সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রচুর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন। সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করা হাতের মোয়া নয়, কারণ এটি দেশের অন্যতম কঠিন পরীক্ষা। তবে কী ভাবে সহজেই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, তা জানালেন আইএএস অফিসার টিনা দাবি।
টিনার পরামর্শ, পরীক্ষার আগে পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য পরীক্ষার্থীদের নখের ডগায় থাকা উচিত। প্রয়োজনে ইউপিএসসি-র ওয়েবসাইট খুঁটিয়ে দেখার পরামর্শও দিয়েছেন টিনা।
ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা, সিলেবাস এবং পরীক্ষার ধরন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা উচিত পরীক্ষার্থীদের।
পাশাপাশি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমও পরীক্ষার্থীদের নখদর্পণে রাখা উচিত।
লক্ষ্য ঠিক থাকলে কেউ চাইলে স্কুলে পড়তে পড়তেই সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন বলেও টিনার পরামর্শ।
অন্য দিকে, কেউ কলেজে পড়তে পড়তে প্রস্তুতি নিলে ঐচ্ছিক বিষয় আগে থেকেই বেছে নেওয়া উচিত।
টিনা জানিয়েছেন, ইউপিএসসি প্রার্থীদের পরীক্ষা ভাল রেজাল্ট করতে হলে পড়াশোনার জন্য প্রতি দিন কিছু সময় বার করে সিলেবাস ভাল ভাবে পড়া উচিত।
টিনার দাবি, পরীক্ষার জন্য ঠিকঠাক প্রকাশনীর বই কিনে পড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা হওয়ার আগে এই বইগুলি অন্তত তিন থেকে চার বার ঝালিয়ে রাখা উচিত।
সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হতে নিয়মিত খবর কাগজ এবং পত্রিকা পড়াও অত্যন্ত প্রয়োজনীয় বলে টিনা জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন টিনা। প্রশিক্ষণ শেষে, ২০১৬ সালে তিনি রাজস্থানের আইএএস অফিসার হন। বর্তমানে রাজস্থানের জয়সলমেরে জেলাশাসক হিসাবে কর্মরত।
টিনার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা চলেছে সংবাদমাধ্যমে। ২০১৮ সালের ৭ এপ্রিল টিনা দাবির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আখতার আমির খান।
আইএএস পরীক্ষায় টিনা প্রথম হন, আমির দ্বিতীয়। সেই প্রথম কোনও দলিত মহিলা সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হন।
স্বভাবতই আইএএসে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর প্রেমকাহিনি ঘিরে জোর চর্চা চলেছিল দেশ জুড়ে। মুসৌরিতে আইএএসে প্রশিক্ষণ পর্ব চলাকালীনই তাঁদের আলাপ হয়।
যদিও বেশি দিন বিয়ে টেকেনি টিনা-আমিরের। ২০২১ সালের ১০ অগস্ট টিনা ও আমিরের বিচ্ছেদ হয়ে যায়।
প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সম্প্রতি তাঁরই এক সহকর্মী প্রদীপ গাওয়ান্ডকে বিয়ে করে ফের সংবাদের শিরোনামে উঠে আসেন টিনা।
টিনার বোন রিয়াও ২০২০ সালের ইউপিএসসি পরীক্ষায় ১৫তম স্থান অর্জন করেছিলেন।