Rohit Sharma

আইপিএলের নিলামের পরই দল থেকে বাদ রোহিত? খোলসা করলেন কর্মকর্তা

আইপিএল এর সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে বাদ দিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করে দল। আর তার পর থেকেই নানা জল্পনা শুরু হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৩০
Share:
০১ ১১

বিশ্বকাপে হারের পরে ভারতীয় দলের অধিনায়কত্ব না হারালেও, হাতছাড়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের দায়িত্ব। আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে বাদ দিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করে দল।

০২ ১১

আর তার পর থেকেই নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এ বার হয়তো অন্য দলে চলে যাবেন রোহিত শর্মা। তবে সব জল্পনার অবসান ঘটালেন মুম্বই-এর এক কর্তা। কী বললেন তিনি?

Advertisement
০৩ ১১

আইপিএলের নিলামের আগেই ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল তারা।

০৪ ১১

হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করেছিল মুম্বই। তার পরেই শোনা গিয়েছিল, রোহিত অন্য কোনও দলে চলে যেতে পারেন।

০৫ ১১

আইপিএল নিলামের আগেই সেই দাবি উড়িয়ে দিলেন মুম্বই-এর এক কর্তা। স্পষ্ট জানালেন, কোথাও যাচ্ছেন না রোহিত।

০৬ ১১

নামপ্রকাশে অনিচ্ছুক সেই মুম্বই-কর্তা এক সংবাদমাধ্য়মকে বলেছেন, “চারদিকে যে প্রতিবেদন বা খবর প্রকাশিত হচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন এবং অসত্য। মুম্বইয়ের কোনও ক্রিকেটারই দল ছাড়ছেন না। আমরাও কাউকে অন্য দলে বিক্রি করছি না।”

০৭ ১১

মুম্বই এ-ও জানিয়েছে, হার্দিককে অধিনায়ক করার আগে সবার সম্মতি নেওয়া হয়েছে। রোহিতও সেখানে ছিলেন।

০৮ ১১

ওই কর্তা বলেছেন, “প্রত্যেক ক্রিকেটারের মতামত শোনার পরেই হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিতকেও জানানো হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অন্যতম ভূমিকা ছিল ওর।”

০৯ ১১

শোনা গিয়েছে, রোহিতকে অধিনায়ক হিসাবে সরিয়ে দেওয়ার পরে দু’টি দল রোহিতকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল।

১০ ১১

তারা হল দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। যে ভাবে গুজরাত থেকে হার্দিককে নিয়েছে মুম্বই, সে ভাবেই ট্রেডিংয়ের মাধ্যমে রোহিতকে নেওয়ার পরিকল্পনা করেছিল তারা। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে মুম্বইয়ের তরফে।

১১ ১১

প্রসঙ্গত, রোহিত আইপিএলের সফলতম অধিনায়ক। পাঁচ বার ট্রফি জিতেছেন তিনি। ডেকান চার্জার্স থেকে ২০১১ সালে যোগ দেন মুম্বইয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement