মনে পড়ে ছেলেবেলার সেই মজার দিনগুলোর কথা? স্কুলে ছুটির ঘণ্টা পড়ল তো কাঁধে ব্যাগ নিয়ে দে ছুট! পড়ি কি মরি করে বাড়ি ফেরা আর তার পর যা হোক করে ব্যাগটি কাঁধ থেকে নামিয়েই সোজা মাঠে। আহা, খেলতে হবে যে! সে কত কিছুই না খেলা! এক একটা দিন এক এক রকম খেলা। আজ যদি পিট্টু খেলা হয় তো কাল লুকোচুরি। বাড়ি ফেরার আগে এক রাউন্ড বাঘবন্দি খেলে নিলেও মন্দ হয় না, কি বলুন? সে দিনের কথা মনে পড়লে সত্যিই মন খারাপ করে। এখন আর সময় কোথায়? আর সেই পাড়া জোড়া বন্ধুই বা কোথায়? স্মৃতির পাতায় আজ আরও এক বার না হয় ফিরে গেলাম পুরনো সেই দিনে।