Rahul Vijay

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পরেই জীবনে নতুন প্রেম! কী করেন মালাইকার রহস্যময় ‘প্রেমিক’?

বলিউডের কোনও অভিনেতা নন। তবে অভিনয়জগতের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। পেশায় ফ্যাশন স্টাইলিস্ট তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১১:৫০
Share:
০১ ১৫

শনিবার মুম্বইয়ে কনসার্ট ছিল সঙ্গীতশিল্পী এপি ঢিলোঁর। অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন বলি অভিনেত্রী মালাইকা অরোরা। মঞ্চে সকলের সামনে তাঁকে ডেকে নিয়েছিলেন গায়ক। সেই সময় মালাইকার সঙ্গে দেখা যায় এক পুরুষকে। তার পর থেকেই বলিপাড়ায় শুরু হয়েছে চর্চা। অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই নাকি নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী। কে সেই রহস্যময় ‘প্রেমিক’?

০২ ১৫

শনিবার যখন মালাইকার হাত ধরে এপি ঢিল্লোঁ মঞ্চে উঠছেন, তখনই অভিনেত্রীর সঙ্গে দেখা গেল তাঁর সঙ্গীকে। মঞ্চে ওঠানোর সময় হাত বাড়িয়ে নায়িকাকে গার্ডরেল পেরোতে সাহায্য করছিলেন তিনি। অন্য দিকে মালাইকা যখন মঞ্চে, তখন নীচে দাঁড়িয়ে নায়িকার ব্যাগ সামলাচ্ছিলেন তিনি।

Advertisement
০৩ ১৫

শনিবারের কনসার্টেই শুধু নয়, সম্প্রতি যেন মালাইকার ছায়াসঙ্গী হয়ে উঠেছেন সেই অচেনা মুখ। এমনকি, কয়েক সপ্তাহ আগে মালাইকার সঙ্গে ডিনার ডেটেও গিয়েছিলেন তিনি। সেই তরুণের নাম রাহুল বিজয়।

০৪ ১৫

বলিউডের কোনও অভিনেতা নন রাহুল। তবে অভিনয়জগতের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। পেশায় ফ্যাশন স্টাইলিস্ট তিনি।

০৫ ১৫

ফ্যাশন ডিজ়াইনিং নিয়ে পড়াশোনা শেষ করার পর ২০১১ সালে ইন্টার্ন হিসাবে ফ্যাশনের দুনিয়ায় কাজ করতে শুরু করেন রাহুল। কয়েক বছরের মধ্যে পদোন্নতির ফলে ফ্যাশন এডিটর হিসাবে কাজ শুরু করেন তিনি।

০৬ ১৫

২০১৭ সালে পদের আরও উন্নতি হয় রাহুলের। এক নামী বেসরকারি সংস্থায় উচ্চ আধিকারিকের পদে কাজ করলেও পরে সেই চাকরি ছেড়ে দেন তিনি।

০৭ ১৫

২০২১ সাল থেকে স্বাধীন ভাবে কাজ করতে শুরু করেন রাহুল। দেশের জনপ্রিয় পোশাক পরিকল্পকের সঙ্গে কাজ করেছেন তিনি। বরুণ ধওয়ন, বেদাঙ্গ রায়না, অহান শেট্টীর মতো বলি তারকাদের পোশাক নকশার দায়িত্বে ছিলেন তিনি। মালাইকার পাশাপাশি তাঁর প্রাক্তন প্রেমিক এবং বলি অভিনেতা অর্জুন কপূরের স্টাইলিস্ট হিসাবে কাজ করেছেন রাহুল।

০৮ ১৫

মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন মালাইকাও। তাঁর যখন ১৮ বছর বয়স, তখন কফির বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। বিজ্ঞাপনের সূত্রেই তাঁর আলাপ হয় আরবাজ় খানের সঙ্গে।

০৯ ১৫

প্রথম দেখাতেই আরবাজ়ের প্রেমে পড়ে যান মালাইকা। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন দুই তারকা। ২০০২ সালে পুত্রসন্তানের জন্ম দেন মালাইকা।

১০ ১৫

১৯ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মালাইকা এবং আরবাজ়। ২০১৭ সালে আরবাজ়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় নায়িকার। তার পর বলি অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা।

১১ ১৫

বলিপাড়ার অধিকাংশের দাবি, ২০১৮ সাল থেকে অর্জুন এবং মালাইকার প্রেম শুরু হয়। সম্পর্কের বিষয়ে মুখ না খুললেও তো গোপন রাখার চেষ্টাও করতেন না কেউ। সমাজমাধ্যমে একসঙ্গে ছবিও পোস্ট করতেন তাঁরা।

১২ ১৫

অর্জুনের চেয়ে ১২ বছরের বড় মালাইকা। দুই তারকা সম্পর্কে থাকাকালীন তাঁদের বয়সের পার্থক্য নিয়ে তুমুল সমালোচনা চলে বলিপাড়ায়। তবে তাতে কান না দিয়ে নিজেদের সম্পর্ক নিয়েই ব্যস্ত ছিলেন মালাইকা এবং অর্জুন।

১৩ ১৫

বলিপাড়া সূত্রে খবর, ছ’বছর সম্পর্কে থাকার পর কয়েক মাস আগেই সম্পর্কে ইতি টেনেছেন মালাইকা এবং অর্জুন। চলতি বছরের নভেম্বর মাসে অর্জুন নিজেই জানান যে, তিনি ‘সিঙ্গল’ রয়েছেন। সমাজমাধ্যমে বিচ্ছেদ সংক্রান্ত নানা ধরনের পোস্ট হেঁয়ালি করে পোস্ট করে থাকেন মালাইকা।

১৪ ১৫

মালাইকা এবং অর্জুনের বিচ্ছেদ নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই রহস্য তৈরি হল রাহুলকে ঘিরে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর একাধিক বার রাহুলের সঙ্গে দেখা গিয়েছে মালাইকাকে। ছবিশিকারিদের ক্যামেরায় ধরাও পড়েছে তাঁদের ছবি।

১৫ ১৫

চর্চায় আসার পর রাহুলকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় রাহুলের অনুগামীর সংখ্যা ২৭ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। তবে সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি মালাইকা এবং রাহুল।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement