্য নন আমন্ত্রিতদের তালিকায়। বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলায় অন্যতম প্রতিনিধি ছিলেন ইকবাল আনসারি। মুসলিম পক্ষের প্রধান মামলাকারীদের মধ্যে থাকা ইকবালকেও অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর তরফে আমন্ত্রণ জানানো হয়েছে।