শীতের মরশুম শুরু হতেই বরফে থাকল হিমাচল প্রদেশ থেকে জম্মু-কাশ্মীরের বহু এলাকা। নভেম্বর মাস পড়ে গেলেও সে ভাবে তুষারপাত হচ্ছিল না। তবে বৃহস্পতিবার থেকে জম্মু-কাশ্মীরে এবং হিমাচলে নতুন করে তুষারপাত শুরু হয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, দিনের বেলায় তুষারপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীনগর-সহ উপত্যকা এলাকায় হালকা বৃষ্টিও হচ্ছিল। যা তিন সপ্তাহ ধরে তুষারপাতের বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আবহাওয়া পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা নামতে শুরু করেছে। ফলে বৃহস্পতিবার থেকেই তুষারপাত শুরু হয়ে গিয়েছে।
জম্মু-কাশ্মীরের বারামুলা, কুপওয়ারায় সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। ভারী তুষারপাতের জেরে কুপওয়ারা থেকে তাংধর কেরন রোড বন্ধ হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তুষারপাতের জেরে পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে গুলমার্গ এবং সোনমার্গ। ইতিমধ্যেই এই দুই পর্যটনস্থলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছেন বহু পর্যটক।
কাশ্মীরের পাশাপাশি জম্মুর পাহাড়ি এলাকাগুলিতেও বৃহস্পতিবার থেকে কোথাও হালকা, কোথাও ভারী তুষারপাত শুরু হয়েছে। যে সব জেলায় তুষারপাত শুরু হয়েছে সেগুলি হল— কিস্তওয়ার, ডোডা, রামবান, রিয়াসি, পুঞ্চ, রাজৌরি এবং কাঠুয়া।
শ্রীনগরে তাপমাত্রা নেমে ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কাজিগুন্দেও ৫ ডিগ্রি সেলসিয়াস। পহেলগাঁওয়ে ১.৫। অন্য দিকে, কোনিবাল এবং গুলমার্গে তাপমাত্রা হিমাঙ্কের ১ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে।
তুষারপাতের জেরে রাজৌরি এবং পুঞ্চের সঙ্গে কাশ্মীরের যোগাযোগকারী সড়ক মুঘল রোড বন্ধ হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, ‘পীর কি গলি’-সহ একাধিক জায়গায় তুষারপাতের কারণে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
জম্মু-কাশ্মীরের পাশাপাশি হিমাচল প্রদেশেও জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। পাহাড়ি এলাকায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সঙ্গে চলছে তুষারপাতও। অন্য দিকে, পাহাড়ের নীচের অংশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছে কয়েক দিন ধরে। ফলে তাপমাত্রা নামতে শুরু করেছে।
শুক্রবার সকাল থেকেই হিমাচলের লাহুল-স্পিতি, কিন্নৌর এবং পাঙ্গিতে তুষারপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ১ ডিসেম্বর থেকে তুষারপাত হবে। সেই পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল থেকেই হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় তুষারপাত শুরু হয়েছে।
তুষারপাতের জেরে অটল টানেল, ধুন্ধি এবং আশপাশের এলাকায় রাস্তায় চার ইঞ্চি পুরু বরফ জমে গিয়েছে। পরিস্থিতি খারাপ হওয়ায় সোলাং থেকে অটল টানেলের দিকে যাওয়ার রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।
শিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সুন্দরনগরে ৮.১, ধর্মশালায় ৮.২, মানালিতে ৪.৬, সোলানে ৫, কল্পায় তাপমাত্রা হিমাঙ্কের এক ডিগ্রি নীচে।