মুম্বইয়ের মায়ানগরী যেন আলোর রোশনাইয়ে ভরপুর। বলিজগতের তারকাদের সঙ্গে সমান তালে টক্কর দিচ্ছেন হিন্দি টেলিভিশনের বহু জনপ্রিয় মুখ। ছোট শহর থেকে একরাশ স্বপ্ন নিয়ে মুম্বইয়ে এসে কেরিয়ারের শিখরে পৌঁছেছেন তাঁরা। উপার্জনের দিক দিয়েও পিছিয়ে নেই এই তারকারা।শুধু তা-ই নয়, টিনসেল নগরীর বুকেই এই টেলি তারকারা কিনেছেন কোটি কোটি টাকার ফ্ল্যাট। কপিল শর্মা থেকে শুরু করে দিব্যাঙ্কা ত্রিপাঠি, শ্বেতা তিওযারি-সহ বহু তারকার নাম এই তালিকায় রয়েছে।
কপিল শর্মার জন্ম পঞ্জাবে। কেরিয়ার গড়তে মুম্বইয়ে এসেছিলেন তিনি। হাস্যরসে ভরা বিভিন্ন রিয়্যালিটি শো থেকে শুরু করে একাধিক হিন্দি ছবিতেও কাজ করেছেন কপিল।
বর্তমানে কপিল তাঁর মা, স্ত্রী এবং মেয়েকে নিয়ে মুম্বইয়ের পশ্চিম অন্ধেরি এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন। ১৫ কোটি টাকা দিয়ে এখানে ফ্ল্যাট কিনেছেন তিনি।
টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠি। একের পর এক হিন্দি ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে দর্শকের মন জিতেছেন তিনি। ১৯৮৪ সালে মধ্যপ্রদেশের ভোপালে জন্ম দিব্যাঙ্কার।
ভোপালে পড়াশোনা শেষ করে রেডিয়োতে সঞ্চালকের কাজে যুক্ত হন দিব্যাঙ্কা। তার পর ধীরে ধীরে অভিনয়ের দিকে ঝুঁকতে শুরু করেন। অভিনেত্রী তাঁর স্বামী বিবেক দাহিয়ার সঙ্গে মুম্বইয়ে একটি বহুমূল্য ফ্ল্যাটে থাকেন। ৪ বেডরুমবিশিষ্ট ওই ফ্ল্যাটের দাম ১০ কোটি টাকা।
‘কসৌটি জিন্দেগি কে’ হিন্দি ধারাবাহিকের বিখ্যাত চরিত্র ‘প্রেরণা শর্মা’র কথা মনে পড়ে? টেলিভিশন জগতের নায়িকাদের মধ্যে শ্বেতা তিওয়ারি উপরের সারিতে থাকা এক জন।
উত্তরপ্রদেশের প্রতাপগড়ে জন্ম শ্বেতার। বর্তমানে মুম্বইয়ের কান্দিভালি এলাকায় দুই ছেলেমেয়ের সঙ্গে একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন তিনি। এই ফ্ল্যাটটি অভিনেত্রী ৬ কোটি টাকা দিয়ে কিনেছেন।
চলতি বছরে ‘বিগ বস’-এর ঘরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে এক জন হলেন সুম্বুল তৌকীর খান। ‘চন্দ্রগুপ্ত মৌর্য’ এবং ‘যোধা আকবর’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে সুম্বুলকে। ‘আর্টিকল ১৫’ ছবিতেও কাজ করেছেন তিনি।
সুম্বুলের আসল নাম অবশ্য এজ়া তৌকীর খান। মধ্যপ্রদেশে জন্ম অভিনেত্রীর। খুব ছোটবেলায় অভিনয়জগতে পা রাখেন তিনি। বর্তমানে মুম্বইয়ের এক বহুমূল্য ফ্ল্যাটে থাকেন সুম্বুল। ২ কোটি টাকা দিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন তিনি।
‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি বিতর্কে জড়িয়ে থাকেন প্রিয়ঙ্কা চহার চৌধরী। ‘পরিণীতি’, ‘গঠবন্ধন’ এবং ‘উড়ারিয়াঁ’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে প্রিয়ঙ্কাকে।
রাজস্থানে বড় হয়ে ওঠা প্রিয়ঙ্কার। অভিনয়ের পাশাপাশি মডেলিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। হিন্দি ধারাবাহিক ছাড়াও বিভিন্ন পঞ্জাবি মিউজ়িক ভিডিয়োতে কাজ করেছেন প্রিয়ঙ্কা। মুম্বইয়ে ৩ কোটি টাকা খরচ করে একটি বহুমূল্য ফ্ল্যাট কিনেছেন তিনি।
‘মহাভারত’ ধারাবাহিকের ‘অর্জুন’ হোক বা ‘ঝাঁসি কি রানি’ ধারাবাহিকের ‘নানা সাহিব’-এর চরিত্র— শাহির নাওয়াজ শেখ হিন্দি টেলিভিশন জগতের নামকরা অভিনেতাদের মধ্যে এক জন।
জম্মু ও কাশ্মীরে জন্ম শাহিরের। আইন নিয়ে পড়াশোনা করার পর তিনি চিত্রগ্রাহকের কাজ করতে শুরু করেন। তার পর মডেলিংয়ের দিকে ঝুঁকে পড়েন তিনি। ২০০৯ সালে ধারাবাহিকে অভিনয় শুরু শাহিরের। বর্তমানে মুম্বইয়ে ৬ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন তিনি।
ছোট পর্দার জনপ্রিয় মুখ রুবিনা দিলাইকের নামও এই তালিকায় রয়েছে। শিমলায় বেড়ে ওঠা এই অভিনেত্রী ২০০৮ সালে অভিনয় জগতে পা রাখেন। ধারাবাহিকের পাশাপাশি মিউজ়িক ভিডিয়োতেও কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
‘ছোটি বহু’ ধারাবাহিকে ‘রাধিকা’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নেন রুবিনা। ‘সাস বিনা সসুরাল’, ‘দেবো কে দেব... মহাদেব’-এর মতো ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। মুম্বইয়ে ৬ থেকে ৮ কোটি টাকা দিয়ে একটি বহুমূল্য ফ্ল্যাট কিনেছেন রুবিনা।