Khosta-2 Virus

করোনা-মাঙ্কি পক্সের পর উদ্বেগ বাড়াতে পারে খোস্তা! করোনা টিকার কর্মক্ষমতাও নষ্ট করতে পারে নয়া ভাইরাস

বিজ্ঞানীদের দাবি, ২০২০ সালে রাশিয়ায় বাদুড়ের মধ্যে প্রথম এই ভাইরাস খুঁজে পাওয়া যায়। কিন্তু এই ভাইরাস মানব জীবনে হুমকি হিসাবে দেখা দিতে পারে বলে সেই সময় বিজ্ঞানীরা ভাবতে পারেননি।

Advertisement
সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪১
Share:
০১ ১৪

করোনা এবং মাঙ্কি পক্সের পর এ বার উদ্বেগ বাড়াতে পারে খোস্তা-২ ভাইরাস। এমনটাই দাবি করেছে আমেরিকার এক দল বি়জ্ঞানী।

০২ ১৪

আমেরিকার বিজ্ঞানীরা বাদুড়ের মধ্যে এই নতুন ভাইরাসের খোঁজ পেয়েছেন। এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে তা বিপজ্জনক রূপ ধারণ করতে পারে বলেও বিজ্ঞানীদের দাবি।

Advertisement
০৩ ১৪

বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, খোস্তা-২ ভাইরাস মানুষের কোষে ছড়িয়ে পড়লে তা করোনার টিকার ফলে তৈরি হওয়া অনাক্রম্যতা (অ্যান্টিবডি) নষ্ট করে দিতে পারে।

০৪ ১৪

‘পিএলওএস প্যাথোজেনস’ জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, সহজেই করোনা টিকার কার্যকারিতা নষ্ট করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের।

০৫ ১৪

বিজ্ঞানীদের দাবি, ২০২০ সালে রাশিয়ায় বাদুড়ের মধ্যে প্রথম এই ভাইরাস খুঁজে পাওয়া যায়। কিন্তু এই ভাইরাস মানব জীবনে হুমকি হিসাবে দেখা দিতে পারে বলে সেই সময় বিজ্ঞানীরা ভাবতে পারেননি।

০৬ ১৪

সার্স-কোভ-২ ভাইরাসের মতো খোস্তা-২ ভাইরাসও করোনা ভাইরাসের একটি উপগোষ্ঠী।

০৭ ১৪

রাশিয়ার বাদুড়ের মধ্যে খোস্তা-১ ভাইরাসের খোঁজ আগেই পাওয়া গিয়েছিল। এক প্রতিবেদনে বলা হয়েছে, খোস্তা-১ ভাইরাস মানব কোষে প্রবেশ করতে অক্ষম হলেও খোস্তা-২ ভাইরাস অনায়াসেই মানব কোষে প্রবেশ করতে পারে।

০৮ ১৪

নতুন ভাইরাস মানব দেহের কোষগুলিকে সহজেই প্রভাবিত করতে পারে বলেও গবেষকরা জানিয়েছেন।

০৯ ১৪

কী ভাবে ছড়ায় এই ভাইরাস? গবেষকদের মতে খোস্তা-২ ভাইরাস মূলত বন্যপ্রাণীদের থেকে মানবদেহে ছড়িয়ে পড়তে পারে। বাদুড় ছাড়াও প্যাঙ্গোলিন, র‍্যাকুন এবং পাম সিভেটদের মাধ্যমে এই ভাইরাস বিস্তার লাভ করতে পারে বলেও বিজ্ঞানীদের দাবি।

১০ ১৪

বিজ্ঞানীরা সতর্ক করে এ-ও জানিয়েছেন, খোস্তা-২ ভাইরাস যদি সার্স-কোভ-২ ভাইরাসের সঙ্গে একত্রিত হয়ে নয়া উপরূপ তৈরি করে, তা হলে তার ফল হতে পারে মারাত্মক। যদিও সেই সম্ভাবনা খুব কম বলেও বিজ্ঞানীরা জানিয়েছেন।

১১ ১৪

একই সঙ্গে খোস্তা-২ ভাইরাস মহামারিতে বা অতিমারিতে পরিণত হতে পারে কি না, তা নিয়ে যথেষ্ট প্রমাণ এখনও বিজ্ঞানীরা পাননি বলেও তাঁরা জানিয়েছেন।

১২ ১৪

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে পৃথিবীর বুকে আঘাত হানে করোনা। মহামারি থেকে শীঘ্রই অতিমারিতে পরিণত হয় এই ভাইরাস ঘটিত রোগ। ভাইরাসের প্রভাব পড়ে ভারতেও।

১৩ ১৪

এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৫ লক্ষ ৬৩ হাজার ৩৩৭। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫ লক্ষ ৩০ হাজার ৮৪১ জন।

১৪ ১৪

করোনা অতিমারি গোটা বিশ্ব জুড়ে বদলে দিয়েছে জীবনের ছবি। অর্থনীতি, পেশা থেকে ব্যক্তিগত জীবনের চৌহদ্দিতেও যার ছাপ পড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement