স্বাধীনতা দিবসের উদ্যাপনের আগে ভারতীয় বায়ুসেনার উদ্যোগে শুরু হতে চলেছে ‘তরঙ্গ শক্তি’র আয়োজন। মহড়ায় অংশ নেবে অন্তত ১০টি দেশ। অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ।
বায়ুসেনার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘তরঙ্গ শক্তি’র মহড়ার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা। কারণ, এটাই হবে দেশের প্রথম ‘বহুজাতিক বিমান মহড়া।’
কেন ‘তরঙ্গ শক্তি’? লক্ষ্য কী? বায়ুসেনার তরফে জানানো হয়েছে, যে দেশগুলির সঙ্গে ভারতীয় বায়ুসেনা (আইএএফ) নিয়মিত যোগাযোগ রক্ষা করে, সম্পর্ক রাখে, তাদের মধ্যে সুসম্পর্ক রক্ষাই উদ্দেশ্য।
এর আগে ২০২৩ সালের শেষ দিকে ‘তরঙ্গ শক্তির’ মহড়ার পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ‘বায়ুশক্তি’ মহড়ার আয়োজন করেছিল বায়ুসেনা। পোখরান রেঞ্জের ওই অনুশীলনে অংশ নিয়েছিল রাফাল, মিরাজ-২০০০, তেজস লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট, চিনুক এবং অ্যাপাচে হেলিকপ্টার।
গত ১২ মার্চ পোখরানে হয় ‘ভারত শক্তি’ মহড়া। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই শোনা গিয়েছিল ‘তরঙ্গ শক্তি’-র আয়োজনের কথা।
‘তরঙ্গ শক্তি’র মহড়া দু’টি পর্যায়ে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথমটি অগস্টের প্রথম দুই সপ্তাহে। সেটি হবে দক্ষিণ ভারতে।
দ্বিতীয় মহড়া হওয়ার কথা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি। সেটা হবে দেশের পশ্চিমাঞ্চলে। কয়েকটি দেশ দু’টি পর্যায়ের মহড়াতেই অংশ নেবে।
ভারতীয় বায়ুসেনা আয়োজিত ‘তরঙ্গ শক্তি’তে অংশ নিতে পারে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান, স্পেন, সংযুক্ত আরব আমিরশাহি, ইংল্যান্ড এবং আমেরিকা। জার্মানি তাদের ‘ফাইটার জেট’ এবং একটি এ-৪০০এম উড়ান আনবে। বায়ুসেনার শোকেসেও থাকবে এ-৪০০ এম।
এর আগে আমেরিকার বায়ুসেনার তরফে গত জুন মাসে আয়োজিত হয় ‘রেড ফ্ল্যাগ’ মহড়া। ৪ থেকে ১৪ জুন পর্যন্ত আলাস্কার আইলসন বায়ুসেনা ঘাঁটিতে হওয়া সেই মহড়ার পর ভারতে হবে দ্বিতীয় ‘রেড ফ্ল্যাগ’ মহড়া।
আমেরিকার বায়ুসেনার উদ্যোগে বছরে চার বার এমন মহড়া অনুষ্ঠিত হয়। এ বারের মহড়ায় ভারতীয় বায়ুসেনার সঙ্গে থাকতে পারে সিঙ্গাপুর বায়ুসেনা, ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্স, নেদারল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স এবং জার্মান লুফটওয়াফ।
ভারতের তরফে এই মহড়ায় থাকবে আটটি রাফাল যুদ্ধবিমান। থাকছে সি-১৭ গ্লোবমাস্টার বিমান।
ভারতীয় বায়ুসেনা বলছে, এই অনুশীলন তাদের তরুণদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে। বহুজাতিক পরিবেশে কাজ করার অভিজ্ঞতা আগেই অর্জন করেছে ভারতীয় বায়ুসেনা। সহযোগিতামূলক এই উড়ানের অভিজ্ঞতা তরুণ ক্রুদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।
ভারতীয় বায়ুসেনা মোট তিনটি বড় আকারের ‘ওয়্যার গেম’ পরিচালনার পরিকল্পনা নিয়েছে। এদের নাম দেওয়া হয়েছে ‘বায়ু শক্তি’, ‘গগন শক্তি’ এবং ‘তরঙ্গ শক্তি’। এই মহড়াগুলির উদ্দেশ্য তিনটি প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সমন্বয়রক্ষা।
‘বায়ু শক্তি’র মহড়া হবে পোখরানের থর মরুভূমিতে। তাতে রয়েছে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণের মহড়া। দ্বিতীয় মহড়া ‘গগন শক্তি’র। আর তৃতীয় বড় মহড়া হল ‘তরঙ্গ শক্তি’।