Mouni Roy

Mouni Roy: দু’দিন বাদে বিয়ে মৌনীর? বাংলার হবু জামাইয়ের তত্ত্বতালাশ

২৭ জানুয়ারি গোয়ায় মৌনীর সঙ্গে গাঁটছড়ায় বাঁধা পড়তে চলেছেন সূরজ। বাংলার এই হবু জামাই মানুষ হিসেবে কেমন? জেনে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৮:১৬
Share:
০১ ১৭

বলিউডের ‘গ্ল্যামার গার্ল’ মৌনী রায়। তবে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন গ্ল্যামার দুনিয়ার বাইরের এক পেশাদারকে।

০২ ১৭

বলিউডে মৌনী যখন ‘ব্রহ্মাস্ত্র’-এর শ্যুটিং করেন, তাঁর হবু স্বামী তখন দুবাইয়ের আমির-শেখদের লাভ-ক্ষতির হিসাব কষেন।

Advertisement
০৩ ১৭

নাম সূরজ নামবিয়ার। দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। ব্যাঙ্কার সূরজের সংসারের চাবি থাকবে কোচবিহারের কন্যার কাছে।

০৪ ১৭

২৭ জানুয়ারি গোয়ায় মৌনীর সঙ্গে গাঁটছড়ায় বাঁধা পড়তে চলেছেন সূরজ। বাংলার এই হবু জামাই মানুষ হিসেবে কেমন? জেনে নেওয়া যাক।

০৫ ১৭

জন্ম বেঙ্গালুরুতে। পড়াশোনাও সেখানেই। পরে অবশ্য বাবা-মাকে নিয়ে দুবাইয়ে পাকপাকি ভাবে চলে যান মৌনীর প্রেমিক।

০৬ ১৭

সূরজের স্কুল এবং কলেজ শিক্ষা বেঙ্গালুরুতে। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর নিজের বিষয় বদল করে লন্ডন স্কুল অব ইকনমিক্সে এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যলয়ে পড়াশোনা করতে যান। বাংলার হবু জামাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হওয়ার প্রক্রিয়া তখন থেকেই শুরু।

০৭ ১৭

অন্য দিকে, বলিউডের উচ্চশিক্ষিত অভিনেত্রীদের মধ্যে রয়েছেন মৌনী। কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে দিল্লি ইউনিভার্সিটিতে ইংরাজি অনার্স নিয়ে পড়াশোনা করেছেন। তারপর জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশন নিয়ে পাশ করেছেন মৌনী।

০৮ ১৭

মৌনীর হবু শ্বশুরমশাইও একজন ব্যবসায়ী। নাম রাজা নামবিয়ার। শ্বাশুড়ি রেণুকা পেশাদার গায়িকা।

০৯ ১৭

বাবা এবং মা দু’জনেরই প্রতিভা পেয়েছেন সূরজ। পেশাদার এই ইনভেস্টমন্ট ব্যাঙ্কার এবং ব্যবসায়ীর নিজের গানের ব্যান্ড আছে।

১০ ১৭

তবে এর পাশাপাশি আরও একটি শখ আছে মৌনীর হবু স্বামীর। মাঝে মধ্যেই সব ছেড়ে ছুড়ে অ্যাডভেঞ্চারে বেড়িয়ে পড়েন। বিপজ্জনক সব অ্যাডভেঞ্চার স্পোর্টে অংশগ্রহণই নাকি তাঁর সেরা অবসর যাপন।

১১ ১৭

ফুটবল প্রিয় বাঙালির হবু জামাই সূরজও ফুটবল খেলতে ভালবাসেন। ব্রাজিল সমর্থক।

১২ ১৭

বেড়াতে ভালবাসেন সূরজ, পশুপ্রেমীও। প্রেমিকা মৌনীকেও জন্মদিনে একটি কুকুর ছানা উপহার দিয়েছিলেন।

১৩ ১৭

কী ভাবে দেখা হল তাঁদের? মৌনী এবং সূরজের বন্ধু মন্দিরা বেদী। তাঁর বাড়িতেই প্রথম দেখা। এবং প্রেমের সূত্রপাতও।

১৪ ১৭

একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা ‘নাগিন’-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন মৌনী। বলিউডের প্রথম সারিতে ইতিমধ্যেই নিজেকে তুলে ধরতে পেরেছেন বঙ্গতনয়া মৌনী।

১৫ ১৭

বাঙালি কন্যা মৌনীর ডাকনাম অনেকেই জানেন না। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধরা মৌনীকে ‘মন’ কিংবা ‘মান্য’ বলেই ডাকেন। হবু বরের ‘মন’ তিনিই!

১৬ ১৭

অভিনেতা গৌরব চোপড়ার সঙ্গে চার বছরের সম্পর্কে ছিলেন মৌনী। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। কিন্তু তার কারণ জানা যায়নি। এর পরই তাঁর জীবনে আসেন তাঁর হবু বর।

১৭ ১৭

এক দিকে বেদম হিসেবি অন্য দিকে অ্যাডভেঞ্চারে বেহিসেবি এই সূরজেরই ঘরণী হবেন বলিউডের মৌনী। দু’জনকেই অ্যাডভেঞ্চারাস যৌথ জীবনের শুভেচ্ছা আনন্দবাজার অনলাইনের তরফে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement