Durga Puja 2020

পুজোয় কোন হেয়ারকাটে তারকারা? দেখে নিন আপনাকে কোনটা মানায়

চলো পাল্টাই-এর যুগ। এই ব্যস্ত দুনিয়ায় অনেকেই বড় চুল রাখতে নারাজ। শর্ট হেয়ারকাটেই ভরসা রাখছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২০ ০৯:৩০
Share:
০১ ১৫

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এ বার নিজেকে সাজিয়ে তোলার পর্ব। কিন্তু এ বছরটা অন্য রকম। লকডাউন চলাকালীন পার্লারে যাওয়ার সুযোগ হয়নি। ত্বকের যত্ন করা গেলেও চুল কাটার সুবিধা ছিল না। তাই এখন একটা ঝকঝকে হেয়ারকাট কিন্তু আপনার লুক এবং মুডই বদলে দিতে পারে। দেখে নেওয়া যাক এ বার পুজোয় কী কী নতুন হেয়ার কাট চলছে।

০২ ১৫

চলো পাল্টাই-এর যুগ। এই ব্যস্ত দুনিয়ায় অনেকেই বড় চুল রাখতে নারাজ। শর্ট হেয়ারকাটেই ভরসা রাখছেন। তারকাদের মধ্যেও সম্প্রতি চুল নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার ছবি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement
০৩ ১৫

পিক্সি:  শর্ট হেয়ার কাট-এর মধ্যে পিক্সি অল্প দিনেই সাড়া ফেলেছে ফ্যাশন-জগতে। হলিউড থেকে বলিউড, এমনকি টলিউডের তারকাদের দেখা গিয়েছে এই ধরনের হেয়ারকাটে। যাদের চুল বেশ ঘন, তাদের জন্য এটি আদর্শ।

০৪ ১৫

বাজ্‌ : পিক্সি সম্প্রদায়ের বলা যায় এই ধরনের হেয়ার কাট-কে। যাঁরা কর্মসূত্রে ব্যস্ততার দরুন চুলের পরিচর্যা করতে পারেন না, এটি তাঁদের জন্য খুবই উপযোগী। স্বস্তিকা মুখোপাধ্য়ায়ের নতুন হেয়ারকাট নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে।

০৫ ১৫

বব: অনেকেই ছোট চুলের মধ্যে বব কাট পছন্দ করেন। এটি খুবই জনপ্রিয় এবং পুরনো হেয়ারস্টাইল। বব হেয়ার কাট-এর মধ্যেও অনেক রকমের শেপ থাকে। তার মধ্যে বেশি প্রচলিত লং বব এবং শর্ট বব।

০৬ ১৫

মুখের আকৃতির উপর নির্ভর করে চুল কাটা উচিত সব সময়। কারণ চুলের স্টাইল আপনার ব্যক্তিত্বের অঙ্গ। তা ছাড়া, হেয়ারস্টাইল মুখের আদলকেও প্রভাবিত করে।

০৭ ১৫

শর্ট বব: ঘন চুল থাকলে কাটতে পারেন শর্ট বব কাট। এতে মুখ ভরাট দেখায়, স্মার্টও লাগে।

০৮ ১৫

লং বব: যাঁদের চুল খুব ঘন নয় এবং স্ট্রেট, তাঁরা লম্বা বব হেয়ার কাট কাটতে পারেন।

০৯ ১৫

ব্যালিয়্যাশ: ফরাসি শব্দ, অর্থ রং করা। চুলের উপরে  হালকা রঙের শেড দেওয়া হয়। এর ফলে সূর্যের আলোয় চুল অনেক বেশি উজ্জ্বল দেখায়, অনেকটা নরমও হয়। ফ্যাশনে নিজের জায়গা তৈরি করে নিয়েছে ব্যালিয়্যাশ। টেলিপর্দার পরিচিত মুখ পল্লবী শর্মা কিছুদিন আগে নিজের স্টাইল বদলেছেন এই কেতায়।

১০ ১৫

কপার হাইলাইটস: লম্বা চুল হলে অনেক ধরনের রং করে, তারপর নীচের দিক পার্মিং করলে ভাল দেখায়। হালকা ব্লন্ড শেড চুলে অন্য মাত্রা এনে দেয়।

১১ ১৫

সফট ব্লন্ড:  চুল লম্বা হলে  অনেক ধরনের হেয়ারস্টাইল এবং হেয়ারকাট করা যায়। লং লেয়ার্সে হেয়ারকাট-এর সঙ্গে হাল্কা ব্লন্ড কালার করলে দেখতে ভাল লাগে।

১২ ১৫

একঘেয়ে হেয়ারকাটে আয়নায় নিজেকে দেখতে আর ভাল লাগছে না? কিন্তু চুল ছোট করতেও তো মন চাইছে না। তা হলে লেয়ার্স কাটতে পারেন। সঙ্গে করুন কালার। চলতি বছরের ট্রেন্ডিং হেয়ারকালার বার্গ্যান্ডি, অ্যাশ ব্লন্ড, কপার গ্লেজ এবং চেরি রেড। সম্প্রতি চুল রং করিয়েছেন বাংলা সিরিয়ালের  অভিনেত্রী রনিতা দাসও।

১৩ ১৫

যাদের চুল খুব কোঁকড়ানো, তাদের জন্য রয়েছে শর্ট হেয়ার স্টাইল। পিছন থেকে চুল ট্রিম করে নিতে পারেন। কিংবা ভলিউম হেয়ারকাট করে নিলে দেখতে ভাল লাগে। মেঘা চৌধুরী তাঁর তেলুগু ছবির জন্য এই হেয়ারকাট করেছেন।

১৪ ১৫

ফেড আউট : হেয়ারস্টাইলের ব্যাপারে কিন্তু ছেলেরাও পিছিয়ে নেই। বলিউড থেকে হলিউড, সবাই আজ নিজেদের লুকস্‌ নিয়ে যথেষ্ট সচেতন। ছেলেদের জন্যেও তাই রয়েছে বিভিন্ন ধরনের হেয়ারকাট। অভিনেতা সপ্তর্ষি মৌলিককে দেখা গিয়েছে কায়দার হেয়ারকাটে।

১৫ ১৫

রাফলড্‌ হেয়ার: কিছু দিন আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নতুন হেয়ার কাটে দেখা গিয়েছিল। হালকা স্ট্রিক্স চুলকে অন্য মাত্রা দান করে। অনেকেই পুরো চুল রং করতে পছন্দ করেন না। তাঁদের জন্য রয়েছে স্ট্রিক্স বা বার্গ্যান্ডি কালার। তথ্য সহায়তা: সোমোশ্রী দাস এবং ছবি সৌজন্য: জলি চন্দ, শাটিন রোজ সালঁ অ্যান্ড স্পা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement