আজ পয়লা বৈশাখ। শুরু হয়ে গেল ১৪২৩ সন। চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণ করার উপর নির্ভর করেই তৈরি হয়েছে বাংলা বছরের সব মাসের নাম। পৃথিবীকে এক বার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে ২৭.৫ দিন। মোটামুটি ২৯.৫ দিন পর চাঁদ আবার একই জায়গায় ফিরে আসে। সেই অনুযায়ী নির্ধারিত হয় বাংলা মাস। চাঁদের আশাপাশে রয়েছে ২৭টি নক্ষত্র। প্রতি মাসে যে নক্ষত্রের কক্ষপথে প্রবেশ করার পর চাঁদ পূর্ণদশা প্রাপ্ত হয় অর্থাত্ পূর্ণিমা হয় সেই নক্ষত্রের নাম অনুসারে হয় মাসের নামের নামকরণ। জেনে নিন কী ভাবে।