হুক আইল্যান্ড সি মনস্টার: ১৯৬৪ সালে এক দম্পতি হুক আইল্যান্ডে<br> ৮০ ফুট লম্বা ব্যাঙাচির সদৃশ এক প্রাণী দেখতে পান। তাঁদের দিকেই প্রাণীটা<br> সাঁতরে আসছিল। ছবিও তোলেন তাঁরা। কিন্তু প্রাণীটা কি তা আজও জানা যায়নি।
আশেপাশে এমন অনেক কিছুই ঘটে যে রহস্যের কোনও কিনারা হয় না। যে রহস্য নিয়ে হাজার চেষ্টা করেও বিজ্ঞান কোনও ব্যাখ্যা খুঁজে পায় না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে চাঞ্চল্য সৃষ্টিকারী এমনই হাড় হিম করা ৮টি রহস্যময় ছবি রইল আপনার জন্য। অলৌকিকতায় বিশ্বাস করুন আর নাই করুন, এগুলো সত্যিই ঘটেছে। এখনও পর্যন্ত যার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
আরও দেখুন: দেশের সেরা দশ পরিচ্ছন্ন রেলস্টেশন