হিরোশিমা দিবস

সালটা ১৯৪৫। তখন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এমনই এক দিনে জাপানের হিরোশিমা শহরের উপরে পরমাণু বোমা ফেলে আমেরিকা। ভয়ানক সেই বিস্ফোরণে কেঁপে ওঠে জাপান। মৃত্যু হয় এক লক্ষ ৪০ হাজার মানুষের।

Advertisement
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ১২:২৪
Share:

শান্তি চাই। কাগজের লন্ঠন হাতে শান্তির বার্তা দিচ্ছেন জাপানবাসী। ছবি: রয়টার্স।

সালটা ১৯৪৫। তখন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এমনই এক দিনে জাপানের হিরোশিমা শহরের উপরে পরমাণু বোমা ফেলে আমেরিকা। ভয়ানক সেই বিস্ফোরণে কেঁপে ওঠে জাপান। মৃত্যু হয় এক লক্ষ ৪০ হাজার মানুষের। কিন্তু এতেই থেমে থাকেনি মৃত্যুমিছিল। পরবর্তী কয়েক দশক বিস্ফোরণ পরবর্তী প্রতিক্রিয়ার শিকার হয় জাপান। ঘটনার অনেক বছর পরও মৃত কিংবা বিকলাঙ্গ সন্তানের জন্ম হয় সেখানে। ঘটনার সাক্ষীরা হয়তো অনেকেই আজ আর জীবিত নেই। তবে ৭০ বছর পরেও সেই দিনের স্মৃতি যেন এখনও টাটকা জাপানবাসীর মনে। হিরোশিমা দিবসে সেই দিনটিকেই স্মরণ করলেন তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement