আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সমসাময়িক দুই জনপ্রিয় এবং সফল ফুটবলার। ফুটবলের মাঠে তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও একে অপরের প্রতি গভীর সমীহ-শ্রদ্ধা। তবে এক জনের মাথায় সম্প্রতি উঠেছে বিশ্বকাপ জয়ের মুকুট।
কয়েক মাস আগেই সমাজমাধ্যম জুড়ে ছেয়ে গিয়েছিল দুই চরম ‘প্রতিদ্বন্দ্বী’ রোনাল্ডো এবং মেসির একটি ছবি। সেই ছবিতে দেখা গিয়েছিল, একে অপরের মুখোমুখি বসে রয়েছেন লিও-রোনাল্ডো। তবে ফুটবল নয়, সামনে রানি-বোড়ে ‘সাজানো’ ছকে দাবা খেলছেন তাঁরা।
ছবিতে দেখা গিয়েছিল, দুই ফুটবল তারকার পরনেই একটি করে গোল গলা কালো টি-শার্ট এবং ডেনিম জিনস্। এক জনের গেঞ্জির হাতা কব্জি অবধি ঢাকা। অন্য জনের গেঞ্জির হাতা সামান্য গোটানো।
ছবিতে মেসির হাত গালে, রোনাল্ডোর হাত কপালে। ক্ষুরধার নজরে দু’জনেই তাকিয়ে দাবার গুটির দিকে। যেন, মগজাস্ত্র চালিয়ে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন।
দুই ফুটবল তারকার সেই ছবি প্রকাশ্যে আসতেই বিশ্ব জুড়ে অনুরাগীদের মধ্যে শোরগোল পড়ে যায়। অনেকেই প্রথমে ভেবেছিলেন কেরামতি করে কেউ এই ছবিটি কম্পিউটারে বানিয়েছেন।
পরে জানা গেল, সত্যি সত্যিই একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন ফুটবলের দুই মহারথী। রোনাল্ডো এবং মেসিকে বিজ্ঞাপনের মুখ করেছিল এক ফ্যাশন সংস্থা। এবং তা করতে গিয়ে যথেষ্ট গাঁটের কড়ি খরচা করতে হয়েছিল ওই সংস্থাকে।
ওই ফ্যাশন সংস্থা এর আগেও পেলে, মারাদোনা এবং জিদানের মতো নামজাদা খেলোয়াড়দের এবং বিশ্বকাপ বিজয়ীদের নিয়ে বিজ্ঞাপন বানিয়েছে। এ বার তাঁরা বিজ্ঞাপনের মুখ হিসাবে বেছে নিয়েছিলেন দুই ‘সর্বকালের সেরা’কে।
ওই ফ্যাশন সংস্থার বিজ্ঞাপনী থিম ছিল, ‘ভিকট্রি ইজ আ স্টেট অফ মাইন্ড (জেতা হল মস্তিষ্কের একটি ভাবনা)’। আর সেই কারণেই দাবার ছকের সামনে ছবি তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
ছবিটি তোলার পর সেই ছবি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন মেসি এবং রোনাল্ডো। ক্যাশ এন স্পোর্টসের মতে, এই বিজ্ঞাপন তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৫০ কোটি। বিজ্ঞাপনের মুখ হয়ে সেই বিজ্ঞাপন ইনস্টাগ্রামে পোস্ট করতে রোনাল্ডো নিয়েছিলেন প্রায় সাড়ে ১৬ কোটি টাকা। একই কাজের জন্য মেসি নিয়েছিলেন প্রায় ১৪ কোটি টাকা।
ইনস্টাগ্রামে রোনাল্ডোর অনুগামীর সংখ্যা ৫২ কোটিরও বেশি। মেসির অনুগামীর সংখ্যা ৪০ কোটির বেশি। আর সেই জন্যই দু’জনেই ভাল ফুটবলার হওয়া সত্ত্বেও মেসির থেকে বেশি পারিশ্রমিক রোনাল্ডোকে দেওয়া হয়েছিল।
দুই ফুটবলারের মতো এই ছবিকেও অনেকে ‘সর্বকালের সেরা’ ছবির তকমা দিয়েছেন। এই ছবি তুলেছিলেন বিখ্যাত আলোকচিত্রী অ্যানি লিবোভিটজ্। এই ছবি তুলতে তিনিও নিয়েছিলেন কোটি কোটি টাকা।
রোনাল্ডো এবং মেসির ছবিতে যে দাবার ছক দেখানো হয়েছে, সেই ছকে থাকা দাবার ঘুঁটিও না ভেবে সাজানো হয়নি। দুই পেশাদার দাবাড়ুকে ডেকে সেই ছক সাজানো হয়েছিল।
সেই সাজানো দাবার ছকের কাছে বসেই নিজেদের ক্যামেরাবন্দি করেন দুই ফুটবল তারকা।
তবে মেসি এবং রোনাল্ডো একসঙ্গে এই ছবি তোলেননি। মেসি এবং রোনাল্ডোকে আলাদা আলাদা ডেকে তাঁদের ছবি তোলা হয়েছিল। পরে সম্পাদনা করে সেই ছবি জুড়ে দেওয়া হয়।
রোনাল্ডো এই ছবি পোস্ট করার পর তা সর্বকালের রেকর্ড ভেঙে দেয়। এই ছবিই হয়ে ওঠে ইনস্টাগ্রামের ইতিহাসে সব থেকে বেশি লাইক পাওয়া ছবি। তবে সম্প্রতি সেই রেকর্ড ভেঙে দেয় মেসির বিশ্বকাপ জয়ের একটি মুহূর্তের ছবি।