ওটিটি প্ল্যাটফর্মের চল শুরু হওয়ার পর ওয়েব সিরিজ়ের প্রচলনও বৃদ্ধি পেয়েছে। দেশ-বিদেশের নানা ঘরানার সিরিজ় ‘বিঞ্জে ওয়াচ’ করার অভ্যাসও জাঁকিয়ে বসেছে দর্শকের মধ্যে। কিন্তু ওয়েব সিরিজ়ের এক একটি পর্ব তৈরি করতে কত খরচ হয় তা জানেন কি?
২০২২ সালে অ্যামাজন প্রাইম ভিডিয়ো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার’। ‘দ্য হবিট’ এবং ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ফিল্ম সিরিজ় মুক্তির পর দর্শকের মধ্যে ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার’ ওয়েব সিরিজ়টি নিয়ে আগ্রহ জন্মায়।
হলিউডের বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার’ ওয়েব সিরিজ়ের একটি পর্ব শুট করতে প্রায় ৪৮৩ কোটি টাকা খরচ হয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে অ্যামাজন প্রাইম ভিডিয়ো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘সিটাডেল’ ওয়েব সিরিজ়টি। বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে ছ’পর্বের এই সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় রিচার্ড ম্যাডেন এবং অ্যাশলে কামিংসের মতো হলি তারকাদের।
‘সিটাডেল’ ওয়েব সিরিজ়ের প্রতিটি পর্ব শুট করতে ভারতীয় মুদ্রায় ৪১৬ কোটি টাকা খরচ হয়েছিল বলে দাবি করা হয়।
২০১৬ সাল থেকে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘স্ট্রেঞ্জার থিংস’ ওয়েব সিরিজ়টি। কল্পবিজ্ঞান এবং হরর ঘরানা মিশ্রিত এই সিরিজ়ে মোট চারটি সিজ়ন রয়েছে।
‘স্ট্রেঞ্জার থিংস’ ওয়েব সিরিজ়ের প্রতিটি সিজ়নে আট থেকে ন’টি পর্ব রয়েছে। প্রতিটি পর্ব শুট করতে ২৪৮ কোটি টাকার বেশি খরচ হয়েছে।
২০২১ সালে ডিজ়নি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘ওয়ান্ডাভিসন’ ওয়েব সিরি়জ়টি। ন’টি পর্বের এই সিরিজ়ের প্রতিটি পর্ব শুট করতে ২০৮ কোটি টাকা খরচ হয়েছে বলে শোনা যায়।
২০১১ সাল থেকে সম্প্রচারিত ‘গেম অফ থ্রোনস’ ওয়েব সিরিজ়টি মুক্তির পর সাড়া ফেলে দেয়। ২০২২ সালে ‘গেম অফ থ্রোনস’-এর প্রিকোয়েল হিসাবে মুক্তি পায় ‘হাউস অফ দ্য ড্রাগন’ নামের ফ্যান্টাসি ঘরানার ওয়েব সিরিজ়।
১০টি পর্বের ‘হাউস অফ দ্য ড্রাগন’ ওয়েব সিরিজ়ের প্রতিটি পর্ব শুট করতে ভারতীয় মুদ্রায় ১৬৬ কোটি ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে। জিয়ো সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজ়টি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে ২০১০ সালে ‘দ্য প্যাসিফিক’ নামের ওয়েব সিরিজ়। জিয়ো সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম থেকে এই সিরিজ়টি দেখা যাবে। ১০ পর্বের এই সিরিজ়ের প্রতিটি পর্ব শুট করতে ভারতীয় মুদ্রা অনুযায়ী ১৬৬ কোটি ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে।
চলতি বছরের অগস্ট মাসে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘ওয়ান পিস’। আট পর্বের এই সিরিজ়ের প্রতিটি পর্ব শুট করতে ১৪১ কোটি ৫২ লক্ষ টাকা খরচ হয়েছে।
২০১৯ সালে ডিজ়নি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘দ্য মান্ডালোরিয়ান’ ওয়েব সিরিজ়ের প্রথম সিজ়ন। ইতিমধ্যেই তিনটি সিজ়ন মুক্তি পেয়েছে সিরিজ়টির। প্রতিটি সিজ়নে আটটি করে পর্বও রয়েছে। এই সিরিজ়ের প্রতিটি পর্ব শুট করতে ভারতীয় মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা খরচ করা হয়েছে।