Seema Sajdeh Boyfriend

বিবাহবিচ্ছেদের পর পুরনো প্রেমে হাবুডুবু! সোহেলের প্রাক্তন স্ত্রীর প্রেমিকের সঙ্গে রয়েছে দেওলদের যোগ

নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘ফ্যাবুলাস লাইভ্স ভার্সেস বলিউড ওয়াইভ্স’ নামের একটি ওয়েব সিরিজ়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেছেন সীমা। তিনি জানান, সোহেলের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে বিক্রমের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১০:০৬
Share:
০১ ১৩

বলি অভিনেতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে দু’বছর। তার পর আবার পুরনো প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছেন সোহেল খানের প্রাক্তন পত্নী সীমা সাজদেহ। জানিয়েছেন, অভিনয়ের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও তাঁর প্রেমিকের সম্পর্ক রয়েছে বলিপাড়ার সঙ্গে।

০২ ১৩

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে সোহেলের সঙ্গে আলাপ হয়েছিল সীমার। কিন্তু তারও আগে সীমার জীবনে প্রেমের রং লেগেছিল। বিক্রম আহুজা নামে এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সীমা।

Advertisement
০৩ ১৩

নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘ফ্যাবুলাস লাইভ্স ভার্সেস বলিউড ওয়াইভ্স’ নামের একটি ওয়েব সিরিজ়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেছেন সীমা। তিনি জানান, সোহেলের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে বিক্রমের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর।

০৪ ১৩

বিক্রমের সঙ্গে বাগ্‌দান পর্বও নাকি সেরে ফেলেছিলেন সীমা। কিন্তু আংটিবদলের পর তাঁদের সম্পর্ক টেকেনি। বিচ্ছেদ হয়ে যায় দু’জনের। বিক্রমের সঙ্গে বিচ্ছেদের পর সোহেলের প্রেমে পড়েছিলেন সীমা।

০৫ ১৩

বলিপাড়া সূত্রে খবর, ১৯৯৮ সালে সোহেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন সীমা। বিয়ের পর দুই পুত্রসন্তানের জন্ম দেন সীমা। কিন্তু সোহেল এবং সীমার সংসারে ভাঙন ধরে।

০৬ ১৩

২৪ বছর সংসার করার পর সোহেলের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় সীমার। তার পর পোশাক পরিকল্পক হিসাবে নিজের পরিচিতি গড়ে তোলেন সীমা। ব্যবসা নিয়েই মূলত ব্যস্ত থাকতেন সীমা। ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছু খোলসা করে বলেননি কোনও দিনই।

০৭ ১৩

সম্প্রতি প্রেমিকের প্রসঙ্গে আলোচনা করেন সীমা। তিনি জানান, বিক্রম অভিনয়ের সঙ্গে সরাসরি যুক্ত নন। তবে বলিপাড়ার নামকরা পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে বিক্রমের।

০৮ ১৩

শিল্পপতি দেবেন্দ্র আহুজার পুত্র বিক্রম। পেশায় ব্যবসায়ী তিনি। তবে দেওল পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে বিক্রমের।

০৯ ১৩

বলিপাড়া সূত্রে খবর, দেবেন্দ্রের কন্যা তানিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ববি দেওল। সেই সূত্রে ববির শ্যালক হন বিক্রম।

১০ ১৩

দেওল পরিবারের অধিকাংশ অনুষ্ঠানে দেখা যায় বিক্রমকে। দেওল পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বিক্রমের।

১১ ১৩

সীমা জানান, ২৪ বছর সংসার করার পর তাঁর বিচ্ছেদ হয়। কিন্তু তিনি নিজের জীবনে থেমে থাকেননি। পুরনো সম্পর্ক ভুলে গিয়ে আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি।

১২ ১৩

বলিপাড়া সূত্রে খবর, দেবেন্দ্রের মৃত্যুর পর ৩০০ কোটি টাকার সম্পত্তি পান তানিয়া। সেই সংস্থারই উচ্চপদে কাজ করেন বিক্রম।

১৩ ১৩

সীমা যে আবার পুরনো প্রেমে ডুব দিয়েছেন, সেই সম্পর্কই যে তাঁর জীবনে নতুন ভাবে রং ছড়িয়েছে— তা অকপটে স্বীকার করে নেন তিনি। তবে বিক্রমের সঙ্গে ছবি প্রকাশ্যে আনেননি সোহেলের প্রাক্তন স্ত্রী।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement