ভারত তো বটেই, তিনি গোটা এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি। এ হেন মুকেশ অম্বানীর হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া থাকবে, সেটাই স্বাভাবিক। তবে রাস্তায় হাতি-ঘোড়া নিয়ে তো আর চলা যায় না। তাই সে সবের বদলে রয়েছে সারি সারি বিলাসবহুল গাড়ি। এ বার সেই তালিকায় জুড়ল আরও এক।
ফোর্বস পত্রিকার ২০২৪ সালের তালিকা বলছে, মুকেশই প্রথম এশীয়, যিনি ১০ হাজার কোটি ডলারের ক্লাবের সদস্য হয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ এখন ১১ হাজার ৬০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ লক্ষ কোটি।
সারা দুনিয়ায় ধনীদের তালিকায় মুকেশ রয়েছেন নবম স্থানে। এ হেন অম্বানী পরিবারের জীবনযাপনও বিলাসবহুল। বাড়ি থেকে গাড়ি, সবই তাকলাগানো। তার মধ্যে গাড়ির প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে মুকেশের।
মুকেশের বাসভবন ‘অ্যান্টিলিয়া’য় রয়েছে ‘জিয়ো গ্যারাজ’। সেখানে দেশ-বিদেশের প্রায় ১৭০টি গাড়ি রয়েছে। এ বার সেই তালিকায় জুড়ল আরও একটি।
সম্প্রতি একটি গাড়ি কিনেছেন মুকেশের স্ত্রী নীতা অম্বানী। রোলস রয়েস ফ্যান্টম আট ইডব্লিউবি সেডান গাড়িটি এখন অম্বানীদের গ্যারাজের নতুন সদস্য।
গাড়িটি নিয়ে সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নীতার নতুন এই গাড়ির রং অভিনব, যা নজর কেড়েছে সকলের। এর রং রোজ় কোয়ার্ৎজ়। গোলাপি আভা যেন ঠিকরে বার হচ্ছে সেই রোলস রয়েস থেকে।
এমনিতে ওই গাড়ির দাম ১২ কোটি টাকা। তবে নীতার জন্য ওই গাড়ির নকশার অদলবদল করা হয়েছে। রঙেরও। তাই মনে করা হচ্ছে, গাড়ির দাম ১২ কোটির বেশ কিছু বেশিই পড়েছে।
রোলস রয়েসে রয়েছে জোড়া টার্বো ইঞ্জিন। সঙ্গে স্বয়ংক্রিয় গিয়ারবক্স। গাড়িটি দেখলে মনে হবে মখমলে মোড়ানো। গাড়ির আসনে লেখা রয়েছে নীতা এবং মুকেশ অম্বানীর নামের আদ্যক্ষর এনএমএ।
তবে এই একটি রোলস রয়েস নয়, অম্বানীদের সংগ্রহে রয়েছে এ রকমই শতাধিক ফেরারি, বেন্টলি, ল্যাম্বর্ঘিনি। অম্বানীদের নিরাপত্তারক্ষীরা চাপেন মার্সিডিজ়-এএমজি জি৬৩এস।
অ্যান্টিলিয়ার গ্যারাজে রয়েছে ছ’টি তল। সেখানে সার দিয়ে রাখা থাকে এ সব গাড়ি। মোতায়েন থাকেন শতাধিক নিরাপত্তারক্ষী।
পৃথিবীর সেরা কিছু গাড়ি রয়েছে মুকেশের সংগ্রহে। তার মধ্যে রয়েছে মার্সিডিজ়-মেব্যাক বেঞ্জ এস৬৬০, আর্মর্ড বিএমডব্লু ৭৬০এলআই। এই গাড়ি রাইফেল, স্নাইপারের হামলাও অনায়াসে রুখে দিতে পারে। গাড়ির ছাদে গ্রেনেড ফেললেও কিছু হবে না।
অ্যান্টিলিয়ায় রয়েছে রোলস রয়েস ফ্যান্টম ড্রপহেড কুপ গাড়ি। এই গাড়ি পৃথিবীতে এখনও পর্যন্ত নাকি মাত্র ১৮টি তৈরি হয়েছে। বেশির ভাগই তৈরি হয়েছে রাজপরিবারের সদস্য এবং রাষ্ট্রপ্রধানদের জন্য। দাম সাড়ে সাত কোটিরও বেশি।
গ্যারাজে রয়েছে দুই আসনের ফেরারি এসএফ৯০ স্ট্র্যাডেল, বেন্টলি বেন্টায়গা, অ্যাস্টন মার্টিন র্যাপিড। অ্যাস্টন মার্টিন র্যাপিডও পৃথিবীতে খুব বেশি তৈরি হয়নি। একে বিরল গাড়িও বলা যায়।
মাস কয়েক আগে স্ত্রী নীতাকে একটি কালো রোলস রয়েস উপহার দিয়েছিলেন মুকেশ। এ বার আরও চমক। শুধু নীতার জন্যই সাজানো হয়েছে সেই গোলাপি গাড়ি।