আজ খুব ভোরে ঘুম থেকে উঠে আকাশে আধ খাওয়া কমলা রঙের সূর্য টাকে দেখতে না পেয়ে চমকে গেছেন বুঝি? অবাক হবেন না। তখন আসলে চাঁদের আড়ালে ঢাকা পড়ছিল সূর্য। চলছিল সূর্যগ্রহণ। ইন্দোনেশিয়ার বিস্তৃত অঞ্চল জুড়ে আজ সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ দেখা গেছে। এশিয়া এবং অস্ট্রেলিয়ার অনান্য অঞ্চলেও দেখা গেছে এই গ্রহণ। বাদ যায়নি কলকাতাও। কেমন ছিল আজকের ভোরের আকাশ? দেখে নিন তারই কিছু ঝলক এই গ্যালারিতে।
ছবি সৌজন্যে: এএফপি, রয়টার্স, স্বাতী চক্রবর্তী, সুদীপ্ত ভৌমিক, দেবদূত ঘোষঠাকুর, দেশকল্যাণ চৌধুরী।
পড়ুন: কলকাতার ভোরে চাঁদের আড়ালে ঢাকা পড়ল সূর্য