Tamilnadu

K Saravanan: অটোচালক থেকে মেয়র! শপথ নিতে হাজির অটো চালিয়েই, তাঁর জীবনকাহিনি হার মানাবে সিনেমাকে

স্ত্রী-সন্তানদের নিয়ে ভালই সংসার চলছিল সরবাননের। কিন্তু বাধ সাধল করোনা। করোনা আবহে তাঁর আয় অনেকাংশেই কমে যায়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৩:৫৯
Share:
০১ ১৬

অটোচালক থেকে তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার কুম্বাকোনাম পুরসভার মেয়র। কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়ানো কে সরবাননের জীবন কাহিনি হার মানাবে সিনেমার গল্পকেও।

০২ ১৬

দু’দশক ধরে অটোচালক হিসেবে জীবিকা নির্বাহ করেন। সেই সরবাননই কুম্বাকোনাম পুরসভার প্রথম মেয়র হিসাবে নিযুক্ত হলেন।

Advertisement
০৩ ১৬

খুব অল্প বয়সে মা-বাবাকে হারান। সরবানন মানুষ দাদু-ঠাকুমার কাছে।

০৪ ১৬

সরবাননের পড়াশোনা দশম শ্রেণি পর্যন্ত। তার পর পড়াশুনোর পাট চুকিয়ে রোজগারের পথ খুঁজতে নামেন।

০৫ ১৬

তামিলনাড়ুর থুক্কামপালায়মে একটি ভাড়া বাড়িতে স্ত্রী এবং তিন সন্তানের সঙ্গে বাস ৪২ বছর বয়সি সরবাননের।

০৬ ১৬

স্ত্রী-সন্তানদের নিয়ে ভালই সংসার চলছিল। কিন্তু বাধ সাধল করোনা। করোনা আবহে তাঁর আয় অনেটাই কমে যায়। তলানিতে ঠেকে জমা পুঁজিও।

০৭ ১৬

সারা দিনে ২০০ টাকা আয় করাও দুঃসাধ্য হয়ে পড়েছিল। এই চরম আর্থিক অনটনের মুখে সরবাননের পাশে এসে দাঁড়িয়েছিলেন প্রতিবেশীরা। খাদ্য এবং অর্থ সাহায্য করেন তাঁরা।

০৮ ১৬

কিন্তু কেউই ভাবেননি যে এই দিন আনা দিন খাওয়া সদাহাস্যময় মানুষটি এক দিন কুম্বাকোনাম শহর পুরসভার মেয়র হবেন।

০৯ ১৬

কুম্বাকোনমের গায়ে আগে পুরসভার তকমা ছিল না। সম্প্রতি কুম্বাকোনম শহরকে নতুন পুরসভা হিসেবে ঘোষণা করে প্রশাসন।

১০ ১৬

ভারতের অন্যতম এই মন্দির শহরের ১৭ নম্বর ওয়ার্ডে পুরসভা নির্বাচনে প্রার্থী হন সরবানন। মোট দু’হাজার একশো ভোটের মধ্যে ৯৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি।

১১ ১৬

সত্যি বলতে এই জয় তিনি নিজেও আশা করেননি। বরং আরও বেশ কয়েক জন হেভিওয়েট প্রার্থী ছিলেন যাঁদের জেতার সুযোগ আরও ভালো ছিল।

১২ ১৬

জেতার পর তাঁকে মেয়র পদে বসার কথা বলা হলে তিনি দলের উচ্চ নেতৃত্বকে জানান যে তিনি এক জন অটোচালক, এবং তাঁর মেয়র হওয়ার যোগ্যতা নেই।

১৩ ১৬

কিন্তু নেতৃত্ব তাঁকে বলেন যে তিনিই এই পদের জন্য যোগ্য ব্যক্তি।

১৪ ১৬

মেয়র হিসেবে শপথ গ্রহণের দিন নিজের অটো চালিয়েই অনুষ্ঠানে উপস্থিত হন সরবানন।

১৫ ১৬

সরবানন জানিয়েছেন, মেয়র হওয়ার পর তাঁর প্রধান লক্ষ্য, ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার কাজ সম্পূর্ণ করা।

১৬ ১৬

এ ছাড়াও মানুষের সুবিধার্থে খারাপ রাস্তা মেরামত, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং রাস্তায় পর্যাপ্ত আলোর মতো মৌলিক সুবিধাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দিকে তাঁর নজর থাকবে বলেও তিনি জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement