Mahendra Singh Dhoni

আর্থিক প্রতারণার শিকার ধোনি! ক্ষতি হয়েছে ১৫ কোটি টাকা, মামলা দায়ের করলেন আদালতে

দুই প্রাক্তন ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে ১৫ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি। রাঁচি আদালতে মামলা দায়ের করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪ ১৭:১৫
Share:
০১ ১২

আর্থিক প্রতারণার শিকার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এই মর্মেই রাঁচি আদালতে মামলা দায়ের করেছেন ‘ক্যাপ্টেন কুল’। মিহির এবং সৌম্য নামক দুই ব্যক্তির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনে মামলা করেছেন ধোনি।

০২ ১২

প্রতারিত মহেন্দ্র সিংহ ধোনি। দুই প্রাক্তন ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে ১৫ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি।

Advertisement
০৩ ১২

রাঁচি আদালতে মামলা দায়ের করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

০৪ ১২

মিহির দিবাকর এবং সৌম্য বিশ্বাস নামে দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি। অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি সংস্থার কর্ণধার তাঁরা।

০৫ ১২

ধোনির নাম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় ক্রিকেট অ্যাকাডেমি তৈরির প্রস্তাব দিয়েছিল সংস্থাটি। ধোনি ২০১৭ সালে সংস্থাটির সঙ্গে চুক্তি সই করেছিলেন।

০৬ ১২

সংস্থাটির বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং ১৫ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ করেছেন ধোনি। চুক্তি সইয়ের পর দিবাকর কিছু আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ ধোনির।

০৭ ১২

চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজ়ি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল অর্ক স্পোর্টসের। সংস্থাটি সেই চুক্তি মতো টাকা দেয়নি বলে অভিযোগ।

০৮ ১২

ধোনি অবশ্য প্রথমেই আদালতের দ্বারস্থ হননি। প্রথমে অর্ক স্পোর্টসের দিবাকর এবং সৌম্যর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

০৯ ১২

চুক্তির শর্ত কেন অমান্য করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন করেন। যথাযথ উত্তর না পাওয়ায়, ২০২১ সালের ১৫ অগস্ট, অর্ক স্পোর্টসকে নিজের নাম ব্যবহার করার অনুমতি প্রত্যাহার করে নেন চিঠি দিয়ে।

১০ ১২

তাতেও কাজ না হওয়ায় বেশ কয়েক বার আইনি চিঠিও দেন ধোনি। কিন্তু সংস্থাটির পক্ষ থেকে সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

১১ ১২

ধোনির সংস্থা বিধি অ্যাসোসিয়েটসের পক্ষে দয়ানন্দ সিংহ জানিয়েছেন, তাঁদের সংস্থা ১৫ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির শিকার হয়েছে। অর্ক স্পোর্টস চুক্তিভঙ্গ এবং প্রতারণা করেছে।

১২ ১২

বার বার চুক্তি অনুযায়ী টাকা দেওয়ার কথা বলা হলেও অভিযুক্ত সংস্থাটির থেকে সাড়া পাওয়া যায়নি। তাই তাঁরা আদালতে প্রতারণার মামলা দায়ের করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement