জমে উঠেছে ইংল্যান্ড-ভারতের খেলা। শুক্রবার সকালেই রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদবের উইকেট হারায় ভারত। এর পর অশ্বিন এবং জুরেল দলকে টানেন।
ব্যাট করতে নামার আগেই সুখবর ইংল্যান্ডের। ভারতের ইনিংসের মাঝেই ৫ রান করে ফেলল ইংল্যান্ড। নেপথ্যে অশ্বিনের ক্ষণিকের ভুল।
এই দিন পিচের ভুল জায়গা দিয়ে দৌড়নোর খেসারত দিতে হল অশ্বিনকে।
শুক্রবার রেহান আহমেদের ওভারে ঘটনাটি ঘটে। ইংরেজ স্পিনারের বল কভারের দিকে মেরে রান নিতে যান অশ্বিন।
নন স্ট্রাইকার ধ্রুব জুরেল তাঁকে ফেরত পাঠিয়ে দেন। কিন্তু অশ্বিনের পিচের মাঝখান দিয়ে দৌড়ে যান।
নন স্ট্রাইকার ধ্রুব জুরেল তাঁকে ফেরত পাঠিয়ে দেন। কিন্তু অশ্বিনের পিচের মাঝখান দিয়ে দৌড়ে যান।
কিন্তু ইংল্যান্ড যখন ব্যাট করতে নামবে, তখন তারা ৫ রান স্কোর বোর্ডে নিয়েই নামবে। অর্থাৎ, ভারত যে রানই করুক তার থেকে ৫ রান কম করলেই ইংল্যান্ড সেই রান ছুঁয়ে ফেলবে।
অশ্বিনকে একেবারেই সেই ঘটনায় খুশি দেখায়নি। তিনি বার বার আম্পায়ারের সঙ্গে কথা বলেন। তাঁকে বোঝানোর চেষ্টা করেন।
কিন্তু অশ্বিনের কথায় কাজ হয়নি। আম্পায়ার ৫ রান পেনাল্টির সিদ্ধান্তে স্থির থাকেন।
রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট চলছে। প্রথম দিনে ভারত ৩২৬ রান তুলে নেয় ৫ উইকেট হারিয়ে। রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা শতরান করেন।
অভিষেক ম্যাচ খেলতে নামা সরফরাজ় খান ৬২ রান করে বুঝিয়ে দেন মিডল অর্ডারে দলের ভরসা হতে পারেন তিনি।
দ্বিতীয় দিনে ৪৪২ রানে শেষ হয় ভারতের ইনিংস।