Nora Fatehi

বলি নায়িকারা যা পারেননি, তা-ই করে দেখালেন! বৃহস্পতি তুঙ্গে থাকা নোরাকে নিয়ে বিতর্কও অনেক

সাফল্যের মুখ দেখলেও পেশার দুনিয়ায় নানা চড়াই-উতরাইয়ের মধ্যে যেতে হচ্ছে নোরাকে। নানা বিতর্কের মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১৬:১৭
Share:
০১ ১৮

হাতে আর মোটে দু’মাস। তার পরই শুরু হবে বিশ্বকাপ ফুটবল। খেলার দুনিয়ার অন্যতম বড় আয়োজন ঘিরে উন্মাদনা তুঙ্গে। নজরে রয়েছে এ বারের বিশ্বকাপ ফুটবলের থিম গান নিয়েও। বিশ্বকাপ ফুটবলের থিম গান নিয়ে আকর্ষণ বরাবরই থাকে। চলতি বছরের টুর্নামেন্টের থিম গান ঘিরে বাড়তি উদ্দীপনা থাকবে ভারতে। কারণ তাতে থাকবে নোরা ফতেহির উজ্জ্বল উপস্থিতি।

০২ ১৮

২। যুগ যুগ ধরেই বিশ্বকাপ ফুটবলের নানা থিম গান তৈরি হয়েছে। তবে এগুলির মধ্যে যে ক’টি গান এখনও মানুষের কানে বাজে, তার মধ্যে অন্যতম রিকি মার্টিনের ‘দ্য কাপ অফ লাইফ’। ১৯৯৮ সালে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচে এই গান গেয়ে তুফান তুলেছিলেন রিকি।

Advertisement
০৩ ১৮

রিকির পর বিশ্বকাপ ফুটবলের যে গানগুলি জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে, সেগুলি হল শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’। এ বার বিশ্বকাপের সেই চর্চিত থিম গানে জুড়ে গেলেন বলিপাড়ার নোরা ফতেহির।

০৪ ১৮

এই প্রথম ভারতের কেউ বিশ্বকাপ ফুটবলের থিম গানে অংশ নিচ্ছেন। এই সুখবর সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন হাল আমলের বি-টাউনের ‘ডান্সিং গার্ল’।

০৫ ১৮

বিশ্বকাপ ফুটবলের নতুন থিম গানের দৃশ্যে দেখা যাবে এই বলিউড অভিনেত্রীকে। নতুন গানের একটি টিজার প্রকাশ্যে এসেছে। তাতে মোহময়ী অবতারে দেখা গিয়েছে নোরাকে।

০৬ ১৮

জানা যাচ্ছে, এই থিম গানের নাম ‘লাইট দ্য স্কাই’। ৭ অক্টোবর প্রকাশ্যে আসবে এই গান। ওই গানের দৃশ্যে নোরাকে নাচতে দেখা গিয়েছে।

০৭ ১৮

তবে ফিফা বিশ্বকাপের মঞ্চে নোরা নাচবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

০৮ ১৮

নোরার এই সুখবর পেয়ে স্বভাবতই খুশিতে ডগমগ তাঁর ভক্তেরা। অনেকে তাঁকে অভিনন্দনও জানিয়েছেন। কেউ কেউ বলছেন, নোরার বৃহস্পতি একেবারে তুঙ্গে। বলিপাড়ার তাবড় তাবড় নায়িকাদের টেক্কা দিয়ে বিশ্বকাপ ফুটবলের মতো মেগা টুর্নামেন্টের থিম গানে যে ভাবে নোরা জায়গা করে নিলেন, তা ঈর্ষণীয়।

০৯ ১৮

সাফল্যের মুখ দেখলেও পেশার দুনিয়ায় নানা চড়াই-উতরাইয়ের মধ্যে যেতে হচ্ছে এই অভিনেত্রীকে। নানা বিতর্কের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। যাঁর মধ্যে অন্যতম ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলা। এই ঘটনায় নাম জড়িয়েছে নোরার।

১০ ১৮

প্রতারণা-কাণ্ডে মূল চক্রী ধৃত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর যোগসূত্র পেয়েছেন তদন্তকারীরা। সম্প্রতি এ নিয়ে দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন নোরা।

১১ ১৮

তদন্তকারীরা জানতে পেরেছেন, রহস্যের গন্ধ পাওয়া মাত্রই সুকেশের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন অভিনেত্রী। সুকেশের সঙ্গে নোরার কখনও সামনাসামনি দেখাও হয়নি। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে দু’বার চন্দ্রশেখরের সঙ্গে কথা হয়েছিল নোরার।

১২ ১৮

নোরার শরীর স্পর্শ করেছিলেন কোরিয়োগ্রাফার টেরেন্স লুইস। সেই ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। এ নিয়ে বিতর্কও হয় বিস্তর। যদিও তাঁরা দাবি করেন, ছবিটি বিকৃত করা হয়েছে।

১৩ ১৮

ঘটনাচক্রে নোরার সঙ্গে টেরেন্সের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল বলিপাড়ায়। যদিও কেউই এই গুঞ্জনকে সিলমোহর দেননি। তাঁরা ভাল বন্ধু বলেই মুখ খুলেছেন টেরেন্স।

১৪ ১৮

বলিউডের অভিনেত্রীদের বার বার প্রেমে পড়ার কাহিনি নতুন নয়। নোরাও এর ব্যতিক্রম নন। অভিনেত্রীর একাধিক সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে বি-টাউনে।

১৫ ১৮

টেরেন্স লুইসের পাশাপাশি অভিনেতা প্রিন্স নারুলার সঙ্গেও নোরার সম্পর্ক নিয়ে চর্চা হয়। ‘বিগ বস ৯’-এ নোরা ও প্রিন্স কাছাকাছি এসেছিলেন বলে শোনা গিয়েছিল। যদিও পরে এই সম্পর্কের কথা অস্বীকার করেন নোরা।

১৬ ১৮

তাঁর আলটপকা মন্তব্য নিয়েও হইচই পড়েছিল। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা যা ৯’-এ অভিনেতা-কোরিওগ্রাফার সলমন ইউসুফ খানের অংশ নেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছিলেন নোরা। তিনি বলেছিলেন, সলমনের মতো প্রশিক্ষিত শিল্পীর বিচারক হওয়া উচিত ছিল।

১৭ ১৮

করোনা অতিমারির সময়ও বিতর্ক পিছু ছাড়েনি নোরাকে ঘিরে। ২০২১ সালের ডিসেম্বরে কোভিডে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। অভিযোগ, অসুস্থ অবস্থাতেই বাড়ির বাইরে বেরিয়েছিলেন নোরা। পরে তাঁর তরফে জানানো হয়, যে ছবিটি ঘিরে বিতর্কের সূত্রপাত, সেটি পুরনো।

১৮ ১৮

বলিউডের একাধিক ছবিতে তাঁর নাচে বহু পুরুষেরই হৃদয় কেঁপেছে। যার সাম্প্রতিক সংযোজন ‘থ্যাঙ্ক গড’ সিনেমার ‘মানি কে মাগে হিঠে’ গানের তালে নোরার নাচ। লোকে বলে, অভিনেত্রীর জীবনে বিতর্ক থাকবে না, তা আবার হয় নাকি! নোরার জীবনেও বিতর্ক রয়েছে। তবে তাতে তাঁর সাফল্যের সিঁড়িতে ওঠা যে আটকায়নি, তা বিশ্বকাপ ফুটবলের থিম গানে অংশ নিয়েই সেটা বুঝিয়ে দিলেন নোরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement