তিনি সিনেদুনিয়া ছেড়েছেন, কিন্তু সিনেদুনিয়া তাঁকে ছাড়তে পারেনি। তাই বার বারই চর্চায় ফেরেন এই বলিকন্যা। তিনি সানা খান। বলিউডে নিজের জমি পোক্ত করছিলেন। সফলও হয়েছিলেন। বাড়ছিল জনপ্রিয়তা। ঠিক সেই সময়ই বি-টাউনকে বিদায় জানিয়ে ঘরসংসারে মন দিয়েছেন সানা। শুধু তাই-ই নয় নায়িকাচিত হাবভাব ছেড়ে আজীবন হিজাব পরার পণ নিয়েছেন এই অভিনেত্রী। যা নিয়ে কম হইচই হয়নি! সেই সানাই আবার খবরের শিরোনামে।
মা হতে চলেছেন সানা। মুফতি আনাস সঈদের সঙ্গে ২০২০ সালে বিয়ে হয়েছিল সানার। তার পর থেকেই এক অন্য সানাকে দেখেন তাঁর অনুরাগীরা।
প্রথম সন্তানের অপেক্ষায় এখন দিন গুনছেন সানা এবং সঈদ। ইকরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খুশির খবর জানিয়েছেন সানা।
ওই সাক্ষাৎকারে সানা বলেছেন, ‘‘এটা একেবারেই আলাদা একটা অভিজ্ঞতা। খুবই আবেগপ্রবণ লাগছে। খুবই সুন্দর মুহূর্ত। দু’হাতে আমার সন্তানকে নেওয়ার জন্য মুখিয়ে আছি।’’
বলিউডের প্রথম সারির নায়িকা নন সানা। তবুও প্রচারের আলোয় আলোকিত তিনি। বলিউড ছাড়ার পরও যে সেই দ্যুতি কোনও অংশে কমেনি, তা সানাকে নিয়ে চর্চাই প্রমাণ করে।
অতীতে সানাকে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে বলিপাড়ায়। কখনও তাঁর মৃত্যুর ভুয়ো খবর ঘিরে শোরগোল পড়েছে, তো কখনও তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে। বলিউডে কেমন ছিল সানার ইনিংস?
১৯৮৮ সালের ২১ অগস্ট মুম্বইয়ে জন্ম সানার। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের পরই মডেলিংয়ের দুনিয়ায় পা রাখেন তিনি। সেই শুরু। তার পর মডেল থেকে হয়ে যান অভিনেত্রী।
২০০৫ সালে কম বাজেটের ছবি ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ দিয়ে বলিউডে অভিনয়ে হাতেখড়ি হয় সানার। এই সময় একাধিক বিজ্ঞাপনেও দেখা যেত সানাকে।
হিন্দি ছাড়াও তামিল, তেলুগু-সহ মোট ৫টি ভাষার ছবিতে কাজ করেছেন সানা। সব মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ১৪টি ছবি। ৫০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন।
ছবির দুনিয়ায় তেমন সফল হননি। তবে তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল রিয়্যালিটি শো ‘বিগ বস’। ২০১২ সালে বিগ বসের ৬ নম্বর সিজ়নে দেখা গিয়েছিল সানাকে।
তবে ছবির হাত ধরে যতটা না নজর কেড়েছেন সানা, তার থেকে তাঁকে ঘিরে নানা বিতর্ক বেশি চর্চিত হয়েছে। সাল ২০১৪। সেই বছর রটে গিয়েছিল যে, পথ দুর্ঘটনায় সানার মৃত্যু হয়েছে।
আসলে সানা নামে পাকিস্তানি এক অভিনেত্রীর মৃত্যু হয়েছিল পথ দুর্ঘটনায়। একটি ওয়েবসাইট সেই অভিনেত্রীর বদলে সানার ছবি প্রকাশ করে। আর তার জেরেই এই রটনা তৈরি হয়।
এর আগে, ২০১৩ সালে সানার বিরুদ্ধে এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছিল। ওই নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে সানার তুতো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও পরে জানা যায় যে, এই ঘটনার সঙ্গে সানার কোনও যোগ নেই।
পুরুষদের অন্তর্বাসের বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সানা। এই বিজ্ঞাপন নিয়ে সে সময় শোরগোল পড়ে গিয়েছিল।
সানার প্রেম নিয়েও চর্চা হয়েছিল বলিপাড়ায়। কোরিয়োগ্রাফার মেলভিন লিইসের সঙ্গে তাঁর সম্পর্কের কথা নিজেই জানিয়েছিলেন সানা। সেই সম্পর্ক অবশ্য বেশি দিন টেকেনি। ২০২০ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
২০১৯ সালে আচমকা অভিনয় ছাড়ার কথা ঘোষণা করে নতুন করে চর্চা বাড়িয়েছিলেন সানা। এর পর ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সঈদের সঙ্গে বিয়ে হয় তাঁর। ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করছেন সঈদ।
বিয়ের পর ভোল বদলে যায় সানার। হিজাব পরিহিত সানাকে দেখে চমকে যান তাঁর অনুরাগীরা। তাঁর এই বেশভূষা নিয়ে চর্চাও চলে বিস্তর। এ বার তাঁর মা হওয়ার খবরে মজেছেন অনুরাগীরা।