বেন স্টোকস থেকে শুরু করে রহানে। স্যাম কারেন থেকে ক্যামেরন গ্রিন, কেন উইলিয়ামসন। আইপিএলের মিনি নিলামে চোখধাঁধানো নামের অভাব ছিল না। কিন্তু তার মধ্যেই আলো কেড়ে নিলেন সেই এক জন। যিনি গত কয়েকটি নিলামে আলো ছড়িয়ে লাইমলাইটের প্রায় পুরোটাই টেনে নিয়েছেন নিজের দিকে। তিনি হায়দরাবাদ দলের অন্যতম কর্ত্রী কাব্য মরান।
বছর তিরিশের কাব্যকে ঘিরে উন্মাদনা দেখা গিয়েছে। সানরাইজ়ার্সের প্রতিষ্ঠাতা কলানিধি মরানের মেয়ে কাব্য বেশ কয়েক বছর ধরেই দলের সঙ্গে যুক্ত। ইদানীং তিনি একেবারে সামনের সারিতে এসে দল সাজাচ্ছেন। আর তাঁর গ্ল্যামারের আলোয় আরও ঝলমলে হয়ে উঠেছে মিনি নিলামের আসর।
এ দিকে আইপিএলের আসরেও একের পর এক চমক। বেন স্টোকসকে নিয়ে টানটান লড়াই চলে নিলামে। চেন্নাই, লখনউ— দু’দলই চায় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে দলে রাখতে। শেষ পর্যন্ত ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় চেন্নাই কিনে নেয় স্টোকসকে। ধোনির দলে খেলবেন ইংরেজ অলরাউন্ডার।
এ বারের মিনি নিলামের অন্যতম আকর্ষণ ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন। তাঁকে নিয়েও কাড়াকাড়ি কম হয়নি। শেষ পর্যন্ত ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় পঞ্জাব নেয় কারেনকে। আইপিএলের নিলামের সব রেকর্ড ভেঙে দেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ় তারকা নিকোলাস পুরানকে ১৬ কোটি দিয়ে কিনেছে লখনউ। জেসন হোল্ডার গিয়েছেন রাজস্থান দলে। তবে জো রুট, শাকিব আল হাসান, লিটন দাসরা অবিক্রিতই রয়ে গিয়েছেন। যদিও মুম্বই ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিয়েছে ক্যামেরুন গ্রিনকে। তিনি পোলার্ডের অভাব পূরণ করবেন।
কিন্তু খেলার তারকাদের নিলামের আসরে আবার নজর কেড়ে নিলেন সেই কাব্য। তাঁকে নিয়ে চর্চা হল সমাজমাধ্যমে। তৈরি হল মিম।
কে কাব্য মরান? ঠিক এই প্রশ্নের জবাব খুঁজতেই ইন্টারনেট তোলপাড় করলেন নেটদুনিয়ার অনেকে। খোঁজ চলল গুগলে।
কখনও উৎকণ্ঠা, কখনও বা উচ্ছ্বাস— নিলাম চলাকালীন ঘুরেফিরে কাব্যর নানা অভিব্যক্তিকে ধরছিল টেলিভিশন ক্যামেরার মুখ। সে সব দেখে নেটমাধ্যমে অনেকেরই প্রশ্ন, সানরাইজ়ার্স হায়দরাবাদের এই মহিলা কে?
আগেও কাব্যকে নিয়ে আবেগে ভেসেছে নেটদুনিয়া। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজ়ার্স হায়দরাবাদের ম্যাচের সময় হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে হাজির ছিলেন তিনি। সে সময় তো নেটমাধ্যমের লোকজন তাঁকে ‘রহস্যময়ী’ বলে ডাকতে শুরু করে দিয়েছিলেন।
১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের নিলামের দু’দিন তো শাহরুখ-সন্তানদের ছাপিয়ে নেটমাধ্যমে ভাইরাল হয়েছিলেন কাব্য। তাঁর উপস্থিতিই ফারাক গড়ে দেয়, এমনটাই বলাবলি করছে সমাজমাধ্যম।
সানরাইজ়ার্স-এর প্রতিষ্ঠাতা কলানিধি মরানের মেয়ে কাব্য বেশ কয়েক বছর ধরেই দলের সঙ্গে যুক্ত। আর তিনি থাকা মানেই ক্যামেরার নজর তাঁর উপরে থাকবেই। এ বারও তার ব্যতিক্রম দেখা গেল না।
ক্রিকেট দলের সঙ্গে কাব্যর এই যোগাযোগ অবশ্য নতুন নয়। বাবার সঙ্গে হাত মিলিয়ে পারিবারিক ব্যবসা চালাচ্ছেন। সান গোষ্ঠীর মালিকের মেয়ে পড়াশোনাকেও অবহেলা করেননি।
চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পর এমবিএ ডিগ্রি নিতে আমেরিকায় গিয়েছিলেন কাব্য।
নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের লিয়োনার্ড স্টার্ন স্কুল অব বিজনেস থেকে বিজনেস ম্যানে়জমেন্টের পড়াশোনা শেষে দেশে ফেরেন। তার পর পারিবারিক ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নেন কাব্য।
আইপিএল দল ছাড়া সান মিউজিক এবং সান টিভি-র এফএম রেডিয়ো চ্যানেলের সঙ্গেও যুক্ত রয়েছেন কাব্য। মিডিয়া ব্যারন কলানিধির মেয়ের রাজনীতির সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
অনেকেই হয়তো জানেন না, কাব্যর বাবা সম্পর্কে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতি। তবে রাজনৈতিক পরিমণ্ডলে বড় হলেও সক্রিয় রাজনীতির বদলে ব্যবসাকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন কাব্য। ডিএমকে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মরানের ভাইঝি বাবার ব্যবসার দিকেই ঝুঁকেছেন।
আইপিএলের নিলামের সময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা কাব্যকে নিয়ে অনেকেই নেটমাধ্যমে নানা কথা বলেছেন। তাঁদের এক জনের রসিক মন্তব্য, ‘আইপিএলের নিলামে কেউ প্রীতি জিন্টার অনুপস্থিতি টেরই পাচ্ছেন না। তা পুষিয়ে দিয়েছেন কাব্য!’