আচমকা লটারিতে বিপুল অঙ্কের টাকা পেলে কার না ভাল লাগে। এই আশাতেই লটারি কাটেন অনেকে।
বড়লোক হওয়ার আশায় মাঝেমাঝে লটারিতে নিজের ভাগ্য পরীক্ষা করতেন দক্ষিণ চিনের বাসিন্দা লি।
কিন্তু সত্যিই যে এক দিন কপাল খুলে যাবে তা ভাবতেও পারেননি লি।
সম্প্রতি চিন সরকারের একটি লটারিতে বিপুল অঙ্কের টাকা পেয়েছেন লি।
চিনা মুদ্রায় ওই অঙ্কের পরিমাণ প্রায় ২২ কোটি ইউয়ান। অর্থাৎ ভারতীয় মুদ্রায় লটারি জিতে প্রায় ২৪৮ কোটি টাকা পেয়েছেন লি।
লটারিতে কোটিপতি হয়ে গিয়েও বাড়িতে টুঁ শব্দ করেননি লি। পরিবারের সকলের কাছেই তিনি গোপন রেখেছিলেন লটারি জেতার কথা।
খেলাধুলার উন্নয়নের জন্য চিনা সরকার নিয়মিত ভাবে ওই লটারির আয়োজন করে থাকে।
সেই লটারিতে মোটা টাকা জিতেও স্ত্রীর কাছে তা ফাঁস করেননি লি।
সম্প্রতি চিনের গুয়াংশি প্রদেশের নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দফতরে লটারিতে পাওয়া টাকা নিতে পৌঁছন লি।
নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দফতর থেকে লটারিতে পাওয়া পুরস্কার নেন লি। তার পরই জানাজানি হয়ে যায় লি-র কোটিপতি হওয়ার খবর।
কিন্তু, এত বড় খবরটা কেন স্ত্রী এবং সন্তানদের জানাননি লি? পুরস্কার হাতে পেয়ে তার উত্তর দিয়েছেন ওই লটারি বিজেতা।
সংবাদমাধ্যমকে লি বলেন, ‘‘আমি লটারি জেতার কথা স্ত্রী এবং সন্তানকে জানাইনি তার কারণ, এই খবর পেয়ে ওরা আত্মতুষ্টিতে ভুগতে পারে। এর ফলে ওরা হয়তো ভবিষ্যতে খাটুনির কথা ভুলে গিয়ে অলস হয়ে যাবে।’’ লটারিতে পাওয়া টাকার একটি বড় অংশ দান করেছেন লি।