পেশায় চিকিৎসক ছিলেন। কেরিয়ারের পাশাপাশি প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন ইউপিএসসি-র মতো কঠিন পরীক্ষার। প্রথম বারের চেষ্টায় সেই পরীক্ষায় উত্তীর্ণ হন নবজোত সিমি।
১৯৮৭ সালের ২১ ডিসেম্বর পঞ্জাবের গুরুদাসপুরে জন্ম নবজোতের। ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল তাঁর।
স্কুলের গণ্ডি পেরিয়ে যাওয়ার পর লুধিয়ানার একটি কলেজ থেকে দন্তচিকিৎসা নিয়ে পড়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন নবজোত।
কলেজে পড়াশোনা শেষ করার পর দন্তচিকিৎসক হিসাবেই কেরিয়ার শুরু করেন নবজোত।
ইউপিএসসি-র মতো কঠিন পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত পরে নেন নবজোত। প্রস্তুতি নেবেন বলে দিল্লির একটি প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি হন তিনি।
চিকিৎসক হিসাবে কেরিয়ার চালানোর পাশাপাশি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে থাকেন নবজোত। এক বছর প্রস্তুতি নেওয়ার পর প্রথম বার ইউপিএসসি পরীক্ষা দিতে বসেন তিনি।
প্রস্তুতি পর্বের এক বছর পরেই যে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন, তা বিশ্বাস করতে পারেননি নবজোত। সারা দেশ জুড়ে উত্তীর্ণ প্রার্থীদের তালিকায় ৭৩৫ র্যাঙ্ক হয় তাঁর।
বর্তমানে বিহারের মহিলা এবং দুর্বল শ্রেণির জন্য যে বিশেষ পুলিশবাহিনী রয়েছে, তার সুপার পদে রয়েছেন নবজোত।
তুষার সিঙ্গলার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন নবজোত। পেশায় আইএএস আধিকারিক তুষার।
পঞ্জাবের বাসিন্দা তুষার। ২০১৫ সালে ইউপিএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন তিনি। সারা দেশের মধ্যে ৮৬ র্যাঙ্ক করেন তিনি।
২০২৩ সালের অক্টোবর মাসে পুত্রসন্তানের জন্ম দেন নবজোত। ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন তিনি।
সমাজমাধ্যমে বেশ সক্রিয় নবজোত। ঘুরে বেড়ানোর ছবির পাশাপাশি তুষারের সঙ্গে ছবিও সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন তিনি।
অনুরাগীর সংখ্যাও কোনও অংশে কম নয় নবজোতের। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ১১ লক্ষের গণ্ডি পার করে গিয়েছে।