Virat Kohli

মাঠে ‘হাজির’ অকায়! বিরাট-অনুষ্কার সদ্যোজাত সন্তানকে ঘিরে উচ্ছ্বাস ভক্তদের

অকায়ের জন্মের পর থেকে এখনও পর্যন্ত দেখা যায়নি বিরাট-অনুষ্কাকে। তা হলে কী ভাবে আইপিএলের আগে বিরাটের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে দেখা গেল অকায় ও কোহলিকে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৯
Share:
০১ ১২

বরাবরই ব্যক্তিগত জীবন লোকচক্ষুর আড়ালে রাখতেই ভালবাসেন তাঁরা। যতই জল্পনা বা আলোচনা হোক, নিজেদের মুখে সহজে স্বীকার করেন না জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। তাঁরা ক্রিকেট জগৎ ও বলিপাড়ার অন্যতম চর্চিত দম্পতি বিরাট কোহলি ও অনষ্কা শর্মা।

০২ ১২

প্রথম সন্তান ভামিকাকে বহু দিন সাধারণের চোখের আড়ালে রেখেছিলেন তাঁরা। দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের খবর নিয়ে শত জল্পনার মধ্যেও, যত দিন না নিজেরা সমাজমাধ্যমে জানিয়েছেন, সেই খবর নিশ্ছিদ্র সুরক্ষার মধ্যেই ছিল।

Advertisement
০৩ ১২

অথচ অকায়ের জন্মের পরেই এ বার ‘জন সমক্ষে’ সপুত্র বিরাট-অনুষ্কা। কী ভাবে আইপিএলের আগেই বিরাটের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে দেখা গেল অকায় ও বিরাটকে?

০৪ ১২

না, অকায় বা বিরাট কেউ স্টেডিয়ামে যাননি। পুত্রের কোনও ছবিও দেননি বিরাট।

০৫ ১২

কিন্তু অকায়কে আপন করে নিয়েছে চিন্নাস্বামী। আপন করে নিয়েছেন বিরাটের ভক্তেরা।

০৬ ১২

মহিলাদের আইপিএলে আরসিবির প্রথম ম্যাচে গ্যালারিতে অকায়ের নামে পোস্টার দেখা গেল। কোনও পোস্টারে লেখা, “আরসিবিতে অকায়কে স্বাগত।”

০৭ ১২

আবার কোনও পোস্টারে লেখা, “আরসিবিতে অকায়।” সেই সঙ্গে সিংহশিশুর একটি ছবি দেওয়া। এই সব পোস্টারের ছবি সমাজমাধ্যমে ভাইরাল।

০৮ ১২

১৫ ফ্রেব্রুয়ারি জন্ম হয়েছে অকায়ের। বিরাট ও অনুষ্কার দ্বিতীয় সন্তানকে নিয়ে জল্পনা অনেক দিন ধরে শোনা যাচ্ছিল।

০৯ ১২

পারিবারিক কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন বিরাট। পরে বাকি তিন টেস্টেও তিনি খেলবেন না বলে জানিয়ে দেন।

১০ ১২

এই ঘোষণায় সেই জল্পনা আরও বেড়ে গিয়েছিল। অবশেষে সেই জল্পনা সত্যি হয়েছে। পুত্রসন্তান হওয়ার কথা নিজেই জানান বিরুষ্কা।

১১ ১২

সামনে আইপিএল। তার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে আরও এক বার ভারতীয় জার্সিতে দেখা যেতে পারে বিরাটকে।

১২ ১২

তবে এখনও অনুশীলন শুরু করেননি তিনি। লন্ডনেই রয়েছেন। আবার তিনি কবে মাঠে নামবেন, সে দিকেই তাকিয়ে তাঁর ভক্তেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement