বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে কিয়ারা আডবাণীর। তারকা-দম্পতি হিসাবে কিয়ারা এবং সিদ্ধার্থ মলহোত্রের জুটিও সকলের প্রিয়। ২০২৩ সালে দুই তারকা সাত পাকে বাঁধা পড়েছিলেন। তবে তাঁদের বিয়েতে নজর কেড়েছিলেন অভিনেত্রীর দিদি ঈশিতা আডবাণী।
বলি অভিনেত্রীদের তুলনায় কোনও অংশে কম যান না ঈশিতা। বোন অভিনয়ের সঙ্গে যুক্ত হলেও চলচ্চিত্রজগতের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। বরং আলোর রোশনাই থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি।
সমাজমাধ্যমে খুব বেশি সক্রিয় থাকেন না ঈশিতা। তবে কিয়ারা মাঝেমধ্যেই দিদির সঙ্গে ছবি পোস্ট করেন। ঈশিতার ইনস্টাগ্রামের পাতায় অনুগামীর সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পার করেছে।
১৯৮৯ সালের ২০ নভেম্বর মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম ঈশিতার।
ঈশিতার বাবা পেশায় ব্যবসায়ী এবং মা শিক্ষিকা। বাবা-মা এবং দুই ভাইয়ের সঙ্গে মুম্বইয়ে থাকতেন তিনি।
মুম্বইয়ের স্কুল থেকে পড়াশোনা করেছেন ঈশিতা। তার পর মুম্বইয়ের একটি কলেজে থেকে আইন নিয়ে পড়ে স্নাতক হন তিনি।
ঈশিতা পেশায় উকিল। কর্ম ভিভান নামে এক তরুণের সঙ্গে বহু বছর সম্পর্কে ছিলেন তিনি।
২০১৯ সালে দীর্ঘকালীন প্রেমিক কর্মের সঙ্গে বাগ্দান পর্ব সারেন ঈশিতা। কর্মও পেশায় উকিল।
বাগ্দান পর্ব সারার তিন বছর পর ২০২২ সালের মার্চ মাসে কর্মের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঈশিতা।
গোয়ার একটি বিলাসবহুল হোটেলে বিয়ে হয় ঈশিতা এবং কর্মের। বিয়ের সময় ঈশিতার পরনে ছিল পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা লাল রঙের লেহঙ্গা।
বলিপাড়া সূত্রে খবর, কিয়ারার চেয়ে বয়সে তিন বছরের বড় ঈশিতা।
সম্পর্কে কিয়ারার তুতো দিদি হন ঈশিতা। ঈশিতার বাবা সম্পর্কে কিয়ারার জ্যাঠামশাই হন।