নেটদুনিয়ায় সবসময় খবরের শিরোনামে থাকেন উরফি জাভেদ। পোশাক নিয়ে বিতর্ক যেন তাঁর আভূষণ। ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যাও বলিপাড়ার অভিনেত্রীদের চেয়ে কোনও অংশে কম নয় তাঁর। বি গ্রেড ওয়েব সিরিজ়ের নায়িকারাও সমান তালে টক্কর দেন উরফিকে।
১৯৯৭ সালে ১৫ অক্টোবর উত্তরপ্রদেশের লখনউয়ে জন্ম উরফির। লখনউয়ের সিটি মন্টেসরি স্কুল থেকে পড়াশোনা তাঁর। তার পর লখনউ থেকেই গণজ্ঞাপন নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন তিনি।
২০১৬ সাল থেকে বিভিন্ন হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে শুরু করেন উরফি। অধিকাংশ সময় বিচিত্র পোশাক পরে বিতর্কে আসেন তিনি। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে উরফির অনুরাগী সংখ্যা ৪১ লক্ষ।
‘ট্রিপল এক্স’ ওয়েব সিরিজ় থেকে শুরু করে একতা কপূরের ‘গন্দি বাত’-এ অভিনয় করেছিলেন আভা পাল। ১৯৮৭ সালের ৭ অগস্ট উত্তরপ্রদেশের গাজিয়াবাদে জন্ম আভার।
স্কুলের গণ্ডি পেরিয়ে উত্তরপ্রদেশ থেকেই স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন আভা। ২০০৫ সালে মডেলিং পেশায় নামেন তিনি। তার ৫ বছর পর মুক্তি পাওয়া সলমন খান অভিনীত ‘বীর’ ছবিতে একটি ছোট চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছিলেন আভা। কিন্তু দুর্ভাগ্যবশত সম্পাদনার সময় তাঁর অভিনীত অংশটুকু বাদ পড়ে যায়।
২০১৭ সালে একটি তামিল ছবিতে অভিনয় করেছিলেন আভা। তিন বছর পর নিজস্ব অ্যাপও তৈরি করে ফেলেন তিনি। তাঁর অ্যাপে সাবস্ক্রাইবারের সংখ্যা এক লক্ষের গণ্ডি পার করে গিয়েছে।
বিভিন্ন ওয়েব সিরিজ়ে অভিনয় করার পর এখন পরিচিত মুখ আভা। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী সংখ্যা ১৫ লক্ষ।
ইতিমধ্যেই সমাজমাধ্যম কাঁপিয়ে চলেছেন ২৮ বছর বয়সি আশু রেড্ডি। ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত তাঁর অনুরাগী সংখ্যা ১৯ লক্ষ। নেটপ্রভাবী আশু অবশ্য তেলুগু ফিল্মজগতের অভিনেত্রীও বটে।
তবে পরিচালক রামগোপাল বর্মার সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার পর প্রচারে আসেন আশু। ‘বিগ বস তেলুগু’ রিয়্যালিটি শোয়ের একটি ভিডিয়োর অংশ ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োতে আশুর পায়ের আঙুল চুষতে দেখা গিয়েছিল রামগোপালকে।
১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর হায়দরাবাদে জন্ম আশুর। হায়দরাবাদে স্কুল এবং কলেজের পড়াশোনার শেষ করে আমেরিকা পাড়ি দেন তিনি। ২০১৬ সালে ডালাস ব্যাপটিস্ট ইউনিভার্সিটি পিলগ্রিম চ্যাপেল থেকে এমবিএ করে দেশে ফিরে আসেন তিনি।
‘গন্দি বাত’, ‘ট্রিপল এক্স’ ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা গিয়েছিল ফ্লোরা সাইনিকে। দক্ষিণী ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। বহু কন্নড়, তামিল এবং তেলুগু ছবিতে কাজ করেছেন ফ্লোরা। ‘দুপুর ঠাকুরপো’ নামে বাংলা ওয়েব সিরিজ়েও দেখা গিয়েছিল তাঁকে।
এখনও পর্যন্ত ফ্লোরার ঝুলিতে ৫০টি ছবি যুক্ত হয়েছে। রজনীকান্ত, জগপতি বাবু, কার্তিক, বিজয়কান্তের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগও পেয়েছেন তিনি। চন্ডীগড়ে জন্ম হলেও ফ্লোরার পড়াশোনা জম্মু ও কাশ্মীরের উধমপুরে। তার পর কিছু দিন দিল্লিতেও পড়াশোনা করেন তিনি। স্নাতক স্তরের পড়াশোনাও দিল্লি থেকে সম্পূর্ণ করেন তিনি।
দিল্লি থেকে পরিবার-সহ কলকাতায় চলে আসেন ফ্লোরা। কলকাতায় আসার পর মডেলিংয়ে এগিয়ে যেতে থাকেন তিনি। সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছিলেন ফ্লোরা। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী সংখ্যা ১৪ লক্ষ।
ইনস্টাগ্রামে অনুরাগী সংখ্যায় উরফিকেও টেক্কা দিয়েছেন অন্বেশী জৈন। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে ৬১ লক্ষ অনুরাগী রয়েছেন তাঁর। ‘গন্দি বাত’ ওয়েব সিরিজ়ে অভিনয় করার পর প্রচারে এসেছেন তিনি। তার পর থেকেই ইনস্টাগ্রামে বেশ সক্রিয় তিনি।
১৯৯১ সালের ২৫ জুন মধ্যপ্রদেশে জন্ম অন্বেশীর। স্কুলের গণ্ডি পেরিয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন বলে ভোপালের একটি কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকেই স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন অন্বেশী।