Bengal Weather Update

কলকাতায় গরম বাড়ল, রাজ্যের ১৬টি শহরে পারদ ৪০ পার, আপনার এলাকায় কত তাপমাত্রা?

হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রারও খুব একটা হেরফের হবে না।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ২০:১৭
Share:
০১ ২২

গরম কমার কোনও লক্ষণই নেই! বৈশাখী দহনে পুড়ছে কলকাতা-সহ গোটা রাজ্য। গত কয়েক দিনের মতো রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। সকাল থেকেই চড়া রোদের দাপট। বেলা গড়ালে বাইরে বেরেনো টেকা দায়! সূর্য ডুবলেও যেন স্বস্তি নেই। ভ্যাপসা গরমে হিমশিম সকলে। এই পরিস্থিতিতে আশার আলো দেখাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।

ফাইল চিত্র।

০২ ২২

হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রারও খুব একটা হেরফের হবে না।

ফাইল চিত্র।

Advertisement
০৩ ২২

উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

ফাইল চিত্র।

০৪ ২২

আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ এখনই এই গা জ্বালানো গরম থেকে রেহাই মিলবে না। গত কয়েক দিনের মতো রবিবারও রাজ্যের বিভিন্ন জেলায় পারদ চড়েছে। এক নজরে দেখে নেওয়া যাক, রবিবার কোথায় কত সর্বোচ্চ তাপমাত্রা ছিল।

ফাইল চিত্র।

০৫ ২২

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি বেশি। শনিবার শহরে পারদ ছুঁয়েছিল ৩৯.২ ডিগ্রিতে। গতকালের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে শহরের তাপমাত্রা।

ফাইল চিত্র।

০৬ ২২

গত কয়েক দিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে কলকাতাকে টপকেছে পড়শি শহর সল্টলেক। রবিবারও তার ব্যতিক্রম ঘটল না। সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি।

ফাইল চিত্র।

০৭ ২২

তবে দমদমে রবিবার ৪০ ডিগ্রি পার করেছে। দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪১.২ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৫.১ ডিগ্রি বেশি।

ফাইল চিত্র।

০৮ ২২

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস।

ফাইল চিত্র।

০৯ ২২

দক্ষিণবঙ্গের মধ্যে রবিবার সবচেয়ে উষ্ণতম এলাকা ছিল পানাগড়। সেখানে পারদ চড়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াসে।

ফাইল চিত্র।

১০ ২২

বীরভূমের শ্রীনিকেতনেও অসহনীয় গরম। সেখানে রবিবার তাপমাত্রা ছুঁয়েছে ৪২.৩ ডিগ্রি।

ফাইল চিত্র।

১১ ২২

বাঁকুড়ায় রবিবার পারদ চড়েছে ৪২.১ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রি।

ফাইল চিত্র।

১২ ২২

আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি।

ফাইল চিত্র।

১৩ ২২

ঝাড়গ্রামে পারদ চড়েছে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরেও পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে।

ফাইল চিত্র।

১৪ ২২

হলদিয়ায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.১ ডিগ্রি। দিঘায় পারদ ছুঁয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

ফাইল চিত্র।

১৫ ২২

হাওড়ার উলুবেড়িয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে পারদ চড়েছে ৪০.৬ ডিগ্রিতে।

ফাইল চিত্র।

১৬ ২২

যদিও ক্যানিংয়ের থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের তাপমাত্রা কিছুটা কম। সেখানে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াসে।

ফাইল চিত্র।

১৭ ২২

হুগলির মগরায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস।

ফাইল চিত্র।

১৮ ২২

পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় পারদ চড়েছে ৪০.২ ডিগ্রি সেলসিয়াসে। নদিয়ার কৃষ্ণনগরে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস।

ফাইল চিত্র।

১৯ ২২

দক্ষিণবঙ্গের পাশাপাশি গরমে কাহিল উত্তরের জেলাগুলিও। রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে।

ফাইল চিত্র।

২০ ২২

মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রিতে। জলপাইগুড়িতে পারদ চড়েছে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াসে।

ফাইল চিত্র।

২১ ২২

দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি বেশি।

ফাইল চিত্র।

২২ ২২

বাগডোগরায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি। কোচবিহারে পারদ চড়েছে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement