metro

Sealdah Metro: শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোয় ভাড়া কত? ঝাঁ চকচকে স্টেশনে থাকছে কী কী সুবিধা

সোমবার শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবার উদ্বোধন হবে। বৃহস্পতিবার থেকে মেট্রোয় চড়তে পারবেন সাধারণ যাত্রীরা। এর জেরে যানজট কমবে বলে ধারণা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১১:৫৯
Share:
০১ ১৩

আপনার কি সেক্টর ফাইভে অফিস? শিয়ালদহ থেকে রোজই অটো আর বাসের ঝক্কি সামলে অফিস যেতে প্রাণ একেবারে ওষ্ঠাগত! অবশেষে এই হয়রানি শেষ হচ্ছে। আগামী সপ্তাহ থেকেই বাতানকূল কামরায় ঠান্ডা আমেজ গায়ে মেখে অফিস পৌঁছতে পারবেন। চালু হচ্ছে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা।

০২ ১৩

সোমবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবার উদ্বোধন করা হবে।

Advertisement
০৩ ১৩

উদ্বোধনের দিন অবশ্য যাত্রীরা মেট্রোয় চড়তে পারবেন না। সাধারণের জন্য এই মেট্রো চলবে ১৪ জুলাই থেকে।

০৪ ১৩

এই মেট্রো পরিষেবা শুরু হলে রাজ্যের তথ্যপ্রযুক্তির প্রাণকেন্দ্র সেক্টর ফাইভে কর্মরতদের নিত্য হয়রানি যেমন অনেকটা মিটবে, তেমনই শহরে যানজটের ছবিটাও পাল্টাবে বলে মনে করা হচ্ছে।

০৫ ১৩

সূত্রের খবর, শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোয় ন্যূনতম ভাড়া হবে ১০ টাকা।

০৬ ১৩

মেট্রোর নিজস্ব হিসাব অনুযায়ী শিয়ালদহ পর্যন্ত পরিষেবা চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা আগের তুলনায় কয়েক গুণ বাড়বে।

০৭ ১৩

কী কী সুবিধা থাকছে শিয়ালদহ মেট্রো স্টেশনে? এখানে এসক্যালেটরের পাশাপাশি থাকছে লিফটও।

০৮ ১৩

স্টেশনে থাকছে স্ক্রিন ডোর। ওই দরজা প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরেই খুলবে।

০৯ ১৩

মেট্রোর দু’পাশের দরজা দিয়েই প্ল্যাটফর্ম ব্যবহার করার ব্যবস্থা থাকবে। এত দিন প্ল্যাটফর্ম যে দিকে পড়ত, সে পাশের দরজাই খুলত মেট্রোয়। শিয়ালদহের মেট্রো প্ল্যাটফর্মে ওঠানামার জন্য যাত্রীরা দু’দিকের দরজাই ব্যবহার করতে পারবেন।

১০ ১৩

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘কলকাতার যানজট মানচিত্রের চেহারা বদলে দেবে মেট্রো। অনেক বাধাবিপত্তি কাটিয়ে আগামী ১৪ জুলাই থেকে ওই রুটে যাত্রীরা মেট্রো চড়তে পারবেন।’’

১১ ১৩

সূত্র মারফত জানা গিয়েছে, কমিশনার অব রেলওয়ে সেফটির ছাড়পত্র মেলার পরই উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই মেট্রো পরিষেবা কবে থেকে শুরু হবে, এ নিয়ে গত কয়েক মাস ধরেই চর্চা চলছিল।

১২ ১৩

রেল সূত্রে জানানো হয়েছে, উদ্বোধন কে করবেন তা এখনও স্থির হয়নি। তবে একটি সূত্রের দাবি, ওই মেট্রোপথের উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

১৩ ১৩

মেট্রোর এই উদ্বোধন ঘিরে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, সোমবার মেট্রোপথের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বাংলার মুখ্যমন্ত্রীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement