আর দেড় সপ্তাহ। তার পরেই শুরু দেবীপক্ষ। এই আবহে ‘মাতৃশক্তি’-কে শ্রদ্ধার্ঘ্য জানাতে চায় পূর্ব রেল। অভিনব উপায়ে। মাতৃভূমি লেডিজ় স্পেশালে থাকছে বিশেষ ব্যবস্থা। ঘোষণা করল পূর্ব রেল।
মাতৃভূমি লেডিজ় স্পেশালে খুব শীঘ্রই থাকবে একটি প্রথম শ্রেণির কামরা। দেবীপক্ষের সময় থেকে শিয়ালদহ-রানাঘাট মাতৃভূমি লোকালে থাকতে পারে এই পরিষেবা। ১৪ অক্টোবর থেকে দেবীপক্ষের শুরু। ঠিক কবে এই পরিষেবা চালু হবে, এখনও জানায়নি রেল।
লোকাল ট্রেনের প্রথম শ্রেণির কামরায় যাতায়াত হবে আরও আরামদায়ক। আসনে থাকবে নরম গদি। ট্রেনের কামরার মেঝেয় পাতা থাকবে ম্যাট। কামরার দেওয়ালে থাকবে সুন্দর ছবি।
রেলের তরফে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, কামরার কোনও দেওয়ালে রয়েছে দিল্লির ইন্ডিয়া গেট, আগরার তাজমহলের ছবি, কোথাও মাথায় কলসি নিয়ে মহিলার ছবি। কোনও দেওয়ালে রয়েছে আবার মহিলা বিমান চালকের ছবি।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রানাঘাট-শিয়ালদহ-রানাঘাট রুটে চলা মাতৃভূমি লোকালে থাকবে একটি প্রথম শ্রেণির কামরা। আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে।
কৌশিক জানিয়েছেন, এই পরিষেবা সফল হলে, ইতিবাচক প্রতিক্রিয়া মিললে প্রথম শ্রেণির কামরাসমেত আরও বেশ কয়েকটি মাতৃভূমি লোকাল ট্রেন চালু করা হবে। প্রথম শ্রেণির পাশাপাশি দ্বিতীয় শ্রেণির কামরাও অবশ্যই থাকবে ট্রেনে।
পূ্র্ব রেলের এই সিদ্ধান্তে খুশি ট্রেনের নিত্য মহিলা যাত্রীরা। এখন অনেক বেশি আরামে অফিস যেতে পারবেন, এমনটাই মনে করছেন যাত্রীরা। এর ফলে অফিসে গিয়ে কাজ করার সময় আর ক্লান্ত হয়ে পড়বেন না।
মুম্বইয়ে বেশ কয়েক বছর আগে থেকেই লোকল ট্রেনে রয়েছে প্রথম শ্রেণির কামরা। ভাড়া সাধারণ কামরার থেকে প্রায় ১০ গুণ বেশি।
সকালের ব্যস্ত সময়ে দ্বিতীয় শ্রেণির কামরায় যখন থিকথিকে ভিড়, তখন প্রথম শ্রেণির কামরা থাকে বেশ ফাঁকা। সেখানে উঠলে বসার আসন মেলার সম্ভাবনা রয়েছে।
তা বলে টিকিট বিক্রি এতটুকু কম নয়। রেলের তরফে দেওয়া একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে, ২০২২ সালের জুন মাসে প্রতি দিন প্রথম শ্রেণির কামরায় এক পিঠের ৯,৬৯৫টি করে টিকিট বিক্রি করেছে পশ্চিম রেল। নভেম্বরে সেই সংখ্যাটি ছিল ১৮,০৩১।
প্রথম শ্রেণির কামরাগুলির গায়ে সাদা-নীল রঙ করা। তা দেখেই যাত্রীরা চিনতে পারেন এই কামরা।
মুম্বই লোকাল ট্রেনে বাতানুকূল কামরাও রয়েছে। ১৮৬৭ সালে মুম্বইতে প্রথম স্টিম চালিত লোকাল ট্রেন চালু হয়েছিল। তার ১৫০ বছর পূর্তিতে ২০১৭ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে বাতানুকূল কামরা সংযোজন করা হয়। ছবি: সংগৃহীত