CSK squad IPL 2024

নিলামে ভরসা কিউই ক্রিকেটাররা, চার কোটিতে ফিরলেন দেশি অলরাউন্ডারও! আইপিএলে কেমন হল ধোনির দল?

১০টি দলের মধ্যে অন্যতম প্রাক্তন ভারত-অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংস। কাদের দলে নিল হলুদ-বাহিনী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৪:১৪
Share:
০১ ২৬

বহু জল্পনা, আলোচনার পরে শেষমেশ ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলাম মিটল। প্রয়োজন মতো খেলোয়াড়দের নিয়ে পরের বছরের আইপিএলের লড়াইয়ে নেমে পড়ল দলগুলি। ১০টি দলের মধ্যে অন্যতম প্রাক্তন ভারত-অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংস। কাদের দলে নিল হলুদ-বাহিনী? দেখে নেওয়া যাক আইপিএলের সবচেয়ে সফল দলের পূর্ণাঙ্গ দল।

০২ ২৬

প্রথমেই বলতে হয় সবচেয়ে বেশি খরচ তারা করেছে যে খেলোয়াড়ের জন্য, সেই ড্যারিল মিচেলের কথা। নিউ জ়িল্যান্ডের এই ব্যাটিং অলরাউন্ডারকে ১৪ কোটি টাকায় কিনেছে চেন্নাই।

Advertisement
০৩ ২৬

চলতি বছরে বিশ্বকাপের আবহে নিউ জ়িল্যান্ডের হয়ে উঠতি তারকা ক্রিকেটার ছিলেন রচিন রবীন্দ্র। আইপিএলে এটা তাঁর প্রথম মরসুম। তাঁর বেস দর ছিল ৫০ লক্ষ টাকা। শেষমেশ ১.৮ কোটি টাকায় রচিনকে কিনে নেয় সিএসকে।

০৪ ২৬

বোলিং অলরাউন্ডার হিসাবে পোড় খাওয়া শার্দূল ঠাকুরকে এই বছর নিয়েছে সিএসকে। দু’বছর পরে ঘরে ফিরলেন তিনি। ইতিমধ্যেই তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে। চার কোটি টাকায় তাঁকে কিনে নেয় সিএসকে।

০৫ ২৬

সমীর রিজভিকে নেওয়ার জন্য এই দিন রীতিমতো নিলাম-যুদ্ধ চলেছে গুজরাত ও চেন্নাইয়ের মধ্যে। ক্রমে দিল্লি ক্যাপিটালসও আগ্রহ দেখায় সমীরকে নিতে। আগামী আইপিএলে অভিষেক করতে চলেছেন তিনি। এই ডানহাতি ব্যাটসম্যানের জন্য গুজরাতকে টেক্কা দিয়ে আট কোটি টাকা খরচ করে চেন্নাই।

০৬ ২৬

বোলিংয়ে চেন্নাইয়ের নতুন মুখ মুস্তাফিজুর রহমান। এই দিন নিলামে দু’কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে ধোনির দল।

০৭ ২৬

ব্যাটসম্যান হিসাবে দলের জন্য নিলামে অবনীশ রাও আরাভেল্লিকেও তুলে নিয়েছে চেন্নাই। আগামী বছর আইপিএলে অভিষেক হবে তাঁর। ২০ লক্ষ টাকা খরচ করে মিডল অর্ডারে খেলা এই ব্যাটসম্যানকে কিনে নিয়েছে চেন্নাই।

০৮ ২৬

এ ছাড়া বাকি দল মোটামুটি একই থাকছে চেন্নাইয়ের। দলের নেতৃত্বে থাকছেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাইয়ের হয়ে পোড় খাওয়া প্রাক্তন ভারত অধিনায়ক খেলবেন এ বারও।

০৯ ২৬

অলরাউন্ডার হিসাবে রইলেন তারকা ক্রিকেটার রবীন্দ্র জাডেজা। দুই শতাধিক ম্যাচ খেলা এই ক্রিকেটারকেও রেখে দিয়েছিল চেন্নাই।

১০ ২৬

দীপক চাহার ২০১৬ সালে আইপিএল অভিষেক করেন। এই বছরেও চেন্নাইয়ে থাকছেন তিনি।

১১ ২৬

ব্রিটিশ অলরাউন্ডার মইন আলিকেও দলে রেখেছে চেন্নাই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবশ্য অবসর নিয়েছেন তিনি।

১২ ২৬

বছর তিনেক হল আইপিএলে খেলছেন রুতুরাজ গায়েকওয়াড। ব্যাটসম্যান হিসাবে বেশ নাম তাঁর। ছ’কোটি টাকার বিনিময় তিনি থাকছেন চেন্নাইয়ের ঘরে।

১৩ ২৬

অলরাউন্ডারের দল বেশ ভারী করার জন্য চেন্নাই এই বছরেও রেখে দিয়েছে শিবম দুবেকে। চার কোটি টাকার বিনিময় তিনি রইলেন দলে।

১৪ ২৬

অলরাউন্ডার মিচেল স্যান্টনারও এই বার ত্থাকছেন দলে। নিউ জ়িল্যান্ডের খেলোয়াড়দের প্রতি চেন্নাইয়ের ঝুঁকে থাকার প্রবণতাকে উস্কে ১.৯০ কোটি টাকায় তাঁকে কিনেছেন কর্মকর্তারা।

১৫ ২৬

আইপিএলে চলতি বছর ডেবিউ করতে চলেছেন বোলার রাজবর্ধন হাঙ্গারেকর। ১.৫ কোটি টাকার বিনিময় চেন্নাইয়ের দলে খেলতে চলেছেন তিনি।

১৬ ২৬

সবে গত বছর আইপিএলে আত্মপ্রকাশ তাঁর। প্রশান্ত শোলাঙ্কির খেলার তারিফ করেছেন সমর্থকরা সবাই। এই বছরেও দলে থাকছেন তিনি।

১৭ ২৬

নিউ জ়িল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ে। চাপের মুখেও ভাল পারফর্ম করার জন্য এই বারেও তাঁকে দলে রাখছেন কর্মকর্তারা।

১৮ ২৬

শ্রীলঙ্কার মাহেশ থিকশানা বোলার হিসাবে বেশ নাম কিনেছেন তিনি গত দুই আইপিএলে। এই বছরেও তাঁকে দলে নিয়েছে চেন্নাই।

১৯ ২৬

নিশান্ত সিন্ধু অলরাউন্ডার হিসাবে সিএসকের সঙ্গে যুক্ত হয়েছেন এই বার। তাঁর প্রথম আইপিএল বলে তাঁর উপরে আশা রয়েছে কর্মকর্তাদের। ৬০ লক্ষ টাকা নিলাম দরে তাঁকে কিনেছে চেন্নাই।

২০ ২৬

অজিঙ্ক রহানে এই বারেও রয়েছেন চেন্নাইয়ে। ব্যাটসম্যান হিসাবে তাঁর দক্ষতার উপর আবার ভরসা রেখেছে হলুদ বাহিনী।

২১ ২৬

আইপিএলে অভিষেক করবেন শায়েক রশিদ। ব্যাটসম্যান হিসাবে তাঁর খেলা দেখার জন্য আগ্রহী সমর্থকেরা।

২২ ২৬

অজয় মন্ডলও এই বছর আত্মপ্রকাশ করছেন আইপিএলে। চেন্নাইয়ের সমর্থকদের অনেক আশা তাঁর উপরে।

২৩ ২৬

বোলিং শক্তপোক্ত করতে তুষার দেশপান্ডে থাকছেন এই বারের দলে। বার তিনেক আইপিএল খেলেছেন তিনি। তাই তাঁকে নিয়ে আশা অনেক।

২৪ ২৬

সিমরজিৎ সিংহ বোলার হিসাবে যুক্ত হয়েছেন চেন্নাইয়ের দলে। গত দুই বছর আইপিএলে ভাল পারফর্ম করার জন্য তাঁকে এ বারেও রেখেছেচেন্নাই।

২৫ ২৬

শ্রীলঙ্কার বোলার মাথিশা পাথিরানাও চেন্নাই থাকছেন। কর্মকর্তাদের বিশ্বাস রয়েছে তাঁর ফর্ম নিয়ে।

২৬ ২৬

মুকেশ চৌধুরি ইতিমধ্যেই ২০২২ সাল থেকে আইপিএলে খেলছেন। বোলার হিসাবে তাঁর সুনাম রয়েছেন। তার জেরেই এ বছরও তিনি চেন্নাইয়ের দলে রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement