bollywood celebrities

Romantic places: কারও পছন্দ ছিল মাসাই মারা, কারও নোতরদাম, শাহরুখ থেকে রণবীর, কোথায় প্রপোজ করেছিলেন

ভালবাসার মানুষকে সুন্দর মুহূর্ত উপহার দিতে দেশবিদেশের নানা প্রান্তে ঘুরতে গিয়ে প্রপোজ করেছিলেন এই বলি তারকারা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৫:৩০
Share:
০১ ১৫

গত কয়েক বছর ধরে টিনসেল নগরীর কোনও না কোনও পরিবারে বিয়ের সানাই বেজে চলেছে। গাঁটছড়ায় বাঁধা পড়েছেন বহু তারকা।

০২ ১৫

এই বলি তারকারা দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের এমন কিছু জায়গায় ভালবাসার মানুষকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য প্রপোজ করেছেন— যে জায়গাগুলির প্রাকৃতিক সৌন্দর্যেই মন জুড়িয়ে যায়। প্রপোজালের মুহূর্তগুলি আরও বর্ণময় করে তুলতে এই জায়গাগুলি বেছে নিয়েছিলেন তারকারা।

Advertisement
০৩ ১৫

সম্প্রতি ঋষি-পুত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের ‘গঙ্গুবাঈ’। বহু বছর সম্পর্কে থাকার পর আলিয়াকে প্রপোজ করেন রণবীর। বিয়ের আগে কেনিয়ায় ঘুরতে গিয়েছিলেন রণলিয়া জুটি।

০৪ ১৫

কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিসার্ভে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছিলেন দু’জনে। কখনও জঙ্গলের মধ্যে ব্রেকফাস্ট সেরেছেন, কখনও বা জিপ সাফারি করেছেন একসঙ্গে। মাসাই মারা ভ্রমণের কিছু ঝলক অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

০৫ ১৫

আলিয়া এক জনপ্রিয় টক শো-এ এসে জানান, ঘন সবুজ জঙ্গলের মাঝেই আলিয়াকে বিয়ে করার জন্য প্রপোজ করেছিলেন রণবীর।

০৬ ১৫

প্যারিস স্বপ্নের শহর, প্রেমের শহর। সেই শহরেই আইফেল টাওয়ারের সামনে মনের মানুষকে প্রপোজ করার সময় সেই বাস্তব মুহূর্তও স্বপ্নে পরিণত হয়। বলিউডের ‘বেবো’ও বিয়ের আগে ঘুরতে গিয়েছিলেন প্যারিসে। তাঁর সফরসঙ্গী ছিলেন স্বয়‌ং সইফ আলি খান।

০৭ ১৫

এই স্বপ্নের শহরেই করিনাকে প্রপোজ করেছিলেন সইফ। এক বার নয়, দু’বার। প্যারিসের একটি বার কাম রেস্তরাঁয় বসেছিলেন দু’জনে। তখনই অভিনেত্রী তাঁকে বিয়ে করতে চান কি না, তা জানতে চান সইফ।

০৮ ১৫

প্যারিসে সফর চলাকালীন আবার প্রেম নিবেদন করেন সইফ। তবে, এ বার কোনও জনবহুল রেস্তরাঁয় নয়, বরং প্রপোজ করার আদর্শ স্থান হিসাবে নোত্র দাম গির্জাকেই বেছে নিয়েছিলেন তিনি।

০৯ ১৫

অনিল-কন্যা সোনম ও আনন্দের জীবনে শীঘ্রই খুশির জোয়ার আসতে চলেছে। মা হতে চলেছেন অভিনেত্রী সোনম। চার বছর আগে শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে করেছিলেন তিনি।

১০ ১৫

বিয়ের আগেও এক বছরের সম্পর্ক ছিল তাঁদের। সম্পর্কে থাকাকালীন নিউ ইয়র্কে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন সোনম-আনন্দ। নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতে হাঁটতে অভিনেত্রীর সামনে হঠাৎ হাঁটু মুড়ে বসে পড়েছিলেন আনন্দ। শহরের ব্যস্ত রাস্তার মাঝে ‌সোনমকে প্রপোজ করেছিলেন তিনি।

১১ ১৫

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কার সঙ্গে নিক জোনাসের সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহলের সীমার অন্ত নেই। বয়সের পার্থক্য এত বেশি হওয়া সত্ত্বেও তাঁরা কেন সম্পর্কে জড়ালেন, তাঁদের বিবাহিত জীবন কতটা সুখময় হবে— এ নিয়ে জিজ্ঞাসাবোধক চিহ্ন ছুড়েছিলেন অনেকেই।

১২ ১৫

তবে, সব নেতিবাচক প্রশ্নকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জোনাস-দম্পতি আজ দীর্ঘ চার বছর ধরে একসঙ্গে ঘর করছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, নিক-ই তাঁকে প্রথম প্রপোজ করেন।

১৩ ১৫

গ্রিসের ক্রেট দ্বীপপুঞ্জে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন নিক ও প্রিয়ঙ্কা। অভিনেত্রীর ৩৬তম জন্মদিন পালন করার পরেই প্রিয়ঙ্কাকে প্রপোজ করেন নিক।

১৪ ১৫

বলিউডের অধিকাংশ তারকা বিদেশে গিয়ে প্রপোজ করলেও ‘কিং খান’ সব কিছুতেই ব্যতিক্রমী। প্রপোজ করবেন বলে আলাদা করে দেশের বাইরে ঘুরতে যাননি শাহরুখ।

১৫ ১৫

এক সাক্ষাৎকারে শাহরুখ জানান, গৌরীর পরিবারের কেউ তাঁকে পছন্দ করতেন না। পরিবারের অমতে বিয়েও করতে চাইছিলেন না গৌরী। তাই প্রথমে বিয়ের প্রস্তাব জানালেও শাহরুখকে বিয়ে করতে রাজি হননি গৌরী। পরবর্তীতে, মুম্বইয়ের জুহু সমুদ্রসৈকতে দাঁড়িয়ে গৌরীকে প্রপোজ করেছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement