বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জোট বদলের পরেই মুখ খুলেছিলেন তিনি। ভারতীয় রাজনীতিতে তাঁর কথার দাম রয়েছে। তিনি হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর বা পিকে।
এ বার লোকসভা ভোট নিয়েও করলেন বড় দাবি। জানালেন, ২০২৫ সালে বিহারের বিধানসভা ভোটে কী হতে চলেছে, তা-ও। কী বললেন তিনি?
বিহারে নীতীশ কুমারের জোট বদলের পরেই তিনি দাবি করেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে এবং বিহার বিধানসভা ভোটে জেডিইউ-এর বিপর্যয় হবে।
ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে) এ বার পূর্বাভাস দিলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে লোকসভা নির্বাচনে বিপুল জয় পেতে চলেছে এনডিএ।
সংবাদমাধ্যম ‘অজ তক’কে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেন, ‘‘বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এ বারের লোকসভা ভোটেও ‘ক্লিন সুইপ’ (নিরঙ্কুশ জয়লাভ) করবে।’’
পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা ভোটের পরই পরামর্শদাতার ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছিলেন পিকে।
আনুষ্ঠানিক ভাবে ‘আইপ্যাক’-এর সঙ্গে যুক্ত থাকবেন না বলেও জানিয়ে দেন তিনি। তবে তাঁর তৈরি সংস্থা ‘আইপ্যাক’ তৃণমূলের পরামর্শদাতা হিসেবে থেকে গিয়েছে।
এই পরিস্থিতিতে পিকের মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন।
বিহারে পরবর্তী বিধানসভা ভোট হওয়ার কথা ২০২৫ সালে। পিকের দাবি, সেই নির্বাচনে নীতীশের দল জেডিইউ সে রাজ্যের ২৪৩টি আসনের মধ্যে ২০টির বেশি জিততে পারবে না।
তিনি বলেন, ‘‘যে জোটের হয়েই লড়ুন না কেন, নীতীশের দল যদি ২০টির বেশি আসনে জেতে, আমি আমার কাজ ছেড়ে দেব।’’
প্রসঙ্গত, ২০২১ সালে বাংলায় নীলবাড়ির লড়াইয়ের আগেও ভবিষ্যদ্বাণী করেছিলেন পিকে। তাঁর সেই ভবিষ্যদ্বাণী মিলেও যায়।
পিকে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ১০০ আসনে জিতলে তিনি ‘নির্বাচনী পরামর্শদাতার’ কাজ ছেড়ে দেবেন।