৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘প্যান ইন্ডিয়ান’ ছবি ‘জওয়ান’। মুক্তির এক মাস কাটার মধ্যেই এই ছবি বক্স অফিসে হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই।
‘জওয়ান’ ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন অ্যাটলি। দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় পরিচালক তিনি। ‘জওয়ান’ ছবির মাধ্যমেই বলিপাড়ায় আত্মপ্রকাশ অ্যাটলির।
কেরিয়ারের প্রথম হিন্দি ছবি পরিচালনা করেই বাজিমাত করেছেন অ্যাটলি। তবে শুধুমাত্র অ্যাটলি নন, দক্ষিণী ফিল্মজগতের এমন বহু পরিচালক রয়েছেন যাঁরা ব্লকবাস্টার ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেছেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচালক কে বিশ্বনাথ। ষাটের দশক থেকে পরিচালনা শুরু করেন বিশ্বনাথ।
১৯৭৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সরগম’ ছবিটি। এই ছবিতে অভিনয় করেন ঋষি কপূর এবং জয়া প্রদা। বিশ্বনাথের পরিচালনায় ‘সরগম’ ছবিটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে।
তামিল ফিল্মজগতের অন্যতম পরিচালক এআর মুরগাডোস। ‘সরকার’, ‘দরবার’, ‘থুপ্পাকি’র মতো একাধিক ছবির সঙ্গে যুক্ত তিনি।
২০১৫ সালে একটি রিমেক ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন মুরগাডোস। ‘গজিনী’ ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। আমির খান অভিনীত এই ছবিটিও বক্স অফিস থেকে ভাল আয় করে।
দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনয়জগতের পাশাপাশি পরিচালনার জগতেও নিজের পরিচিতি তৈরি করেন প্রভু দেবা। কোরিয়োগ্রাফার হিসাবেও জনপ্রিয় তিনি।
২০০৭ সালে ‘পোক্কিরি’ নামের তামিল ছবির পরিচালনা করেন প্রভু দেবা। পরে সেই ছবির রিমেক নিয়ে বলিপাড়ায় পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি।
২০০৯ সালে প্রভু দেবার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ওয়ান্টেড’ ছবিটি। ‘পোক্কিরি’ ছবির হিন্দি রিমেক হল ‘ওয়ান্টেড’।
‘ওয়ান্টেড’ ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন বনি কপূর। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেন সলমন খান, আয়েশা টাকিয়া।
বলিপাড়ার একাংশের দাবি, ‘ওয়ান্টেড’ ছবির মাধ্যমে সলমন তাঁর কেরিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করেন। বক্স অফিসেও দুর্দান্ত আয় করে এই ছবি।
২০১১ সালে সিদ্দিকির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বডি গার্ড’ ছবিটি। এই ছবির মাধ্যমেই বলিপাড়ায় পরিচালনার ক্ষেত্রে পা রাখেন সিদ্দিকি।
সলমন, করিনা কপূর খান অভিনীত ‘বডি গার্ড’ ছবিটি তৈরি করতে ৬০ কোটি টাকা খরচ হয়। বলিপাড়া সূত্রে খবর, মুক্তির পর প্রায় ২৫৩ কোটি টাকা আয় করেছে ছবিটি।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা তেলুগু ফিল্মজগতের জনপ্রিয় নাম। ২০১৭ সালে রোম্যান্টিক ঘরানার তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’ পরিচালনা করে খ্যাতি বৃদ্ধি পায় সন্দীপের।
‘অর্জুন রেড্ডি’ ছবির হিন্দি রিমেকের মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন সন্দীপ। ২০১৯ সালে সন্দীপের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কবীর সিংহ’। শাহিদ কপূর এবং কিয়ারা আডবাণী অভিনীত এই ছবিটি বক্স অফিসে ৩৭৯ কোটি টাকা উপার্জন করে।