Sapna Choudhary

বাবার ওষুধ কিনতে ঘর বন্ধক রাখতে হয়, ৩১০০ টাকায় নাচের শো করা সেই স্বপ্না এখন ৫০ কোটির মালিক

স্বপ্না চৌধরি, এই নামটা এখন কারও অজানা নয়। আট থেকে আশি সকলের কাছেই পরিচিত। ‘তেরি আখোঁ কা ইয়ে কাজল’ গানের সঙ্গে স্বপ্নার নাচ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৪
Share:
০১ ১৫

স্বপ্না চৌধরি, এই নামটা এখন কারও অজানা নয়। আট থেকে আশি সকলের কাছেই পরিচিত। নিজের স্টাইল আর নাচে সকলের মন জিতে নিয়েছেন তিনি। ‘তেরি আখোঁ কা ইয়ে কাজল’ গানের সঙ্গে স্বপ্নার নাচ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।

০২ ১৫

একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম স্বপ্নার। তাঁর পরিবার উত্তরপ্রদেশের ছোট গ্রাম স্যারোলে থাকত। তার পর তাঁরা দিল্লির মহীপালপুরে চলে আসেন। ১৯৯৫ সালে স্বপ্নার জন্ম হয় এই মহীপালপুরেই।

Advertisement
০৩ ১৫

আজ যাঁকে গোটা দেশ স্বপ্না নামে চেনে, ছোটবেলায় নাম ছিল সুস্মিতা। যদিও তা বদলে স্বপ্না নাম রাখেন তাঁর মা।

০৪ ১৫

স্বপ্নার বাবা ভূপেন্দ্র অত্রি দীর্ঘ দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। এমনও সময় গিয়েছে যে, বাবার চিকিৎসা, ওষুধ সব খরচ করতে গিয়ে বাড়ি বন্ধক দিতে হয়েছিল স্বপ্নাদের।

০৫ ১৫

২০০৮ সালে মৃত্যু হয় স্বপ্নার বাবার। স্বপ্নার বয়স তখন ১৪। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব তাঁর ঘাড়ে এসে পড়ে। পড়াশোনা ছেড়ে দিতে হয়। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি।

০৬ ১৫

ছোটবেলা থেকেই নাচ-গানের শখ ছিল স্বপ্নার। সংসার চালাতে সেই শখকেই পেশায় বদলে ফেলেন তিনি। হরিয়ানার এক অর্কেস্ট্রা দলের সঙ্গে কেরিয়ার শুরু করেন স্বপ্না। প্রথম প্রথম হরিয়ানা এবং পড়শি রাজ্যগুলিতে ‘রাগিণী শিল্পী’ হিসাবে কাজ করতেন। কিন্তু বেশ কিছু দিন যাওয়ার পর নাচের অনুষ্ঠানও করতে শুরু করেন।

০৭ ১৫

এক মিউজিক সংস্থার প্রকাশিত ‘সলিড বডি রে’ হরিয়ানভি গানের সঙ্গে তাঁর নাচ সকলের মন কেড়েছিল। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি। কেরিয়ারের প্রথম দিকে ৩ হাজার ১০০ টাকার বিনিময়ে নাচের শো করা শুরু করেন স্বপ্না। কিন্তু আজ তিনি ৫০ কোটি টাকা সম্পত্তির মালিক।

০৮ ১৫

এক সময়ে ৩ হাজার ১০০ টাকার বিনিময়ে শো করা স্বপ্না এখন এক একটি স্টেজ শো করতে ২৫-৫০ লক্ষ টাকা নেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি।

০৯ ১৫

শুধু নাচই নয়, গান এবং অভিনয়েও পিছিয়ে নেই স্বপ্না। করেছেন কয়েকটি টিভি শো-ও। ২০টির বেশি গান করেছেন স্বপ্না। বলিউডে প্রথম আত্মপ্রকাশ ‘জার্নি অব ভাংওভার’ ছবিতে। আইটেম গার্ল হিসাবে কাজ করেছেন। এ ছাড়া ‘বীরে কী ওয়েডিং’ ছবির ‘হট জা তাউ’ গানে তাঁকে দেখা গিয়েছিল।

১০ ১৫

তবে স্বপ্নার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল ‘তেরে আখোঁ কা ইয়ে কাজল’ গানের সঙ্গে নাচ। সেই গান এবং স্বপ্নার নাচ বিপুল জনপ্রিয় হয়েছিল। আর তাঁর এই জনপ্রিয়তাকে শীর্ষে পৌঁছে দেয় ‘বিগ বস’ রিয়ালিটি শো।

১১ ১৫

এক সময় অনটনের সঙ্গে লড়াই করা স্বপ্না আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। শুধু তাই-ই নয়, তাঁর বিলাসবহুল বাংলো যেমন রয়েছে, তেমন বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিকও তিনি।

১২ ১৫

স্বপ্নার গ্যারাজে রয়েছে অডি কিউ৭, ফোর্ড এবং বিএমডব্লিউ৭ সিরিজের মতো ৫০ লক্ষ থেকে আড়াই কোটির বিলাসবহুল গাড়ি। বিলাসবহুল বাংলো রয়েছে দিল্লির নজফগড়ে। এক এক সময় এক একটি গাড়ি চালাতে দেখা যায় স্বপ্নাকে। দামি পোশাক, দামি ঘড়িও তাঁর অন্যতম শখ।

১৩ ১৫

২০২০ সালে হরিয়ানভি গায়ক বীর সাহুকে বিয়ে করে সকলকে চমকে দেন স্বপ্না।

১৪ ১৫

বীর সাহু হরিয়ানার জনপ্রিয় গায়ক, লেখক এবং অভিনেতা। তিনি ‘বব্বু সিংহ’ নামে পরিচিত। বব্বুও তাঁর গান এবং মিউজিক ভিডিয়োর মাধ্যমে কোটি টাকা আয় করেন। স্বপ্নার এক ছেলেও আছে।

১৫ ১৫

হরিয়ানভি গান ছাড়াও, ভোজপুরীতেও কাজ করেছেন স্বপ্না। রবি কিশনের সঙ্গে ‘বৈরী কঙ্গনা ২’ ছবিতে তিনি অভিনয়ও করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement