Partial Solar Eclipse

কুরুক্ষেত্র থেকে কাশ্মীর, ব্রিটেন থেকে বেলজিয়াম, খণ্ডগ্রাসের খণ্ড রূপ দেখল বিশ্ব

কলকাতায় বিকেল ৪টে ৫২ মিনিট থেকে গ্রহণ দেখা গিয়েছে। সূর্যাস্ত হয়েছে বিকেল ৫টা ৪ মিনিটে। ১২ মিনিট কলকাতার আকাশে গ্রহণ দৃশ্যমান ছিল। সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ হবে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ১৭:৪৬
Share:
০১ ১৫

দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে মঙ্গলবার বিকেলে দেখা গেল খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। সূর্যের বেশ খানিকটা অংশ ঢাকা পড়ল চাঁদের ছায়ায়।

০২ ১৫

গ্রহণ শুরু হয়েছে দুপুর দুপুর ২টো ২৯ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ হবে। অর্থাৎ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩ মিনিট।

Advertisement
০৩ ১৫

কলকাতায় বিকেল ৪টে ৫২ মিনিট থেকে গ্রহণ দেখা গিয়েছে। সূর্যাস্ত হয়েছে বিকেল ৫টা ৪ মিনিটে। ১২ মিনিট কলকাতার আকাশে গ্রহণ দৃশ্যমান ছিল।

০৪ ১৫

জম্মু ও কাশ্মীরের আকাশ থেকে যেমন দেখা গেল খণ্ডগ্রাস সূর্যগ্রহণ।

০৫ ১৫

প্যালেস্তাইনের গাজ়া সিটি থেকে গ্রহণ দেখা গিয়েছে। সূর্যের কিছুটা অংশ ঢাকা পড়েছে চাঁদের ছায়ায়।

০৬ ১৫

হরিয়ানার কুরুক্ষেত্র থেকেও গ্রহণ দেখা গিয়েছে স্পষ্ট। সেখানে পুণ্যার্থীরা গ্রহণের সময় পবিত্র নদীতে নেমে স্নানে সেরেছেন।

০৭ ১৫

চণ্ডীগড়ের আকাশ থেকে যেমন দেখা গিয়েছে মঙ্গলবারের সূর্যগ্রহণ।

০৮ ১৫

দিল্লি থেকেও স্পষ্ট গ্রহণ দেখা গিয়েছে। ১ ঘণ্টা ১৩ মিনিট ধরে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান ছিল ভারতের রাজধানীতে।

০৯ ১৫

বেলজিয়ামের আকাশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে মঙ্গলবার।

১০ ১৫

পটনায় সূর্যগ্রহণ দেখার জন্য এক্স রে ফিল্ম চোখে দিয়ে আকাশে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে আগ্রহীদের।

১১ ১৫

অস্ট্রিয়ার সালজ়বার্গে দেখা গিয়েছে সূর্যের আংশিক গ্রহণ।

১২ ১৫

রাঁচীতেও সানগ্লাস এবং বাতিল এক্স রে ফিল্ম দিয়ে সূর্যগ্রহণ দেখেছেন অনেকে।

১৩ ১৫

ইংল্যান্ডের নর্থ শিল্ড থেকেও স্পষ্ট সূর্যগ্রহণ দেখা গিয়েছে মঙ্গলবার। সূর্যের এক দিক ঢেকেছে চাঁদের ছায়ায়।

১৪ ১৫

রোমের ভ্যাটিকান সিটি থেকে গ্রহণের সময় যেমন দেখা গেল সূর্যকে।

১৫ ১৫

পশ্চিম ফ্রান্সের এদে ব্যাজু়জ় থেকেও খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছে। ছবি নেওয়া হয়েছে রয়টার্স, পিটিআই, এএফপি থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement