শাহরুখ খান থেকে অক্ষয় কুমার, প্রিয়ঙ্কা চোপড়া জোনাস থেকে পরিণীতি চোপড়া— হিন্দি ফিল্মজগতের প্রথম সারিতে থাকা বহু বলি তারকাজনপ্রিয় হলিউড ছবির হিন্দি ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন।
২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দ্য লায়ন কিং’। এই ছবির হিন্দি ডাবিংয়ের সময় মুফাসার চরিত্র্রে কণ্ঠ দিয়েছিলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।
‘দ্য লায়ন কিং’ ছবিতে মুফাসার পুত্রের চরিত্রের নাম ছিল সিম্বা। সিম্বার নেপথ্যকণ্ঠে ছিলেন শাহরুখের পুত্র আরিয়ান খান।
‘দ্য লায়ন কিং’ ছবিতে টিমনের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন বলি অভিনেতা শ্রেয়স তালপাড়ে। পুম্বার চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন বলি অভিনেতা সঞ্জয় মিশ্র এবং স্কারের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন বলি অভিনেতা আশিস বিদ্যার্থী।
২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ডেডপুল’ ছবির দ্বিতীয় পর্ব। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন রায়ান রেনল্ডস। ডেডপুলের চরিত্রে অভিনয় করেন তিনি।
‘ডেডপুল ২’ ছবিতে হিন্দি ডাবিংয়ের সময় ডেডপুল চরিত্রের নেপথ্যকণ্ঠে ছিলেন বলি অভিনেতা রণবীর সিংহ।
২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মার্ভেল সুপারহিরো ফিল্ম সিরিজ়ের ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’। স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করেন হলি অভিনেতা টম হল্যান্ড।
‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ ছবির হিন্দি ডাবিংয়ের সময় স্পাইডারম্যানের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন বলি অভিনেতা টাইগার শ্রফ।
২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যানিমেশন ছবি ‘ফ্রোজেন ২’। এই ছবিতে অ্যানা এবং এলসা চরিত্রের নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন যথাক্রমে ক্রিস্টেন বেল এবং ইডিনা মেনজ়েল।
‘ফ্রোজেন ২’ ছবির হিন্দি ডাবিংয়ের সময় এলসার চরিত্রে নেপথ্যকণ্ঠে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস এবং অ্যানার চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন পরিণীতি চোপড়া।
২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ট্রান্সফরমার্স: ডার্ক অফ দ্য মুন’। এই ছবির হিন্দি ডাবিংয়ে অপটিমাস প্রাইম চরিত্রের নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার।
২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’। ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন হলি অভিনেতা ক্রিস ইভান্স।
‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছবিতে ক্যাপ্টেন আমেরিকার চরিত্রের নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন বলি অভিনেতা বরুণ ধওয়ান।
২০১৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যানিমেশন ঘরানার ছবি ‘রিও ২’। এই ছবিতে জুয়েল চরিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে ছিলেন অ্যান হ্যাথওয়ে।
‘রিও ২’ ছবির হিন্দি ডাবিংয়ের সময় জুয়েল চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছিলেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিন্হা।
২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ম্যালেফিসেন্ট: মিসট্রেস অফ এভিল’। এই ছবিতে ম্যালেফিসেন্টের চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন বলি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
‘ম্যালেফিসেন্ট: মিসট্রেস অফ এভিল’ ছবির হিন্দি ডাবিংয়ে ম্যালেফিসেন্ট চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন বলি অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন।