bollywood star

অমিতাভ থেকে শাহরুখ-অনিল, একই ছবিতে ছেলেমেয়েদের সঙ্গে অভিনয় করেছেন আর কে কে

শাহরুখ থেকে অমিতাভ, ধর্মেন্দ্র থেকে অনিল— বলিউডের এই অভিনেতারা তাঁদের ছেলেমেয়েদের সঙ্গেও অভিনয় করেছেন। কোন হিন্দি ছবিতে একসঙ্গে ধরা দিয়েছেন তাঁরা?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ১৫:৩৫
Share:
০১ ১২

অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা থেকে অনিল কপূর— বলিউডের এই অভিনেতারা যেমন দর্শকমহলকে সুপারহিট ছবি উপহার দিয়ে গিয়েছেন, তেমন তাঁদের ছেলেমেয়েরাও কিন্তু পিছিয়ে থাকেননি। তাঁরাও বলিপাড়ায় নিজেদের জায়গা করে নিয়েছেন। তবে, সিনেমাজগতে এমন বহু হিন্দি ছবি রয়েছে, যেখানে নিজের ছেলেমেয়েদের সঙ্গেই এক পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছেন বলিউডের কিছু নামকরা তারকা।

০২ ১২

বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি প্রায় ২০০টির কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন। অমিতাভ-পুত্র অভিষেকও কোনও অংশে কম যাননি। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

Advertisement
০৩ ১২

বাবা-ছেলের এই জুটিকে একটি নয়, একসঙ্গে বহু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। ‘কভি অলবিদা না কহে না’, ‘পা’, ‘বান্টি ওউর বাবলি’, ‘ঝুম বরাবর ঝুম’-সহ বিভিন্ন ছবিতে অমিতাভ-অভিষেকের অভিনয় দর্শকের মন কেড়েছে।

০৪ ১২

চলতি বছরে মুক্তি পেয়েছে রণবীর কপূর অভিনীত ‘শমসেরা’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ ছবি দু’টি। দীর্ঘ বিরতির পর আবার বলিউডে ফিরে পর পর দু’টি ছবিতে কাজ করেছেন রণবীর।

০৫ ১২

২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখলেও রণবীর তাঁর বাবার সঙ্গে একটি মাত্র ছবিতে অভিনয় করেছেন। ২০১৩ সালে অভিনব কাশ্যপ পরিচালিত ‘বেশরম’ ছবিতে ঋষি কপূর এবং রণবীর কপূরকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিতেও তাঁদের বাবা-ছেলের ভূমিকাতেই দেখা গিয়েছে।

০৬ ১২

রণবীরের সঙ্গে বলিপাড়ায় অভিষেক ঘটিয়েছিলেন সোনম কপূর। ‘সাওয়ারিয়া’ ছবিতেই প্রথম বড় পর্দায় অভিনয় করেছিলেন অনিল-কন্যা।

০৭ ১২

এর পর অনিল কপূরের প্রযোজনায় বহু ছবিতে সোনম কাজ করলেও অনিল সব সময় ছিলেন ক্যামেরার পিছনেই। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা’ ছবিতেই বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনিল এবং সোনমকে।

০৮ ১২

‘হি-ম্যান অফ বলিউড’ ধর্মেন্দ্র ইন্ডাস্ট্রিতে ছয় দশক ধরে কাজ করছেন। মোট ৩০০টির বেশি ছবিতে অভিনয় করলেও দুই পুত্রের সঙ্গে তিনি হাতে গোনা ছবিতে অভিনয় করেছেন।

০৯ ১২

সানি দেওল এবং ববি দেওলের সঙ্গে ধর্মেন্দ্রকে ‘আপনে’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ সিরিজ়ের ছবিতেই শুধু মাত্র অভিনয় করতে দেখা গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, ‘আপনে’ ছবির দ্বিতীয় পর্বে অভিনয় করতে দেখা যাবে ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর দুই পুত্রকে।

১০ ১২

বলিউডের ‘কিং খান’ শাহরুখ বলিপাড়া কাঁপিয়ে রেখেছেন দীর্ঘ ত্রিশ বছর ধরে। শাহরুখ-পুত্র আরিয়ান এখনও পর্যন্ত কোনও ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেননি। ‘দ্য লায়ন কিং’ এবং ‘দ্য ইনক্রেডিবলস’ নামের দু’টি হলিউড অ্যানিমেশন ছবিতে কণ্ঠদান (ভয়েস-ওভার) করেছেন।

১১ ১২

কিন্তু বড় পর্দার সঙ্গে আরিয়ানের পরিচয় ঘটেছে বহু বছর আগেই। ২০০১ সালে করণ জোহর পরিচালিত ‘কভি খুশি কভি গম’ ছবিটি বক্স অফিসে বিপুল সাড়া ফেলে। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন আরিয়ানও।

১২ ১২

যদিও শাহরুখ এবং আরিয়ান একই ফ্রেমে অভিনয় করেননি। ছবিতে শাহরুখের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন আরিয়ান। শিশু অভিনেতা হিসাবে এই ছবিতেই প্রথম অভিনয় শাহরুখ-পুত্রের। আর কোনও ছবিতে অভিনয় করেননি আরিয়ান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement