kerala

Model: রংচটা লুঙ্গি-শার্টের বদলে পরনে উঠেছে দামি স্যুট, ৬০ বছরের দিনমজুর এখন মডেল!

আজকাল এক বৃদ্ধ মডেলের গ্ল্যামারের ছটায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে অনেকের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৩:১১
Share:
০১ ১৩

পরনে রংচটা শার্ট আর ভাঁজ করা লুঙ্গি। একগাল গোঁফদাড়িতে মুখ প্রায় ঢাকা। কপাল বেয়ে নামা উস্কোখুস্কো চুলে শেষ কবে তেলের ছোঁয়া লেগেছিল, তা মনে পড়ে না বৃদ্ধের। পড়শিরা তাঁকে এ চেহারায় দেখতেই অভ্যস্ত। তবে আজকাল ওই বৃদ্ধের গ্ল্যামারের ছটায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে তাঁদের। দিনমজুরি করে আয় করা বৃদ্ধ রাতারাতি হয়ে উঠেছেন ওয়েডিং স্যুটের মডেল!

ছবি: সংগৃহীত।

০২ ১৩

কেরলের কোঝিকোড়ের ওই বৃদ্ধ মাম্মিক্কার দিকে বিশেষ নজর ঘোরাতেন না পড়শিরা। তবে আপাত সাধারণ চেহারার মাম্মিক্কাই আজকাল সকলের নজর কাড়ছেন। বিয়ের স্যুটের মডেল হিসাবে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি। আজকাল তাঁর পরনে উঠছে দামি স্যুট!

ছবি: শরিক বয়ালিল শেখের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

Advertisement
০৩ ১৩

মাম্মিকার রোজনামচায় নতুনত্ব ছিল না। সক্কাল সক্কাল ঘুম থেকে উঠে দৌড়তে হত রুজিরুটির সন্ধানে। দিনের শেষে সামান্য যা কিছু রোজগারপাতি হত, তা দিয়ে মাছ-শাকসব্জি কিনে বাড়ি ফিরতেন। কোঝিকোড়ের বেন্নাক্কড় এলাকায় ওই বৃদ্ধ দিনমজুরের এটাই ছিল নিত্যদিনের রুটিন।

ছবি: সংগৃহীত।

০৪ ১৩

আচমকাই ভাগ্য বদলে গিয়েছে মাম্মিক্কার। রংচটা লুঙ্গি আর শার্ট ছেড়ে দামি স্যুট-টাই গায়ে চড়িয়ে ক্যামেরার মুখোমুখি হচ্ছেন। স্থানীয় একটি ওয়েডিং স্যুট প্রস্তুতকারী সংস্থার হয়ে মডেলিং করে রাতারাতি খ্যাতির আলোয় বৃদ্ধ।

ছবি: শরিক বয়ালিল শেখের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

০৫ ১৩

মাম্মিক্কার গ্ল্যামারাস লুক দেখে মুগ্ধ তাঁর পড়শিদের পাশাপাশি নেটমাধ্যমের লোকজন। দিনমজুর থেকে রাতারাতি গ্ল্যামারাস মডেল হলেন কী করে?

ছবি: শরিক বয়ালিল শেখের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

০৬ ১৩

আসলে কেরলের খ্যাতনামী ফোটোগ্রাফার শরিক বয়ালিল শেখের নজরে পড়ে গিয়েছিলেন মাম্মিকা। তবে সে বেশ কিছুকাল আগের কথা। সে সময় ওই দিনমজুর বৃদ্ধের একটি ছবি তুলে ফেসবুকে শেয়ার করেছিলেন শরিক। তা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়।

প্রতীকী ছবি।

০৭ ১৩

মাম্মিক্কার ছবি পোস্ট করার পর তা ভুলেও গিয়েছিলেন শরিক। তবে সম্প্রতি নিজের ওয়েডিং সংস্থার জন্য এক জন মডেলের প্রয়োজন হয়েছিল তাঁর।

প্রতীকী ছবি।

০৮ ১৩

সংবাদমাধ্যমের কাছে শরিক জানিয়েছেন, মডেলের প্রয়োজন পড়তেই এক জনের কথাই মাথায় এসেছিল। তিনি মাম্মিক্কা!

ছবি: শরিক বয়ালিল শেখের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

০৯ ১৩

তাঁর সংস্থার হয়ে মডেলিং করার জন্য এ বার মাম্মিক্কার সঙ্গে যোগাযোগ করেন শরিক। তাঁর মেকওভারও শুরু হয়। মাম্মিক্কাকে দামি সালোঁতে নিয়ে যান। উস্কোখুস্কো চুল ছাঁটা হয় কেতাদুরস্ত চালে। খসখসে ত্বকের জেল্লা ফেরাতে চড়ে প্রসাধনীর পরতও। এ বার ট্রিম করা হয় তাঁর এলোমেলো গোঁফদাড়ি। রাতারাতি ভোল বদলে যায় বৃদ্ধ দিনমজুরের।

প্রতীকী ছবি।

১০ ১৩

ওয়েডিং স্যুটের মডেলিং করার আগে বেশ কয়েক বার ক্যামেরার সামনে দাঁড় করানো হয়েছিল মাম্মিক্কাকে। নানা ছাঁটকাটের স্যুট, শেরওয়ানি পরিয়ে ছবিও তোলা হয় তাঁর। শেষমেশ বৃদ্ধের ফোটোশ্যুট শুরু করেন শরিক।

প্রতীকী ছবি।

১১ ১৩

শরিকের হাতের জাদুতে কামাল হয়েছে। নেটমাধ্যমে দেখা গিয়েছে মডেল মাম্মিক্কার চোখধাঁধানো অজস্র ছবি। এক হাতে ধরা অ্যাপল আইপ্যাড। চোখ ঢাকা দামি রোদচশমায়। পরনে দামি স্যুট-টাই। কখনও ঝাঁ-চকচকে এসইউভি-র বাইরে দাঁড়িয়ে। কখনও বা ধীর লয়ে হাঁটছেন। নেটমাধ্যমের এই বৃদ্ধ মডেলকে দেখে অনেকেই বলেছেন, ঠিক যেন মালয়ালম অভিনেতা বিনায়কন!

ছবি: সংগৃহীত।

১২ ১৩

ফেসবুক বা টুইটারে মডেল মাম্মিক্কার অজস্র ছবিও চালাচালি শুরু হচ্ছে। ভক্তদের জন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খোলা হয়েছে তাঁর।

ছবি: শরিক বয়ালিল শেখের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

১৩ ১৩

রাতারাতি তারকার খ্যাতি পেলেও মাটি থেকে পা সরেনি মাম্মিক্কার। তিনি জানিয়েছেন, মডেল হিসাবে আলোড়ন তুললেও দিনমজুরি ছাড়বেন না। এক সময় দিনমজুরি করেই তো সংসার টানতেন মাম্মিক্কা!

ছবি: শরিক বয়ালিল শেখের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement