লিভিং রুম: বিমানের মধ্যেই রয়েছে এই লিভিং রুমটি। আরামদায়ক সোফার সঙ্গে রয়েছে ৩২ ইঞ্চি স্ক্রিনের একটি বড় এলসিডি টিভি।
বেশি ক্ষণ ঠায়ে বসে থাকতে কষ্ট হয় বুঝি। তা সে বিমান হলেও! তা হলে আপনার জন্য একটা ছোট্ট টিপস। নিউ ইয়র্ক বা আবুধাবি যাওয়ার কোনও পরিকল্পনা থাকলে টিকিট কাটতে পারেন এতিহাদ এয়ারলাইন্স-এ। তবে টিকিটটা কাটার আগে একটু নিজের পকেটের দিকে দেখে নিন। থু়ড়ি, ব্যাঙ্ক ব্যালান্সটা মিলিয়ে নিলে ভাল হয়। কারণ, রাজকীয় ভাবে শুয়ে-বসে যেতে গেলে অনেকটাই গাঁটের কড়ি খরচ করতে হবে বৈকি! এখানে একটি টিকিটের দাম কম করে ২৫ লক্ষ টাকা। অবাক হচ্ছেন? এটাই হল বিশ্বের সবচেয়ে দামি ফ্লাইট। সম্প্রতি মুম্বই-আবুধাবি রুটে এই বিমান পরিষেবা চালু হয়ে গিয়েছে। আগে এই বিমান শুধুমাত্র আবুধাবি থেকে নিউ ইয়র্ক রুটে চলত। আসুন এর অন্দরমহলটা একটু ঘুরে দেখা যাক। কোনও পাঁচতারা হোটেলের থেকে কম নয় এই ফ্লাইট।