২ নভেম্বর। রাতে ঘড়ির কাঁটা সবেমাত্র ১২টার ঘর পার করেছে। ‘মন্নত’কে ঘিরে রয়েছে জনসমুদ্র। সকলের নজর একই দিকে, বেড়া দেওয়া বারান্দায়। বলিউডের বাদশা কখন দু’বাহু উন্মুক্ত করে ‘সিগনেচার পোজ়’ দিয়ে দাঁড়াবেন সেই অপেক্ষায় এক এক সেকেন্ড গুনে চলেছেন ভক্তেরা। ‘মন্নত’-এর চারদিকে উল্লাস, ভালবাসা এবং অপেক্ষা। অবশেষে দেখা পাওয়া গেল তাঁর। পরনে ডেনিম জিন্স, কালো টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা। ২ নভেম্বর ৫৮ বছরে পা রাখলেন তিনি। কিন্তু শাহরুখকে দেখে মনে হল ‘জওয়ান’ আরও জওয়ান হলেন।
শাহরুখের জন্মদিন উপলক্ষে ঘড়ি ধরে রাত ১২টার সময় নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘জওয়ান’-এর ‘এক্সটেন্ডেড কাট’। প্রেক্ষাগৃহে মুক্তির সময়ের চেয়ে এই ‘এক্সটেন্ডেড কাট’-এ ২০ মিনিটের অতিরিক্ত দৃশ্য রয়েছে।
ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে চলতি বছরে শাহরুখের তৃতীয় ছবি ‘ডাঙ্কি’। অভিনেতার জন্মদিন উপলক্ষে রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির প্রথম ঝলক মুক্তি পেয়েছে বৃহস্পতিবারই।
তিন দশক বলিউড ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন শাহরুখ। তাঁর কেরিয়ারের মুকুটে যেমন নয়া পালক জুড়েছে ঠিক তেমনই ব্যবসা করতে ব্যর্থও হয়েছে শাহরুখের একাধিক ছবি। চার বছরের সাময়িক বিরতি নিয়ে শাহরুখ যখন আবার বলিপাড়ায় ফিরে এলেন তখন ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এ অভিনয় করে একই বছরে পর পর দু’টি হাজার কোটির ছবি নিজের কেরিয়ারের ঝুলিতে পুরে নেন তিনি।
বলিপাড়া সূত্রে খবর, শাহরুখ এমন কয়েকটি হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েও প্রস্তাব খারিজ করেছিলেন যেগুলি মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত হিট করে। বলিপাড়ার একাংশের দাবি, শাহরুখ যদি এই ছবিগুলিতে অভিনয় করতেন তা হলে তাঁর ঝুলিতে আরও বেশি সংখ্যক সফল ছবি যোগ হতে পারত। শাহরুখের ফিরিয়ে দেওয়া ছবির তালিকায় কী কী রয়েছে?
২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লগান’। আমির খান অভিনীত এই ছবিটি জাতীয় স্তরের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও প্রশংসা পায়। বলিপাড়া সূত্রে খবর, ‘লগান’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য আমির নন, শাহরুখ প্রথম পছন্দ ছিলেন ছবিনির্মাতাদের।
কানাঘুষো শোনা যায়, ‘লগান’ ছবিতে অভিনয় করতে রাজিও ছিলেন শাহরুখ। কিন্তু শুটিংয়ের জন্য সময় বার করতে পারছিলেন না তিনি। তাই ‘লগান’ ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করেন। পরে আমিরকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে তিনি রাজি হন।
২০০৩ সালে রাজকুমার হিরানির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুন্নাভাই এমবিবিএস’। এই ছবিতে মুন্নাভাই-সার্কিট জুটিতে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসি।
বলিপাড়া সূত্রে খবর, ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য শাহরুখকে প্রথমে প্রস্তাব দেন রাজকুমার। কিন্তু সে সময় অস্ত্রোপচারের কথা ছিল শাহরুখের। তাই রাজকুমারের প্রস্তাব খারিজ করে দেন শাহরুখ। পরে সঞ্জয়কে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে তিনি কাজ করতে রাজি হন।
২০০৬ সালে রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রং দে বসন্তি’। আমিরের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন শরমন জোশী, আর মাধবন, কুণাল কপূর, সোহা আলি খান, সিদ্ধার্থ, অতুল কুলকার্নি এবং ওয়াহিদা রহমানের মতো বলি তারকারা। তারকাসমন্বিত এই ছবিতে অভিনয়ের কথা ছিল শাহরুখেরও।
বলিপাড়া সূত্রে খবর, ‘রং দে বসন্তি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য শাহরুখের কাছে প্রস্তাব নিয়ে যান ছবিনির্মাতারা। কিন্তু শাহরুখ সে চরিত্রে অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেন। পরে আর মাধবনকে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
২০০৯ সালে রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ছবিটি মুক্তি পেলে তা আন্তর্জাতিকস্তরে প্রশংসা পায়। আমির-সহ আর মাধবন, শরমন জোশী, করিনা কপূর খান, বোমান ইরানি, ওমি বৈদ্য এবং মোনা সিংহ— সকলেই নিজেদের চরিত্রে নিপুণ ভাবে অভিনয় করেন।
বলিপাড়া সূত্রে খবর, ‘থ্রি ইডিয়টস’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব শাহরুখকে দিয়েছিলেন রাজকুমার। কিন্তু শাহরুখ সে প্রস্তাব খারিজ করে দেন। শাহরুখের ফিরিয়ে দেওয়া চরিত্রে পরে অভিনয় করতে দেখা যায় আমিরকে।
আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় ২০০৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জোধা আকবর’। ঐতিহাসিক ঘরানার এই ছবিতে সম্রাট আকবরের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় শাহরুখকে। কিন্তু শাহরুখ এই ধরনের চরিত্রে অভিনয় করতে চাননি। পরে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যায় হৃতিক রোশনকে।
২০০৯ সালে ড্যানি বয়েল পরিচালিত ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে নজর কাড়েন দেব পটেল, ফ্রিডা পিন্টো এবং মধুর মিত্তল।
‘স্লামডগ মিলিয়নেয়্যার’ ছবিতে রিয়্যালিটি শোয়ের সঞ্চালকের চরিত্রে অভিনয় করতে দেখা যায় অনিল কপূরকে। এই চরিত্রের জন্য প্রথমে শাহরুখকে পছন্দ করেছিলেন ছবিনির্মাতারা। কিন্তু পার্শ্বচরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না তিনি। তাই অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেন অভিনেতা।
২০১০ সালে এস শঙ্করের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় রজনীকান্ত অভিনীত ‘রোবট’ ছবিটি।তবে এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য শাহরুখের কাছেই প্রথম প্রস্তাব নিয়ে যান ছবিনির্মাতারা। শাহরুখ সে প্রস্তাব খারিজ করলে দক্ষিণী অভিনেতা রজনীকান্তকে প্রস্তাব দেওয়া হয়।
২০০০ সালে রাকেশ রোশনের পরিচালনায় মুক্তি পায় ‘কহো না... প্যার হ্যায়’। এই ছবির মাধ্যমেই বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন রাকেশ-পুত্র হৃতিক রোশন।
বলিপাড়া সূত্রে খবর, ‘কহো না... প্যার হ্যায়’ ছবিতে অভিনয়ের জন্য প্রথমে শাহরুখকে বেছে নিয়েছিলেন রাকেশ। কিন্তু হৃতিক তাঁর বাবাকে জানান, তিনি বলিউডে কেরিয়ার শুরু করতে চান। তাই শাহরুখের পরিবর্তে নিজের পুত্রকেই সে ছবিতে অভিনয়ের সুযোগ দেন রাকেশ।
হিন্দি ফিল্মজগতের স্পাই ইউনিভার্স ঘরানার ছবি ‘পাঠান’-এ অভিনয় করেন শাহরুখ। বলিপাড়া সূত্রে খবর, প্রথমে টাইগার চরিত্রের জন্য পছন্দ করা হয়েছিল অভিনেতাকে।
২০১২ সালে কবীর খানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘এক থা টাইগার’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য প্রথমে শাহরুখকে প্রস্তাব দেওয়া হয়। বলিপাড়া সূত্রে খবর, টাইগার চরিত্রে অভিনয়ের প্রস্তাব শাহরুখ খারিজ করলে সলমন খানের সঙ্গে দেখা করেন ছবিনির্মাতারা। পরে টাইগার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন সলমন।
চলতি বছরের নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’। এই ছবিতেও টাইগারের চরিত্রে দেখা যাবে সলমনকে। বলিপাড়া সূত্রে খবর, ‘টাইগার ৩’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে শাহরুখকে।