Mukesh Ambani

তিন বছর ধরে রিলায়্যান্স থেকে এক টাকাও বেতন নেননি! কেন মুকেশের এই ‘ধনুকভাঙা পণ’?

সম্প্রতি রিলায়্যান্স গোষ্ঠীর তরফে তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, ২০২২-’২৩ অর্থবর্ষে সংস্থা থেকে এক টাকাও পারিশ্রমিক নেননি মুকেশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ১২:৪৪
Share:
০১ ১৫

মুকেশ অম্বানী এই মুহূর্তে দেশের সব থেকে ধনী শিল্পপতি। বিশ্বের সব থেকে বিত্তশালীদের তালিকাতেও প্রথমের দিকেই নাম রয়েছে তাঁর। রিলায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান তিনি। অম্বানীদের চেনেন না, ভারতে এমন মানুষ পাওয়া দুষ্কর।

০২ ১৫

চলতি বছরের ৪ অগস্টের হিসাব অনুযায়ী, বর্তমানে রিলায়্যান্স গোষ্ঠীর মূলধনের পরিমাণ ১৬,৯৮,০০০ কোটি টাকা। এই গোষ্ঠীর উঁচুতলার কর্মীরা মোটা টাকা বেতন পান। পাশাপাশি, গোষ্ঠীর তরফে জীবনবিমা-সহ অন্য বহু সুযোগ-সুবিধাও পান তাঁরা।

Advertisement
০৩ ১৫

কিন্তু জানা আছে কি, রিলায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান নিজে কত টাকা বেতন পান? ২০২২-’২৩ অর্থবর্ষেই বা মোট কত টাকা বেতন পেয়েছিলেন মুকেশ?

০৪ ১৫

সম্প্রতি রিলায়্যান্স গোষ্ঠীর তরফে তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, ২০২২-’২৩ অর্থবর্ষে সংস্থা থেকে এক টাকাও পারিশ্রমিক নেননি মুকেশ।

০৫ ১৫

রিপোর্টে বলা রয়েছে, শুধু ২০২২-’২৩ অর্থবর্ষ নয়, এই নিয়ে টানা তিন বছর বেতন বাবদ রিলায়্যান্স গোষ্ঠীর থেকে এক টাকাও নেননি মুকেশ।

০৬ ১৫

রিপোর্টে বলা রয়েছে, শুধু ২০২২-’২৩ অর্থবর্ষ নয়, এই নিয়ে টানা তিন বছর বেতন বাবদ রিলায়্যান্স গোষ্ঠীর থেকে এক টাকাও নেননি মুকেশ।

০৭ ১৫

প্রতিবেদন অনুযায়ী, কোভিড অতিমারির কারণে ২০২০-’২১ অর্থবর্ষে স্বেচ্ছায় বেতন না নেওয়ার সিদ্ধান্ত নেন ৬৬ বছর বয়সি মুকেশ।

০৮ ১৫

কোভিড অতিমারি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার আঁচ যেন সংস্থার কর্মীদের উপর না পড়ে, তা নিশ্চিত করতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

০৯ ১৫

এর পর ২০২১-’২২ অর্থবর্ষ এবং ২০২২-’২৩ অর্থবর্ষেও সারা বছর কোনও বেতন না নেওয়ার সিদ্ধান্ত নেন মুকেশ। এই তিন বছরে, রিলায়্যান্সের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে ব্যবসায়িক গোষ্ঠীর থেকে কোনও ভাতা, কমিশন বা অন্য কোনও সুবিধা তিনি নেননি।

১০ ১৫

মুকেশের সিদ্ধান্ত, যত দিন না রিলায়্যান্স গোষ্ঠী কোভিড অতিমারির সময় তৈরি হওয়া ঘাটতি পূরণ করতে পারবে, তত দিন তিনি সংস্থার থেকে বেতন বাবদ এক টাকাও নেবেন না।

১১ ১৫

তবে ২০১৯-’২০ অর্থবর্ষ পর্যন্ত রিলায়্যান্স থেকে নিয়মিত বেতন নিতেন মুকেশ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮-’০৯ থেকে ২০১৯-’২০ অর্থবর্ষ পর্যন্ত বার্ষিক বেতন হিসাবে রিলায়্যান্স গোষ্ঠীর কাছ থেকে ১৫ কোটি টাকা করে নিতেন মুকেশ।

১২ ১৫

১৯৭৭ সাল থেকে রিলায়্যান্স গোষ্ঠীর ‘বোর্ড অফ ডিরেক্টরস’-এ রয়েছেন মুকেশ। ২০০২ সালে তাঁর বাবা তথা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ধীরুভাই অম্বানীর মৃত্যুর পর তিনি চেয়ারম্যান হন।

১৩ ১৫

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত রিলায়্যান্সের চেয়ারম্যান থাকবেন মুকেশ। এই সময়ের মধ্যে, তিনি গোষ্ঠী থেকে বার্ষিক বেতন বাবদ এক টাকাও না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

১৪ ১৫

তবে এই বেতন না নেওয়ার জন্য মুকেশের বিপুল অর্থভান্ডারে বিশেষ কোনও প্রভাব পড়েনি। একটি ব্যবসায়িক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মুকেশের মোট সম্পত্তির পরিমাণ ৭,৩৫,৮৮০ কোটি টাকা।

১৫ ১৫

অম্বানীরা এতটাই বিত্তশালী যে, মুকেশ-জায়া যে শাড়িগুলি পরেন, তার এক একটির দাম কয়েক লক্ষ টাকা। তিনি যে জল পান করেন, তা নাকি পৃথিবীর ‘সবচেয়ে দামি’ জল।

—ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement