Arun Yogiraj

অযোধ্যাতেও যোগী‘রাজ’! রামমন্দিরের গর্ভগৃহে বসবে কর্নাটকের ভাস্করের তৈরি রামলালা, কে এই শিল্পী?

অরুণের বাবা যোগীরাজ এবং দাদু বাসভন্ন শিল্পী ছিলেন বিখ্যাত ভাস্কর। তাঁদের দ্বারা অনুপ্রাণিত হয়ে অরুণও খুব অল্প বয়সেই ভাস্কর হিসাবে কাজ শুরু করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ১১:৫৭
Share:
০১ ১৮

অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে কোন ভাস্করের তৈরি করা ‘রামলালা’র মূর্তি বসানো হবে, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। অযোধ্যার রামমন্দিরে বসতে চলেছে কর্নাটকের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি করা রামলালার মূর্তি।

০২ ১৮

সোমবার এমনটাই জানিয়েছেন মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। মন্দির ট্রাস্টের তরফে সমাজমাধ্যম ‘এক্স (সাবেক টুইটার)’ হ্যান্ডলে একটি পোস্টে লেখা হয়েছে, ‘‘প্রখ্যাত ভাস্কর শ্রী অরুণ যোগীরাজের কৃষ্ণশিলা দিয়ে তৈরি মূর্তিটি রামলালার বিগ্রহ হিসাবে নির্বাচিত হয়েছে।’’

Advertisement
০৩ ১৮

২২ জানুয়ারি অরুণের তৈরি ‘রামলালা’র মূর্তিতেই প্রাণপ্রতিষ্ঠা হবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী আগে এক্স হ্যান্ডলে লিখেছিলেন, “অযোধ্যায় ভগবান রামের কোন মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হবে, তা চূড়ান্ত করা হয়েছে। আমাদের দেশের প্রখ্যাত ভাস্কর যোগীরাজ অরুণের খোদাই করা রামের মূর্তিই স্থাপিত হবে।”

০৪ ১৮

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ‘রামলালা’র মূর্তি তৈরির জন্য তিন জন ভাস্করকে বেছে নিয়েছিলেন। তার মধ্যে এক জন ছিলেন অরুণ। কে এই ভাস্কর?

০৫ ১৮

অরুণ দেশের অন্যতম বিখ্যাত ভাস্কর। ১৯৮৩ সালে কর্নাটকের মাইসুরুতে তাঁর জন্ম। পাঁচ প্রজন্ম ধরে তাঁর পরিবার ভাস্কর্য শিল্পের সঙ্গে যুক্ত।

০৬ ১৮

অরুণের বাবা যোগীরাজ এবং দাদু বাসভন্ন শিল্পী ছিলেন বিখ্যাত ভাস্কর। তাঁদের দ্বারা অনুপ্রাণিত হয়ে অরুণও খুব অল্প বয়সেই ভাস্কর হিসাবে কাজ শুরু করেন।

০৭ ১৮

তবে প্রথম জীবনে এমবিএ শেষ করে কর্পোরেট জগতে চাকরি শুরু করেছিলেন অরুণ। ভাস্কর্যের প্রতি তাঁর সহজাত টানের কারণেই বোধহয় ২০০৮ সালে চাকরি ছেড়ে পাকাপাকি ভাবে ভাস্কর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পথ চলা শুরু তাঁর। এর পর অরুণকে আর ফিরে তাকাতে হয়নি।

০৮ ১৮

ভাস্কর্যশিল্পী অরুণের কাজ বিশ্ববাসীর কাছে সমাদৃত। ভারতের বহু জায়গায় তাঁর তৈরি ভাস্কর্য দেখতে পাওয়া যাবে। তার মধ্যে উল্লেখযোগ্য ইন্ডিয়া গেটের কাছে অমর জওয়ান জ্যোতির পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ৩০ ফুটের মূর্তি।

০৯ ১৮

কেদারনাথের আদি শঙ্করাচার্যের ১২ ফুট লম্বা মূর্তিও অরুণের তৈরি।

১০ ১৮

পাশাপাশি, মাইসুরুর চুঞ্চনাকাট্টে থাকা ২১ ফুটে লম্বা হনুমান মূর্তি, বি আর অম্বেডকরের ১৫ ফুট লম্বা মূর্তি, স্বামী রামকৃষ্ণ পরমহংসের সাদা অমৃতশীল মূর্তি, নন্দীর ছয় ফুট লম্বা একশিলা মূর্তি, বনশঙ্করী দেবীর ছয় ফুট লম্বা মূর্তি, মাইসুরুর রাজা জয়চামরাজেন্দ্র ওদেয়ারের সাড়ে ১৪ ফুট লম্বা সাদা অমৃতশিলা মূর্তি তৈরির কৃতিত্বও অরুণের। এ ছাড়াও অসংখ্য মূর্তি গড়েছেন শিল্পী।

১১ ১৮

তাঁর তৈরি ভাস্কর্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা কুড়িয়েছেন অরুণ। প্রধানমন্ত্রীকে নেতাজির একটি দু’ফুট লম্বা মূর্তি উপহার দিয়েছিলেন তিনি।

১২ ১৮

অরুণের কর্মশালা ঘুরে দেখে প্রশংসায় পঞ্চমুখ হন রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কোফি আন্নানও।

১৩ ১৮

ভাস্কর হিসাবে রাজ্যে এবং জাতীয় স্তরে বহু পুরস্কার জিতেছেন অরুণ। সেই অরুণের তৈরি রামলালা মূর্তিই বসতে চলেছে অযোধ্যার রামমন্দিরে। কৃষ্ণশিলা দিয়ে তৈরি ওই মূর্তিটিকে রাখা হবে মন্দিরের গর্ভগৃহে।

১৪ ১৮

ছেলের তৈরি মূর্তি রামমন্দিরে অধিষ্ঠিত হতে চলেছে শুনে উচ্ছ্বসিত অরুণের মা সরস্বতী। সরস্বতীর কথায়, “ওর মূর্তিকে যে বেছে নেওয়া হবে তা আশা করেনি অরুণ। ও আমাকে বলেছিল, যে মূর্তিটিকেই বেছে নেওয়া হোক না কেন, তা ভালই হবে। কারণ, সব ভাস্কর খুব পরিশ্রম করেছেন। তবে ছ’মাস ধরে আমার ছেলে যে অক্লান্ত পরিশ্রম করেছে, সে তার ফল পেয়েছে।’’

১৫ ১৮

সরস্বতী আরও জানিয়েছেন যে, ছেলের তৈরি মূর্তি তিনি এখনও দেখেননি। তবে পরে দেখবেন।

১৬ ১৮

এর আগে, কর্নাটকের বর্ষীয়ান বিজেপি নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা অরুণের খোদাই করা মূর্তিটিই রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার জন্য বেছে নেওয়া হবে বলে দাবি করেছিলেন। তাঁর সেই দাবিতে সিলমোহর পড়ল সোমবার।

১৭ ১৮

আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিশু রামের (রামলালা) মূর্তি নিজের হাতে বহন করে এনে অযোধ্যার নতুন রামমন্দিরে প্রতিষ্ঠা করবেন। এখন প্রশ্ন উঠছে, এর পরে কী হবে কয়েকশো মিটার দূরে অস্থায়ী মন্দিরে পূজিত রামলালার বিগ্রহের? তা নিয়ে এত দিন জল্পনা চলছিল সরযূ তীরের মন্দিরনগরীতে।

১৮ ১৮

তবে চম্পত বলেছেন, ‘‘নতুন রামমন্দিরের গর্ভগৃহেই অস্থায়ী মন্দিরে দীর্ঘ দিন ধরে পূজিত রামলালার মূর্তির স্থান হবে।’’

—ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement