The Kapil Sharma Show

অনিয়মিত ভারতী, ছেড়ে গিয়েছেন সুনীল, ক্রুষ্ণারা, হাসাতে গিয়ে বিতর্কের জেরে কপিল শর্মা শো বয়কটের দাবিও উঠেছিল

এই মুহূর্তে ভারতীয় টেলি দুনিয়ায় অন্যতম সফল কমেডি শো থেকে সরে দাঁড়াচ্ছেন একের পর এক কৌতুকাভিনেতা। শো ঘিরে অতীতে বিতর্কও হয়েছে বিস্তর।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৩
Share:
০১ ১৬

দুশ্চিন্তা, অবসাদের যুগে মানুষের মুখ থেকে হাসি ক্রমশ উধাও হয়ে যাচ্ছে। শশব্যস্ত জীবনে দিনের শেষে আম-আদমির মুখে হাসি ফেরানোর দায়িত্ব নিয়েছে ‘দ্য কপিল শর্মা শো’। কিন্তু হাসি-ঠাট্টার এই শো ঘিরে অনেকেই যেমন আঘাত পেয়েছেন, আবার এই শোয়ের বিরুদ্ধে বিতর্কও হয়েছে বিস্তর। তবুও দমে যাননি নির্মাতারা। ‘শো মাস্ট গো অন’-এর স্পিরিট নিয়ে ১০ সেপ্টেম্বর থেকে আসছে শোয়ের নয়া সিজন।

০২ ১৬

কিন্তু বিতর্ক যেন ইদানীং ‘দ্য কপিল শর্মা’ শোয়ের নিত্যসঙ্গী হয়ে দাঁড়াচ্ছে! নতুন সিজন শুরুর আগেই বিপাকে পড়েছেন নির্মাতারা।

Advertisement
০৩ ১৬

এই মুহূর্তে ভারতীয় টেলি দুনিয়ায় অন্যতম সফল কমেডি শো থেকে সরে দাঁড়াচ্ছেন একের পর এক কৌতুকাভিনেতা। কপিল শর্মার পাশাপাশি এই শো যিনি মাতিয়ে রাখছেন, সেই ভারতী সিংহও এ বার অনিয়মিত।

০৪ ১৬

নতুন সিজনে নিয়মিত ভাবে দেখা যাবে না ‘কমেডি কুইন’কে। এই প্রসঙ্গে ভারতী বলেছেন, ‘‘আমি একটা ছোট বিরতিতে আছি। সেই সঙ্গে ‘সারেগামাপা’ করছি। এমনটা নয় যে, ‘দ্য কপিল শর্মা শো’ করব না। কিন্তু নিয়মিত থাকতে পারব না। আমার ছোট বাচ্চাও রয়েছে, কিছু অনুষ্ঠানও রয়েছে। ফলে মাঝেমাঝে চেষ্টা করব।’’

০৫ ১৬

কপিলের শোয়ের নতুন সিজনে দেখা যাবে না ‘চান্দু চায়েওয়ালা’কেও। ছোট বিরতির জন্য এই শোয়ে থাকবেন না বলে জানিয়েছেন চান্দুর চরিত্রাভিনেতা চন্দন প্রভাকর।

০৬ ১৬

এই অনুষ্ঠান থেকে সরে যাচ্ছেন কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক। চুক্তি সংক্রান্ত কিছু সমস্যার জন্য নতুন সিজনে তিনি থাকছেন না বলে জানিয়েছেন অভিনেতা। একসঙ্গে এত জন অভিনেতার না থাকা শোয়ের জন্য নিঃসন্দেহে ধাক্কা বলে মনে করা হচ্ছে। শুধু তা-ই নয়, কেন তাঁরা সরে যাচ্ছেন এই জনপ্রিয় শো থেকে, সে নিয়েও প্রশ্ন উঠেছে।

০৭ ১৬

কপিল শর্মার শো-তে এর আগেও কৌতুকাভিনেতারা বিদায় নিয়েছিলেন। যাঁর মধ্যে অন্যতম অভিনেতা সুনীল গ্রোভার। ‘গুট্টি’ চরিত্রে সুনীলের কৌতুক মাতিয়ে রাখত দর্শকদের। কিন্তু কপিলের সঙ্গে সুনীলের বিবাদের জেরে দর্শকরা এই শো থেকে তাঁদের প্রিয় ‘গুট্টিকে’ হারান।

০৮ ১৬

শোনা যায়, চন্দন প্রভাকরের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করছিলেন মত্ত কপিল। এই সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে কপিলের সঙ্গে বিতণ্ডায় জড়ান সুনীল।

০৯ ১৬

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির কলাকুশলীদের কপিলের শোয়ে আমন্ত্রণ না জানানো নিয়ে বিতর্ক বেধেছিল।

১০ ১৬

এই ছবিতে কোনও তারকা ছিলেন না। তাই প্রচারের জন্য কপিল শর্মার শোয়ের মঞ্চে ওই ছবির অভিনেতা-অভিনেত্রীদের আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

১১ ১৬

‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালকের এই বক্তব্য সত্যি নয় বলে পাল্টা দাবি করেন স্বয়ং কপিল শর্মা। তবে তাতে বিতর্ক থেমে থাকেনি। এই শো বয়কটের দাবি ওঠে।

১২ ১৬

গত বছর সেপ্টেম্বরে ‘দ্য কপিল শর্মা শো’-এর নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল মধ্যপ্রদেশের শিবপুরের জেলা আদালতে।

১৩ ১৬

অভিযোগ ছিল, শোয়ের একটি পর্বে আদালতকক্ষের দৃশ্যে অভিনেতাদের মদ্যপান করতে দেখা গিয়েছে। যাতে আদালতের অবমাননা হয়েছে। এই অভিযোগ নিয়ে বিপাকে পড়তে হয়েছিল শোয়ের নির্মাতাদের।

১৪ ১৬

কপিল শর্মার শো অত্যন্ত ‘নিম্নরুচি’ ও ‘কুৎসিত’ বলে তোপ দেগেছিলেন অভিনেতা মুকেশ খন্না। তিনি বলেছিলেন, ‘‘যদিও দেশে জনপ্রিয় এই শো, তবুও বলছি, এর থেকে খারাপ শো কিছু নেই। পুরুষ অভিনেতারা মহিলাদের পোশাক পরে অত্যন্ত নিম্নরুচির পরিচয় দিয়ে মানুষকে হাসায়।’’

১৫ ১৬

মজা করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছিল স্বয়ং কপিল শর্মাকেও। ২০২০ সালে শোয়ের এক পর্বে চিত্রগুপ্তকে নিয়ে ঠাট্টা করায় কায়স্থদের চোখরাঙানির মুখে পড়তে হয়েছিল শর্মাকে। পরে টুইটারে এ নিয়ে ক্ষমা চান কপিল।

১৬ ১৬

তবে বিতর্ক যা-ই হোক না কেন, সব প্রতিকূলতা পার করে নতুন সিজন নিয়ে আসছেন নির্মাতারা। ভারতীদের মতো তারকা দ্যুতি ছাড়াই নতুন সিজনের হাত ধরে টিআরপিতে কপিল শর্মার শো টেক্কা দিতে পারে কি না, সে দিকে নজর থাকবে অনেকের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement