R G Kar Hospital Incident

‘নতুন ভোরের স্বপ্ন’ পূরণে বিচার চাই! চেনা-অচেনা মুখের মিছিলে ভাসল কলকাতা, রইল ছবি

মিছিলে দেখা গিয়েছে টলিউডের খ্যাতনামী তারকাদের মুখ। মিছিলে যোগদান দিতে কলেজ স্কোয়্যারে পৌঁছে যান বড় পর্দার অভিনেত্রী থেকে ছোট পর্দার তারকারাও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪০
Share:
০১ ২৬

রবিবারের দুপুর। ঘড়ির কাঁটা তখন তিনটে ছুঁইছুঁই। তার আগে থেকেই উত্তর কলকাতার রাস্তায় আমজনতার সমাবেশ। কারও হাতে ব্যানার, কেউ আবার হাতে পতাকা নিয়ে নেমে পড়েছেন। চারদিকে স্লোগান ছড়িয়ে পড়ছে। দ্রুত বিচার পাওয়ার দাবিতে।

০২ ২৬

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে ‘আমরা তিলোত্তমা’র ব্যানারে হওয়া প্রতিবাদ মিছিলে কার্যত থমকে গেল মধ্য কলকাতার একাংশ।

Advertisement
০৩ ২৬

রবিবার দুপুর ৩টে থেকে কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষ ধর্মতলায়।

০৪ ২৬

মিছিলে দেখা গিয়েছে টলিউডের খ্যাতনামী তারকাদের মুখ। যোগ দিয়েছিলেন বড় পর্দার অভিনেত্রী থেকে ছোট পর্দার তারকারাও।

০৫ ২৬

পোস্টার হাতে স্বস্তিকা মুখোপাধ্যায়। মিছিলে তাঁর পাশে হাঁটছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী।

০৬ ২৬

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

০৭ ২৬

মিছিলে অভিনেত্রী চৈতি ঘোষাল।

০৮ ২৬

বেগনি পট্টি মাথায় বেঁধে মিছিলে হাঁটছেন অভিনেত্রী সোহিনী সরকার।

০৯ ২৬

অভিনেত্রী উষসী চক্রবর্তী।

১০ ২৬

লাল রঙে তুলি ডুবিয়ে লেখা হয়েছে, ‘বিচার চাই’।

১১ ২৬

মিছিলে মহিলাদের প্রতিবাদের স্বর।

১২ ২৬

রাস্তায় লেখা রয়েছে ‘আমরা তিলোত্তমা’।

১৩ ২৬

মিছিলে শামিল হয়েছে শিশুরাও।

১৪ ২৬

পোস্টার হাতে দাঁড়িয়ে রয়েছে এক শিশু। পোস্টারে লাল রঙের ছিটেফোঁটা।

১৫ ২৬

কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারা অভিভাবকদের সঙ্গে মিছিলে পা মিলিয়েছে।

১৬ ২৬

ছোট ট্রাকে সওয়ার হয়ে মিছিলে শামিল হয়ে স্লোগানে গলা মেলাচ্ছেন মিছিলে অংশগ্রহণকারীরা।

১৭ ২৬

হাতে হাত।

১৮ ২৬

প্রতিবাদে শামিল হয়েছেন মূকাভিনয় শিল্পীরা।

১৯ ২৬

মিছিল থেকে শোনা গিয়েছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। তা ছাড়াও প্রতিবাদ মিছিল থেকে ‘প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই’-এর মতো স্লোগান ভেসে এসেছে।

২০ ২৬

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে শামিল হন রূপান্তরকামীরাও। মিছিলে দেখা যায় রামধনু রঙের পতাকাও।

২১ ২৬

শুধু উত্তর কলকাতায় নয়, রবিবার গোলপার্ক থেকে নন্দন পর্যন্তও প্রতিবাদ মিছিলের আহ্বান করা হয়েছে।

২২ ২৬

১৪ অগস্ট মধ্যরাতে ‘মেয়েদের রাত দখল’-এর প্রতিবাদ মিছিলে নেমেছিলেন বঙ্গবাসীদের একাংশ। কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও প্রতিবাদ মিছিল হয়।

২৩ ২৬

৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার হয় চিকিৎসক-পড়ুয়া তরুণীর দেহ। তার পরে কেটে গিয়েছে প্রায় ২৩ দিন।

২৪ ২৬

আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে সোমবারও পথে নামছেন জুনিয়র ডাক্তারেরা। লালবাজার অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।

২৫ ২৬

বুধবার, ৪ সেপ্টেম্বর এই একই দাবিতে ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট।

২৬ ২৬

শনিবার থেকে আরজি কর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারেরা ‘অভয়া ক্লিনিক’ চালু করেন। বিনামূল্যে ‘টেলিমেডিসিন’ পরিষেবাও দেওয়া হচ্ছে তাঁদের তরফে।

ছবি: নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement